আল্লামা কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী (রহ.)-এর জীবন ও কর্ম

Daily Inqilab হাফেজ আল্লামা মুহাম্মদ আনিসুজ্জামান আল কাদেরী

২৪ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম

(পূর্বে প্রকাশিতের পর)
নিজ কফিন সতেজ থাকার নিশ্চয়তা দেওয়া: তিনি ইন্তেকালের পূর্বে দৃঢ়তার সাথে বহুবার বলে গেছেন, আমি মারা গেলে কৃত্রিম আদ্রতায় আমার দেহ রাখবে না। যতদিন ইচ্ছা রাখবে, পচে গেলেও কবরে দিওনা। নদীতে ফেলে দিও, মাছে খেয়ে কিছুটা তৃপ্তি অন্তত পাবে। বরফ দিয়ে লাশ রাখতে হলে তার পীর হওয়া সাজে না। মানুষের সাথে প্রতারণা করিনা, আমি ভ- নই। তিনি যেদিন ইন্তেকাল করেন, দিনটি ছিল ২২ চৈত্র, ০৫ এপ্রিল। প্রচ- খরার তীব্র দাবদাহ। ইন্তিকালের ২৮ ঘন্টা পর দাফন। দীর্ঘ সময় এ প্রচ- গরমে ৪ মাস ডায়বেটিস, হাইপ্রেসার, হার্টসহ বিভিন্ন রোগ-ভোগে ওফাত প্রাপ্ত ব্যক্তিকে আর্দ্রতা বা বরফ ছাড়া রাখা ঝুঁকিপূর্ণ। দুটি কিডনি তার নষ্ট। বাম পায়ে দুরারোগ্য ক্ষতের শোচনীয় অবস্থা। মেডিকেলের সতর্কতা আট ঘন্টার বেশি রাখা যাবে না। তাই নিকট আত্মীয়দের অনেকে তড়িঘড়ি করে মরদেহ সংরক্ষণের বিশেষ গাড়ি ডেকে আনলেন। কিন্তু আমরা সন্তানেরা বললাম, তাঁর অসিয়ত কীভাবে অমান্য করা যায়? তিনি যা বলেছেন, তাই করব। ঐ গাড়িতে রাখা যাবে না। গাড়ি ফেরত দেওয়া হল। পরের দিন ০৬ এপ্রিল সকাল থেকেই বিদ্যুৎ নেই। যে কক্ষে তাঁকে রাখা হল তা সু-পরিসরও নয়, তাতে অনবরত মানুষজন আসছে। জটলা হয়ে মিলাদ কিয়াম ও মুনাজাত করছে। বিদ্যুৎ ছাড়া প্রচন্ড গরমে মানুষের ভীড়ে হুজুরের অবস্থা কেমন? সময়তো এখনও অনেক বাকী। তাই ডাক্তার আনা হল সকাল ১১টার দিকে। চেক করা হল। টান টান উৎকণ্ঠা নিয়ে সবাই ডাক্তারের মুখের দিকে তাকিয়ে আছে। তিনি সব দেখে বললেন, “হুজুর, অসাধারণ! তাঁর কিছু ক্ষতি হলে এরই; মধ্যে হত। উনি ১০০% অক্ষত।” উনার ডান হাত যেটা দীর্ঘদিন স্যালাইন চলাতে ফুলে গিয়েছিল, তাও অবিশ্বাস্যভাবে স্বাভাবিক হয়ে গিয়েছে। চেহারা আরও সজীব, ক্রমশ উজ্জ্বলতর হয়ে উঠেছে। মনে হচ্ছে তিনি যেন কারো সাথে হাসছেন। এতক্ষণ সময় সাধারণ মূর্দা থাকলে শক্ত হয়ে যাওয়াই স্বাভাবিক। কিন্তু তাঁকে যখন সমাহিত করা হচ্ছিল, তখন কফিন রাখতে যারা কবর শরীফে নেমেছিলেন তারা অনুভব করলেন সদ্য ভূমিষ্ঠ নবজাতক শিশুর মতই নাজুক, তুলতুলে তাঁর দেহ মোবারক।

সময়ের নিয়ন্ত্রণ: শরীয়ত-ত্বরিকত, মাযহাব মিল্লাতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি সংগঠন, আত্মীয়-স্বজনের দেখা-শুনা, মুরিদ ভক্তদের প্রয়োজন মিটানো হতে শুরু করে ওয়াজ-নসীহত ইত্যাদি সবগুলো কাজই তিনি করতেন যথাসময়ে। তিনি একাই যা যা করতেন এখন কয়েকজনের পক্ষেও তা যথাযথ সময়ে করা সম্ভব হচ্ছে না। অথচ সবখানে উনার উপস্থিতি ছিল যথাসময়ে, বা তার পূর্বে। মনে হত সময়ই যেন উনার নিয়ন্ত্রিত। হুজুরের গাড়ি চালক শামীমের বিবরণ- একদিন একটা জানাযা ছিল খন্দকিয়াস্ত নজুমিয়া হাইস্কুল মাঠে, আর পরক্ষণে আরেকটা জানাযা ভাটিয়ারী বিজয় স্বরণী কলেজ ময়দানে। প্রথম জানাযা কোন কারণে বিলম্ব হয়। জানাযা শেষ করে গাড়িতে উঠে হুজুর বললেন, “সময় বাকী আছে মাত্র ১০ মিনিট, ভাটিয়ারী পৌঁছাতে আধাঘন্টাও বেশি লাগবে।” আবার বললেন, আচ্ছা চালাও দেখি। ড্রাইভার বলে, গাড়ি চালিয়ে আমরা ভাটিয়ারী কলেজ মাঠে পৌঁছে দেখি এখনও ঠিক সেই ১০ মিনিটই বাকী। সবে মাত্র তারা কফিন নিয়ে হাজির হয়েছে।

তেলবিহীন গাড়ি নিয়ে গন্তব্যে পৌঁছা: হুজুর কেবলার অপর এক গাড়ি চালক ও একনিষ্ঠ মুরিদ, মাইজপাড়া নিবাসী জহুর আহমদ ড্রাইভার বর্ণনা দেন, একদিন ভুল করে আমি গাড়িতে তেল নিই নাই। বাঁশখালী মাহফিলে পৌঁছে খেয়াল হল গাড়ির তেল শেষ। আশেপাশে কোথাও পেট্রোল পাম্পও নেই। মাহফিল শেষে হুজুর গাড়িতে বসলে আমি ভয়ে ভয়ে জানালাম, গাড়িতে তেল নাই। হুজুর বললেন, আর কি করবে? সামনে পাম্প পেলে নিয়ে নিবে। আল্লাহর নাম নিয়ে চালাও। চলতে চলতে সাতকানিয়া পাম্প পেলাম ঠিকই, কিন্তু বন্ধ। হুজুর বললেন, সামনে কোথাও পেলে নিয়ে নিও, এত রাতে খোলাও থাকে কিনা কে জানে। পরেরটাও দেখি বন্ধ। আর হুজুর বলে চলেছেন, সামনের থেকে নিও। এভাবে বলতে বলতে দেখতে দেখতে পৌঁছে গেলাম হুজুরের বাড়িতে। আমি অবাক হয়ে রইলাম। হুজুর গাড়ি থেকে নেমে ঘরে প্রবেশ করলেন। আবার ফিরে এসে আমাকে বললেন, এই ঘটনা কাউকে বলবে না। তাই হুজুর কেবলার ইন্তেকালের পরই সে এই ঘটনা ব্যক্ত করল।

ইন্তেকাল জানাযা ও দাফন শরীফ: এ মহান কর্মবীর সাধক পুরুষ সুন্নী জনতার অভিভাবক মুক্তিকামী মানুষের দিশারী পরম শ্রদ্ধাস্পদ হুজুর কেবলা আল্লামা কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী (রহমাতুল্লাহি আলাইহি) ৬৮ বৎসর কর্মময় সফল জীবনের অবসান ঘটিয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন অসংখ্য সুন্নী জনতা ভক্ত অনুরক্ত মুরীদানদের শোকের সাগরে ভাসিয়ে ৬ রবিউল আউয়াল ১৪২৭ হিজরি, ৫ এপ্রিল ২০০৬ ইং বুধবার যোহরের আজানের সময় নগরীর হলি-ক্রিসেন্ট হাসপাতালে তাঁর মওলায়ে হাকিকীর আহবানে সাড়া দিয়ে ইন্তেকাল করেন। পরদিন ৬ এপ্রিল ২০০৬ বৃহস্পতিবার বিকাল ৪.৩০মি. সময়ে হুযুর কেবলা (রহমাতুল্লল্লাহ তালা আলাইহি)’র বড় সাহেবজাদা আল্লামা কাযী ছাদেকুর রহমান হাশেমীর ইমামতিতে তার নামাযে জানাযা সম্পন্ন হয়! তাঁর ইন্তেকালত্তোর স্মরণকালের বৃহত্তর নামাযে জানাযা প্রমাণ করে তাঁর স্মৃতি অক্ষয় হয়ে থাকবে চিরদিন। আদর্শের মধ্যে বেঁচে থাকবেন তিনি অনন্তকাল ধরে। জানাযা শেষে তাঁর শ্রদ্ধেয় আব্বা আম্মার পার্শ্বে সমাহিত হন। আল্লাহ পাক মরহুম হুযুর কেবলাকে জান্নাতুল ফেরদাউসে বুলন্দ মর্যাদা নসীব করুন। আমাদেরকে তাঁর রূহানী ফয়েজ ও বরকত লাভে ধন্য করুন।

কারামত সত্য, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তবে এর উদ্দেশ্য আল্লাহর অলি বুযুর্গদের প্রতি মানুষের ভক্তি, বিশ্বাস ও আস্থা বৃদ্ধি পাওয়া, যাতে তাদের প্রভাবে মানুষ আল্লাহ ও রাসূলের প্রতি ধাবিত হয়। আল্লাহ তা’য়ালা আমিনে মিল্লাত আল্লামা আমিনুল ইসলাম হাশেমী (রহ.)’র দরজাকে বুলন্দ করুন এবং আমাদের সবাইকে তাঁর ফুয়জাত নসীব করুন। আমিন!

উল্লেখ্য যে, আধ্যাত্মিক মানবসেবামূলক অরাজনৈতিক সংস্থা আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট বাংলাদেশ ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের ব্যবস্থাপনায় এবং আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিতক্ব আল্লামা কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী নেতৃত্বে বৃহৎ সুন্নিয়ত প্রতিষ্ঠায় বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে প্রায় ২২টি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ জনগণের সার্বিক সহযোগিতায় চলমান রয়েছে। তাছাড়া অসহায় ও দ্ররিদ্রদের সহযোগিতা, চিকিৎসাসেবা, গরীব পরিবারের মেয়েদের বিবাহের ব্যবস্থাসহ বিভিন্ন সেবামূলক ও সামাজিক কর্মকান্ডে সবসময় নিয়োজিত আছে আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট বাংলাদেশ। প্রতিবছর ন্যায় এ বছরেও ৪ ও ৫ এপ্রিল ২০২৫ তারিখ উপমহাদেশর প্রখ্যাত আল্লামা কাযী মুহাম্মদ আহছানুজ্জামান হাশেমী (রহ.) ও জগতখ্যাত বুজুর্গ আমিনে মিল্লাত ওস্তাজুল ওলামা, ফকীহে বাঙ্গাল আল্লামা কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী (রহ.)-এর বার্ষিক উরশ শরীফ চট্টগ্রাম নগরীর বায়েজীদ থানার জালালাবাদ কুলগাঁওস্থ আল-আমিন হাশেমী দরবার শরীফে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিমান আলেম উলামা, পীর মাশায়েখ, লেখক, গবেষক, সাংবাদিক, বুদ্ধিজীবীগণ উপস্থিত থাকবেন। (সমাপ্ত)

লেখক: আরবি প্রভাষক, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা খতিব, হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রহ.) জামে মসজিদ


বিভাগ : ধর্ম দর্শন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

পাক-ভারত লড়াই: কার পক্ষে যাব আমি?
হজের আহকাম ও আরকান এবং নিষিদ্ধ কার্যাবলি
অনন্য আধ্যাত্মিক কর্মবীর
ইসলামি মূল্যবোধের শিক্ষা কেন প্রয়োজন?
রাসূলুল্লাহ (সা:)-এর আখলাক
আরও
X
  

আরও পড়ুন

আমিরাতের উন্নয়নে বাংলাদেশিদের অবদানের প্রশংসা এবং সহযোগিতার আগ্রহ প্রকাশ

আমিরাতের উন্নয়নে বাংলাদেশিদের অবদানের প্রশংসা এবং সহযোগিতার আগ্রহ প্রকাশ

কৃষিপণ্য রপ্তানিতে ভাটা, উৎপাদন ব্যাহত হওয়ায় আরও কমে যাওয়ার আশঙ্কা

কৃষিপণ্য রপ্তানিতে ভাটা, উৎপাদন ব্যাহত হওয়ায় আরও কমে যাওয়ার আশঙ্কা

ব্রিফিংয়ে জয়সোয়াল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারতের উদ্বেগ!

ব্রিফিংয়ে জয়সোয়াল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারতের উদ্বেগ!

আমদানি বৃদ্ধি ও শুল্ক কমানোর পণ্য তালিকা চূড়ান্ত হচ্ছে

আমদানি বৃদ্ধি ও শুল্ক কমানোর পণ্য তালিকা চূড়ান্ত হচ্ছে

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না: প্রেস উইং

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না: প্রেস উইং

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না: প্রেস উইং

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না: প্রেস উইং

চট্টগ্রাম বন্দর নিয়ে পতিত সরকারের করা চুক্তি স্থগিত করুন

চট্টগ্রাম বন্দর নিয়ে পতিত সরকারের করা চুক্তি স্থগিত করুন

কমলো উড়োজাহাজের তেলের দাম

কমলো উড়োজাহাজের তেলের দাম

লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষ, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ

লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষ, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ

আমরা কি নতুন কোনও যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? প্রশ্ন মেজর হাফিজের

আমরা কি নতুন কোনও যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? প্রশ্ন মেজর হাফিজের

মঙ্গলের মাটির তলায় তরল পানির সন্ধান

মঙ্গলের মাটির তলায় তরল পানির সন্ধান

পুঁজিবাজারে আবারো বড় দরপতন

পুঁজিবাজারে আবারো বড় দরপতন

পুঁজিবাজারে দ্রুত কার্যকর পদক্ষেপ চান বিএমবিএ

পুঁজিবাজারে দ্রুত কার্যকর পদক্ষেপ চান বিএমবিএ

ক্রিলিক একটি পরিপূর্ণ জ্ঞান ভান্ডারে পরিণত হবে -এলজিইডি’র প্রধান প্রকৌশলী

ক্রিলিক একটি পরিপূর্ণ জ্ঞান ভান্ডারে পরিণত হবে -এলজিইডি’র প্রধান প্রকৌশলী

হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত নগদে প্রশাসক নিয়োগ অবৈধ

হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত নগদে প্রশাসক নিয়োগ অবৈধ

পুলিশ কোনো কিলার ফোর্স হতে পারে না : আইজিপি

পুলিশ কোনো কিলার ফোর্স হতে পারে না : আইজিপি

হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়ে ছিল তারা এখন সংস্কারের তালিম দিচ্ছে : আমীর খসরু

হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়ে ছিল তারা এখন সংস্কারের তালিম দিচ্ছে : আমীর খসরু

সিএজি কার্যালয়ে বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন

সিএজি কার্যালয়ে বিশেষ সেবা কার্যক্রমের উদ্বোধন

পদ্মা সেতু দিয়ে কি নদীর ক্ষতি করছেন না, প্রশ্ন মৎস্য উপদেষ্টার

পদ্মা সেতু দিয়ে কি নদীর ক্ষতি করছেন না, প্রশ্ন মৎস্য উপদেষ্টার

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের সাঁড়াশি অভিযান

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের সাঁড়াশি অভিযান