গফরগাঁওয়ের লাফা বেগুন
০৪ জুন ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ০৪ জুন ২০২৪, ১২:১৮ এএম

ময়মনসিংহের উপজেলা গফরগাঁও অনেক কিছুর মতো বেগুনের জন্যও বিখ্যাত। শীতের মৌসুমে ট্রেনে করে যারা গফরগাঁও হয়ে যাতায়াত করেন, তাদের অনেকের কাছেই ফেরিওয়ালাদের এই সংলাপটি পরিচিত: ‘বাইগুইন নিবাইন, বাইগুইন, লাফা বাইগুইন’। অর্থাৎ বেগুন নেবেন, বেগুন, লাফা বেগুন। গফরগাঁওয়ের ঐতিহ্যবাহী লাফা বেগুন বা বড় আকারের গোল বেগুন দেশ-বিদেশের মানুষের মন কেড়েছে। তবে দুঃখের বিষয় হলো, গুণেমানে সুস্বাদু, নয়নকাড়া মনোলোভা অনন্য এই বেগুনের জাত এখন বিস্মৃতপ্রায়।
বিশেষ জাতের এই বেগুন দেখতে গোলাকার। কিন্তু দেহ মসৃণ নয়, অনেকটা ঢেউ খেলানো খঁাঁজকাটা। বেশ বড় আকারের। এর একটি বেগুনের ওজন এক-দেড় কেজি থেকে তিন-চার কেজি পর্যন্ত হয়ে থাকে। তরকারির চেয়ে ভাজি খেতে এই বেগুনের কদর বেশি।
এক সময় গফরগাঁও উপজেলার ৩ নম্বর চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের কাচারী পাড়ায় চাষ হতো এই বেগুন। মাত্র ৫০-৬০ জন কৃষক এর চাষ করতেন। ওই এলাকা ছাড়া অন্য এলাকার জমিতে শত চেষ্টা করেও এর ফলন ঘটানো আজ পর্যন্ত সম্ভব হয়নি। আঞ্চলিকভাবে এর নাম লাফা বেগুন। এর ফলন খুব অল্প সময়েই হয়ে থাকে।
বেগুন চাষিদের মতে, এর ফলনে কঠোর পরিশ্রম করতে হয়। ভরা শীতের মধ্যে এর ফলন শুরু হয়। তাই প্রতিদিন হাড় কাঁপানো শীতে রাতের শেষ প্রহরে জেগে ক্ষেতের মাটি পা দিয়ে উলট-পালট করে দিতে হয়। তারপরও প্রতি সপ্তাহে পানি দিয়ে মাটি ভিজিয়ে দিতে হয়। কারণ, এ বেগুন গাছ মাটি থেকে প্রচুর পরিমাণে রস শুষে নেয়। এই বেগুন উৎপাদনে প্রচুর পরিমাণে জৈব ও রাসায়নিক সারের প্রয়োজন হয়। বিভিন্ন কারণে এখন কৃষকরা গরু পালন কমিয়ে দিয়েছেন। তাই গোবর ও জৈব সার এখন আর আগের মতো পাওয়া যায় না। যান্ত্রিক চাষে বেগুনের আবাদ, প্রচুর রাসায়নিক সারের আর্থিক যোগান দেওয়া অনেক চাষির পক্ষে সম্ভব হয়ে উঠে না। এ ব্যাপারে স্থানীয় কৃষি অফিস ও কৃষি ব্যাংকের সাহায্য সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে কৃষকদের।
কৃষকরা জানান, এখন লাফা বেগুন আর তেমন উৎপাদন না হওয়ার দুটি কারণ রয়েছে। ১. যেসব জমিতে এই বেগুন সবচেয়ে বেশি উৎপাদন হতো, সেসব জমির বেশির ভাগ ব্রহ্মপুত্র নদে বিলীন হয়ে গেছে। ২. এই বেগুন চাষাবাদ করতে যে পরিমাণে অর্থ খরচ হতো, তার চেয়ে কম খরচ লাগে ইরি-বোরো ধান চাষাবাদ করতে। ফলে কৃষকরা গোলাকার এই বেগুন চাষের প্রতি উৎসাহ হারিয়ে ফেলছেন।
বিশিষ্টজনদের মতে, এ বেগুনের চাষ টিকিয়ে রাখতে হলে, কৃষকদের কৃষি ব্যাংক ও কৃষি বিভাগের পক্ষ থেকে উৎসাহ প্রদানের পাশাপাশি অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে হবে। তাহলেই গফরগাঁওয়ের সেই ঐতিহ্যবাহী গোল বেগুন চাষের প্রতি কৃষকরা উদ্বুদ্ধ হবেন। বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে ঐতিহ্যবাহী গফরগাঁওয়ের লাফা বা গোল বেগুন।
বর্তমানে গফরগাঁওয়ের চরাঞ্চলে বেশ কিছু চাষি লাফা বেগুন চাষ করছেন। অবশ্য এগুলোর আকৃতি আদি লাফা বেগুনের মতো বড় নয়। তবে এগুলোর ভাজি খেতেও বেশ সুস্বাদু। গফরগাঁওয়ের ৩ নং চরআলগী ইউনিয়নের চরআলগী নয়াপাড়া গ্রামে লাফা বেগুন চাষি বছির আহম্মেদ জানান, বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী লাফা বেগুন চাষ শুধুমাত্র চরআলগী নয়াপাড়া গ্রামে গোটা কয়েক কৃষক করে থাকেন। এই বেগুন চাষ বৃদ্ধি করার ব্যাপারে সরকারিভাবে কৃষিবিভাগের উদ্যোগ নেওয়া দরকার। এ ছাড়া কৃষকদের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন।
জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রকিব-আল-রানা বলেন, চরআলগী নয়াপাড়া গ্রামের কৃষকরা গফরগাঁওয়ের ঐতিহ্যবাহী লাফা গোল বেগুন চাষে নতুন করে উদ্বুদ্ধ হচ্ছেন। এই বেগুন আবাদের প্রতি ধীরে ধীরে আগ্রহ বাড়ছে তাদের। চলতি মৌসুমে বেগুনের আবাদী জমির পরিমাণ ৩শ হেক্টর। আশা করা যাচ্ছে, লাফা গোল বেগুনের আবাদের পরিমাণ অদূর ভবিষ্যতে আরো বাড়বে।
লেখক: উপজেলা সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ।
বিভাগ : বিশেষ সংখ্যা
মন্তব্য করুন
আরও পড়ুন

মহেশখালীতে ছাত্রলীগ নেতার হাতে বিএনপির কর্মী খুন -রাজনীতি নিয়ে কথা কাটাকাটি

কিশোরগঞ্জে আনন্দ আয়োজনে বাংলা বর্ষবরণ উদযাপন

প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে শাহরাস্তিতে জনতা ব্যাংক কর্মকর্তা আটক

সুনামগঞ্জে নানান আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

আটঘরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত আহত ২ জন

নববর্ষে বিএনপির আকাঙ্খা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেয়া-কাজী শিপন

ইসরায়ীলের সুবিধাভোগী ছিল স্বৈরাচারী আ‘লীগ- নববর্ষে বিএনপি নেতা মাহবুব চৌধুরী

ড. ইউনূসের অনাড়ম্বর আয়োজনে নববর্ষের শুভেচ্ছা, মুগ্ধ নেটিজেনরা

দুমকীতে কালবৈশাখী ঝড়ের তান্ডবে গাছ উপরে পড়ে আহত-২

দুই পক্ষের সংঘর্ষে এএসপিসহ অর্ধশত আহত, ককটেল বিস্ফোরণ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

ভারতীয় দুম্বা এবং ছাগল আটক করলো সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়ন

মাগুরার শ্রীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মনোহরগঞ্জে মাদরাসার ছাদে শিক্ষার্থীর লাশ উদ্ধার

দুই পক্ষের সংঘর্ষে এএসপিসহ অর্ধশত আহত, ককটেল বিস্ফোরণ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

বগুড়ায় আনন্দ শোভাযাত্রা ও র্যালীতে বর্ষবরন উদযাপন

বিশ্ববাজারে কমেছে সোনার দাম

রাবিতে বৈশাখে ঝাঁপিয়ে পড়লেন লাঠিয়ালরা: ছাত্রদলের আয়োজনে বাঙালির ঐতিহ্য ফিরে এলো

কমলগঞ্জে অগ্নিদগ্ধ সেই হোটেল ব্যবসায়ী দুরুদ মিয়ার আজ মৃত্যু হয়েছে

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে ছাগলনাইয়ায় শ্রমিক দলের বিক্ষোভ

এবার ইউক্রেনে ৫০০০০০ কামানের গোলা পাঠানোর ঘোষণা জার্মানির