ঢাকা   শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১

তাঁর কথা মনে পড়ে

Daily Inqilab মোহাম্মদ আবদুল গফুর

০৩ জুন ২০২৩, ০৭:৩১ পিএম | আপডেট: ০৪ জুন ২০২৩, ০১:০৩ এএম

মানুষ মাত্রই মরণশীল। কোনো মানুষ জন্মগ্রহণ করার পর জীবনের কোনো ক্ষেত্রে তিনি কতটা অগ্রসর হতে পারবেন, তা কেউই নিশ্চিত করে বলতে পারে না। তবে একটা বিষয় নিশ্চিত করে বলা যায় যে, তাকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এ সুন্দর দুনিয়া একদিন তাকে চিরতরে ছেড়ে যেতে হবে। স্রষ্টার সেই শাশ্বত বিধানেই ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি সোমবার সকালে দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী আলহাজ মাওলানা এম এ মান্নান চিরদিনের জন্য এ জগৎ থেকে অচেনা আরেক জগতে পাড়ি জমান।

মাওলানা এম এ মান্নান ছিলেন বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী। ১৯৩৫ সালের ৯ মার্চ চাঁদপুরের এক সম্ভ্রান্ত ধর্মপ্রাণ পরিবারে তাঁর জন্ম। তাঁর পিতা ছিলেন ফুরফুরার প্রখ্যাত পীর মাওলানা আবু বকর সিদ্দিকীর (রহ.) বিশিষ্ট খলিফা। মরহুম মাওলানা এম এ মান্নানের কর্মজীবন শুরু হয় মাদরাসা শিক্ষক হিসেবে। পরবর্তীকালে মাদরাসা শিক্ষকদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি হিসেবে তিনি মাদরাসা শিক্ষকদের ভাগ্য উন্নয়নে সুদূরপ্রসারী অবদান রাখেন। সাধারণভাবে শিক্ষকদের এবং বিশেষভাবে মাদরাসা শিক্ষকদের ভাগ্য উন্নয়নে তিনি যে বিরাট অবদান রাখেন তা জাতি কোনো দিনই ভুলতে পারবে না।

বিভিন্ন পর্যায়ে তিনি সরকারের শিক্ষা, ধর্ম ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মধ্যপ্রাচ্যের আরব ও অন্যান্য মুসলিম দেশের শাসকদের সঙ্গে তাঁর ছিল ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক। এই সম্পর্কের সুবাদে তিনি শুধু ঐসব ভ্রাতৃপ্রতিম দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিবিড় করতেই অবদান রাখেননি, বাংলাদেশের আপদকালে সাইক্লোন-বিধ্বস্ত এলাকাসমূহে ত্রাণকার্য তরান্বিত করার উদ্দেশ্যে ঐসব দেশ থেকে ত্রাণ সামগ্রী এবং তা দ্রুত বিতরণের লক্ষ্যে হেলিকপ্টার আনারও ব্যবস্থা করে ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি গাউসুল আজম মসজিদ কমপ্লেক্সসহ দেশে বহু মসজিদ, মাদরাসা ও অন্যান্য শিক্ষা ও সমাজসেবা সংস্থা প্রতিষ্ঠা করেন।

তবে তাঁর অন্যসব কাজের তুলনায় তিনি দৈনিক ইনকিলাব প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে সৎ, নিরপেক্ষ এবং স্বদেশ-স্বজাতির কল্যাণে নিবেদিত সাংবাদিকতার ক্ষেত্রে যে ঐতিহাসিক ভূমিকা পালন করেন, সেটাই তার জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি বলে অনেকের বিশ্বাস। এক্ষেত্রে তাঁকে অনেকেই গত শতাব্দির ত্রিশ ও চল্লিশের দশকে দৈনিক আজাদের প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ আকরম খাঁর সঙ্গে তুলনা করেন। সাংবাদিকতার ক্ষেত্রে বাঙালি হিন্দুদের জন্য দৈনিক আনন্দবাজার যে ভূমিকা পালন করে, মাওলানা আকরম খাঁর প্রতিষ্ঠিত দৈনিক আজাদ বাঙালি মুসলমানদের জন্য অনুরূপ ভূমিকা পালন করলেও দুঃখের বিষয়, পরবর্তীকালে দৈনিক আজাদ উপযুক্ত পরিচালকের অভাবে সে ধারাবাহিকতা রক্ষায় সমর্থ হয়নি। এক পর্যায়ে জাতীয় জীবনে ঐতিহাসিক ভূমিকা পালনকারী সেই আজাদ বন্ধও হয়ে যায়। মাওলানা এম এ মান্নানের প্রতিষ্ঠিত দৈনিক ইনকিলাব সেই অভাব পূরণেই ঐতিহাসিক ভূমিকা পালন করে।

বর্তমান প্রতিকূল বিশ্ব-পরিস্থিতিতে কোনো মুসলিম দেশে স্বজাতি ও স্বদেশের কল্যাণে নিবেদিত একখানি দৈনিকের চলার পথ মোটেই কুসুমাস্তীর্ণ হবার কথা নয়। দৈনিক ইনকিলাবের পথও কুসুমাস্তীর্ণ ছিল না। বিভিন্ন সময়ে সরকারসহ দেশি-বিদেশি কায়েমী স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন মহল ইনকিলাবকে গলা টিপে মারার কম চেষ্টা চালায়নি। কখনও সরকার সরাসরি ইনকিলাবের প্রকাশনা নিষিদ্ধ করে দিয়েছে। কখনও ইনকিলাব অফিসে চালানো হয়েছে হামলা। কখনও ইনকিলাবের সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদের হয়রানির পথ বেছে নেয়া হয়েছে। কখনও সরকারি ও বেসরকারি বিজ্ঞাপন বন্ধের চেষ্টার পরও ইনকিলাব মাথা নত না করায় পাঠকরা যাতে ইনকিলাব না পড়ে, সেজন্য ভাড়াটে বুদ্ধিজীবীদের দিয়ে বিবৃতি দেয়া হয়েছে। কিন্তু এত করেও দৈনিক ইনকিলাবকে যে তার নীতির পথ থেকে নিবৃত্ত করা যায়নি, তার অন্যতম কারণ ছিল মাওলানা এম এ মান্নান সাহেবের নীতির প্রশ্নে নিরাপস অবস্থান।

অথচ, মাওলানা সাহেবকে এককালে অনেকেই মনে করতেন, তিনি সবসময় সরকারের সঙ্গে সহযোগিতার নীতি পছন্দ করেন। তাদের এ ধারণার পেছনে কিছু কারণও ছিল। তিনি জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি হবার পর মাদরাসা শিক্ষকদের ভাগ্য উন্নয়ন করতে জিয়া ও এরশাদ সরকারের সঙ্গে সহযোগিতার পথই বেছে নেন। এ ব্যাপারে তার নীতি ছিল পরিষ্কার। জনগণের কল্যাণমূলক কোনো কাজ আদায়ে সরকারের সাথে সংঘাতের চাইতে সহযোগিতার পথই অধিক ফলপ্রসূ। মাদরাসা শিক্ষকদের ভাগ্য উন্নয়নের জন্য তিনি তদানীন্তন সরকারসমূহের সঙ্গে সহযোগিতা করেছেন, নিজের ভাগ্য উন্নয়নের জন্য নয়।

সংবাদপত্র সম্পর্কে তার নীতি ছিল সম্পূর্ণ ভিন্ন। সেখানে সৎ, দেশপ্রেমিক এবং স্বদেশ ও স্বজাতির স্বার্থের প্রশ্নে নিবেদিত সাংবাদিকতার নীতিতে তিনি ছিলেন আপসহীন। সংবাদপত্র সম্বন্ধে তার ধারণাই ছিল, সংবাদপত্রকে দেশ, জাতি ও জনগণের স্বার্থের প্রশ্নে হতে হবে আপসহীন। তিনি বিরোধিতার খাতিরে বিরোধিতার নীতিতে বিশ্বাস করতেন না। তিনি মনে করতেন, সরকার জাতির জন্য কল্যাণকর কোনো পদক্ষেপ নিলে যেমন তাকে সমর্থন দিতে হবে, একইভাবে সরকার যদি জাতির জন্য কোনো ক্ষতিকর কাজে লিপ্ত হয়, কঠোর ভাষায় তার সমালােচনা করতে হবে।

দৈনিক ইনকিলাব যখন আত্মপ্রকাশ করে, দেশে তখন চলছিল এরশাদ সরকারের শাসনকাল। আর তিনি ছিলেন সেই সরকারের একজন মন্ত্রী। এতদসত্ত্বেও তিনি ইনকিলাবের সাংবাদিকদের দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন, ইনকিলাবকে হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ এবং দেশ, জাতি ও জনগণের স্বার্থই হতে হবে ইনকিলাবের প্রধান বিবেচ্য, দল বা সরকারের স্বার্থ নয়। তিনি তদানীন্তন সরকারের একজন মন্ত্রী, অথচ তাঁর পরিচালিত পত্রিকায় সরকারের বহু ভুল নীতির কঠোর সমালােচনা থাকত। এ নিয়ে তদানীন্তন প্রেসিডেন্টের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটে। একপর্যায়ে প্রেসিডেন্ট তাকে তাঁর পত্রিকার স্বাধীন নীতি অথবা মন্ত্রিত্ব দুইয়ের একটিকে বেছে নিতে বলেন। তিনি অম্লান বদনে মন্ত্রিত্ব ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

আসলে দৈনিক ইনকিলাবকে নিয়ে মাওলানা সাহেবের ছিল বিরাট স্বপ্ন। সেই স্বপ্নের তুলনায় মন্ত্রিত্ব ছিল তার কাছে অতি তুচ্ছ ব্যাপার। দৈনিক ইনকিলাবের সঙ্গে প্রথম দিক থেকে যারা বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন, নিজ নিজ বিভাগের জন্য উপযুক্ত সাংবাদিক সংগ্রহ করার দায়িত্ব তিনি তাদের উপর অর্পণ করেন। এ ব্যাপারে তাদের প্রতি তাঁর বক্তব্য ছিল, নিজ নিজ বিভাগে উপযুক্ত সাংবাদিক নেয়া আপনাদের দায়িত্ব। উপযুক্ত সাংবাদিক নেয়ার প্রয়োজনে আপনারা যদি আমার সুপারিশ করা প্রার্থীকেও অগ্রাহ্য করেন, আমার কোনো আপত্তি থাকবে না। কারণ, আমি পাবলিক ম্যান হিসেবে যে আমাকে ধরবে আমি তার জন্যই সুপারিশ করবো। কিন্তু সাংবাদিক উপযুক্ত না হলে তার দায়দায়িত্ব আপনাদের। কারণ, কে ভালো, কে মন্দ সাংবাদিক তা আপনারা জানেন, আমার তা জানার কথা নয়।

দৈনিক ইনকিলাবের নীতি সম্বন্ধে তার সুস্পষ্ট বক্তব্য ছিল। তিনি বলতেন, ইনকিলাবের প্রধান মূলনীতি দুটি। (এক) ইসলাম, (দুই) বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব; এ দুটি বিষয়ে ইনকিলাব কখনও আপস করবে না। আর একটি বিষয় তিনি প্রায়ই জোর দিয়ে বলতেন, আমরা এদেশের মুসলমানদের বৃহত্তর অংশের আকিদায় বিশ্বাসী, তবে আকিদার খুঁটিনাটি বা মাজহাব-সংক্রান্ত দ্বন্দ্ব-সংঘাতের আমরা পক্ষপাতী নই। তিনি আরো বলতেন, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে আমরা বিশ্বাসী। কিন্তু দেশের প্রচলিত কোনো রাজনৈতিক দল বা উপদলের প্রতি আমাদের কোনো দুর্বলতা থাকা চলবে না। সাংবাদিকতার ক্ষেত্রে দলীয় ও উপদলীয় সংকীর্ণতার তিনি ঘোর বিরোধী ছিলেন। ইনকিলাবের কোনো সাংবাদিকের লেখায় কোনো বিশেষ রাজনৈতিক দল বা উপদলের প্রতি বিশেষ ঝোঁক প্রকট হয়ে উঠলে তিনি তাকে মৌখিক সতর্ক করে দিয়ে বলতেন, আমরা কোনো দলের কাছ থেকে একটি পয়সা নেইনি। সুতরাং কোনো দলের কাছে আমরা বাঁধা নই। ইনকিলাবের নীতি হবে স্বাধীন ও দলনিরপেক্ষ। জাতি ও জনগণের কল্যাণে ইনকিলাবকে স্বাধীন ও সাহসী নীতি অনুসরণ করে চলতে হবে।

মাওলানা সাহেব যতদিন সুস্থ ছিলেন, মাঝে মাঝে ইনকিলাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে, এছাড়া প্রতিবছর রমজানের কোনো এক সন্ধ্যায় তিনি সকলকে নিয়ে ইফতার মাহফিলে মিলিত হতেন। এসব বৈঠক ও মাহফিলে তিনি চেষ্টা করতেন সাংবাদিকদের স্বাধীন মতামত ও সমস্যাদি জানতে। তিনি প্রায়ই সাংবাদিকতার সঙ্গে সামরিক পেশার তুলনা করে বলতেন, ভালো অস্ত্রশস্ত্র থাকলেই যুদ্ধ জয় করা সম্ভব হয় না, যুদ্ধ করার জন্য অস্ত্রশস্ত্রের ব্যবহারকারী সৈনিকদের হতে হয় যোগ্য ও অনুপ্রাণিত। একইভাবে সংবাদপত্রের জন্য বিরাট দালান বা উন্নত মেশিন থাকলেই যথেষ্ট হবে না, উপযুক্ত, প্রতিভাশালী ও অনুপ্রাণিত সাংবাদিক ছাড়া সংবাদপত্রের মান উন্নত করা সম্ভব নয়।

আরেকটি বিষয়ে মাওলানা সাহেব খুবই সজাগ, সচেতন ছিলেন। তিনি উন্নত কর্ম-পরিবেশের ওপর বিশেষ গুরুত্বারোপ করতেন। বলতেন, উন্নতমানের কাজ পেতে হলে এমন পরিবেশ দিতে হবে, যাতে সাংবাদিকরা দ্রুত কাজ শেষ করে অফিস ত্যাগের জন্য অস্থির হয়ে না ওঠে। সাংবাদিকদের মধ্যে প্রেরণা সৃষ্টির উদ্দেশ্যে মাসের প্রথম দিকেই নিয়মিত বেতন প্রদান নিশ্চিত করার ওপর তিনি জোর দিতেন।

মাওলানা এম এ মান্নান সাহেব সাংবাদিকদের সঙ্গে বৈঠকে প্রায়ই একটা বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করতেন, দৈনিক ইনকিলাবকে তিনি একটি পরিবারের মতো দেখতে চাইতেন। এখানে কে মালিক, কে কর্মচারী সেটা বড়কথা নয়Ñ সবাই একই আদর্শ ও নীতিতে বিশ্বাসী একটি পরিবারের সদস্য। শেষ দিকে তার স্বাস্থ্যের যখন অবনতি ঘটতে থাকে, আমাদের সঙ্গে তার বৈঠকও অনিয়মিত হয়ে যায়। তখন তিনি একদিন কী জানি কী মনে করে এক বৈঠকে বললেন, হয়তো একদিন আমি থাকব না, আপনারা আমার পরেও ইনকিলাব চালিয়ে যাবেন, আপনারা ইনকিলাব টিকিয়ে রাখবেন, এটাই আমার অনুরোধ। আজ কেবলই মনে পড়ছে সুদূর অতীতের গর্ভে হারিয়ে যাওয়া সেই দিনটির কথা, যেদিন তার ডাকে সাড়া দিয়ে ইনকিলাবে যোগ দেই। দেখতে দেখতে তাঁর সান্নিধ্যে কাজ করার অনেকগুলো বছর কীভাবে যে কেটে গেল, তা ভাবতেও অবাক লাগে। সেই অতীত দিনগুলো আজ শুধুই স্মৃতি। আজ তিনি নেই। কিন্তু তাঁর স্মৃতির মিনার হিসেবে রয়ে গেছে তার স্বপ্নের মূর্ত প্রতীক- দৈনিক ইনকিলাব।


বিভাগ : বিশেষ সংখ্যা

বিষয় : year


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

আওয়ামী সিন্ডিকেট দমানো যায়নি
প্রশাসনিক সংস্কার সরকারের বড় চ্যালেঞ্জ
জনশক্তি রফতানিতে কাক্সিক্ষত গতি বাড়েনি
পুনঃতদন্তের উদ্যোগ নেই
নাগরিক সেবায় দুই সিটির চ্যালেঞ্জ
আরও

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ

কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার

কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার

প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস

গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস

শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে

শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে

চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক

চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক

পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া

পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া

ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব

ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব

লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল

ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল

‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’

‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’

প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের

প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের

প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া

প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া

মুসলিম চিকিৎসক

মুসলিম চিকিৎসক

শীর্ষে দিল্লি

শীর্ষে দিল্লি

সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা

সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা

ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা

ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা

বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান

বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান