গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ
০৪ জুন ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ০৪ জুন ২০২৪, ১২:১৮ এএম
সাংবাদিক হিসেবেই পরিচিত কাঙাল হরিনাথ মজুমদার, যদিও তিনি সাহিত্য সাধক, শিক্ষাব্রতী, সমাজ সংস্কারকও ছিলেন। কাঙাল হরিনাথ ১৮৩৩ সালের ২২ জুলাই কুষ্টিয়া জেলার কুমারখালীর কুণ্ডুপাড়ায় জন্মগ্রহণ করেন। বাবা হরচন্দ্র মজুমদার, মায়ের নাম কমলীনি দেবী। বাবা-মাকে শৈশবে হারিয়ে দুঃখ-দুর্দশার মধ্যেই বেড়ে ওঠেন তিনি। পাশাপাশি দেখেন এলাকাবাসীর দুঃখ-দুর্দশা। এসব কিছু তাকে সংগ্রামী করে তোলে। এভাবেই তিনি গ্রামবাসীর হাতিয়ার হিসেবে নিজেকে গড়ে তোলেন।
১৮৬৩ সালে কুমারখালীতে স্থাপিত হয় মথুরনাথ যন্ত্র। বিখ্যাত ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রর বাবা হরিনাথের বন্ধু মথুরনাথ মৈত্র এটি প্রতিষ্ঠা করেন। পরে তিনি মুদ্রণযন্ত্রটি হরিনাথকে দান করেন। ১৮৭৩ সাল থেকে এ যন্ত্রেই গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয়। ২৫ বছর ধরে নিয়মিত প্রকাশিত হয় এটি। কাঙাল হরিনাথ মজুমদার নারী জাগরণের অন্যতম দিকপাল হিসেবেও পরিচিত ছিলেন। ১৮৬৩ সালে তিনি কুমারখালীতে একটি মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করেন। যার নাম কুমারখালী পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়। স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে সময় স্কুলটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১৮৭৩ সালে বন্ধু ও সহযোদ্ধা মথুরানাথ মৈত্র’র আর্থিক সহায়তায় কুমারখালীতে এমএন প্রেস গড়ে তোলেন। তার আগে ১৮৫৭ সালে হাতে লেখা প্রকাশনা গ্রাম্যবার্তা দিয়ে কাঙাল হরিনাথের সাংবাদিকতার জীবন শুরু। গ্রাম্য বার্তার মাধ্যমে কাঙাল হরিনাথ মজুমদার নীলকরদেরসহ সে সময় জমিদারদের অত্যাচার ও অনাচারের বাস্তবতা তুলে ধরেন। তাছাড়া নিজের সাধনা, দর্শন ও সাহিত্যচর্চা তো ছিলই। সাত বছর পর ১৮৬৩ সালে কলকাতার গ্রিশ চন্দ্র বিদ্যা প্রেস থেকে গ্রাম্যবার্তা নিয়মিত প্রকাশ শুরু হয়, যা পূর্ণাঙ্গ রূপ পায় ১৮৭৩ সালে এমএন প্রেস স্থাপিত হলে।
কাঙাল হরিনাথ মজুমদারের প্রেস ঘরে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীরা বোমা ফেলেছিল। সে সময় প্রেসটি অক্ষত থাকলেও প্রেসঘর বা কাঙাল কুঠিরের বেশ ক্ষতিসাধন হয়।
তাঁর স্মৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে নির্মাণ করা হয়েছে একটি জাদুঘর। জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। টিকিট কেটে ঢুকতে হয় জাদুঘরে। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন জাদুঘরটি জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ দেখভাল করছে। কিছুদিন আগেও জাদুঘরে আসা দর্শনার্থীদের অপূর্ণ থাকতে হয়েছে। কেননা জাদুঘরের ভেতর ছিল না হরিনাথের শেষ স্মৃতিচিহ্ন সেই অমূল্য ঐতিহাসিক সম্পদ, যা দিয়ে হরিনাথ রাত জেগে পত্রিকা ছাপতেন। সেই ছাপাযন্ত্রটি জাদুঘরে ছিল না। খুব সম্প্রতি ছাপাযন্ত্রটি জাদুঘরে স্থানান্তর করা হয়েছে। হরিনাথের সেই কুটিরে গিয়ে দেখা যায়, ইটগুলো খসে পড়ছে, দেয়াল ভাঙা। দরজা-জানালা ভেঙে পড়েছে। ধসে গেছে মেঝেও। আগাছা জন্মে টিনের চালা ঘরটি রূপ নিয়েছে ঝোপঝাড়ে। আছে মাকড়সার বসতিও। এই হচ্ছে গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের বাড়ি।
১৯৮৪ সালে সর্বশেষ এই যন্ত্রে কিছু ছাপা হয়েছিল। এরপর আর কোনো ছাপা হয়নি। এই যন্ত্রে লালন, মীর মশাররফ ও জলধর সেনের হাতের স্পর্শ রয়েছে।
লাল ইটের নান্দনিক জাদুঘরটির ভেতরে রয়েছে বেশ কিছু ছবি ও লেখা। হরিনাথ কুটিরের আদলে ভেতরের সজ্জা করা হয়েছে। দোতলায় প্রবেশ করতেই চোখে পড়বে হরিনাথের বিশাল এক ছবি। এরপরই তাঁর পরিচিতি। হরিনাথসহ তাঁর স্ত্রী এবং লালন, মীর মশাররফের ছবিও আছে। হরিনাথের স্বহস্তে লেখা কবিতাও শোভা পাচ্ছে দেয়ালে লাগানো অ্যালবামে। যেসব অক্ষর ছাপাযন্ত্রে ব্যবহার করা হতো, সে সব অক্ষরও রাখা হয়েছে জাদুঘরে। জাদুঘরের একপাশে রয়েছে গ্রন্থাগার। সেখানে আছে ছয় শতাধিক বই।
লেখক: বিশেষ সংবাদদাতা, কুষ্টিয়া।
বিভাগ : বিশেষ সংখ্যা
মন্তব্য করুন
আরও পড়ুন
নির্বাচনব্যবস্থা আমূল পুনর্গঠনের তাগিদ রাষ্ট্রচিন্তাবিদদের
কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা
ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, শনাক্ত ৮৮৬
রাজশাহীর বাঘায় আম বাগানে যুবকের লাশ
মতামত গ্রহণে ওয়েবসাইট চালু করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন
ওরেশনিক সমগ্র ইউরোপে হামলা করতে পারে: রুশ কমান্ডার
দানে পাওয়া কাপড়ের মনোরম ডিজাইনে ভাইরাল ভারতীয় একদল ডিজাইনার
কেমন হল ভিভো ভি৪০ লাইটের অভিজ্ঞতা!
তাদের রাজনীতি করতে দেবে কি-না তা দেশের মানুষই সিদ্ধান্ত নেবে: জামায়াতে সেক্রেটারি
উত্তরায় হাসপাতালে সন্ত্রাসী হামলাও লুটপাটের ঘটনায় থানায় মামলা
পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৩২
আল্লাহকে পেতে হলে রাসুলের পথ অনুসরণ অপরিহার্য: মাওলানা রুহুল আমিন খান
ঢাকাবাসীকে নিরাপদ রাখতে হবে : ডিএমপি কমিশনার
ভোটের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের ঐক্যবন্ধ থাকতে হবে-লুৎফর রহমান আজাদ
গফরগাঁওয়ের বীরমুক্তিযোদ্ধা মোঃ আবদুছ ছালামের ইন্তেকাল
আওয়ামী দোসররা মানুষের ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে: তানভীর হুদা
ফিলিস্তিনিদের জন্য কোটি টাকার সহায়তা নিয়ে মিশরে পৌঁছেছে হাফেজ্জী চ্যারিটেবল
১৭টি বছর শ্রমিকদলের নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে স্বৈরাচারী শেখ হাসিনা- কেন্দ্রীয় সভাপতি
বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ
ছয় বছর পর স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি পাকিস্তান