ইনকিলাবের সাথে তিন প্রজন্ম
০৪ জুন ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ০৪ জুন ২০২৪, ১২:১৮ এএম
৩৮ বছরের নিরন্তর পথচলা শেষে ৩৯ বছরে পদার্পণ করছে দেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক ইনকিলাব। ‘ইনকিলাব’ শব্দের আভিধানিক অর্থ বিপ্লব। সত্যিকারার্থে বিপ্লব কি করতে পেরেছে ইনকিলাব? এই প্রশ্নের উত্তর পাঠকদের উপরই ছেড়ে দিচ্ছি। পঞ্চগড় থেকে কক্সবাজার, সিলেট থেকে সাতক্ষীরা। দেশের সকল স্থানে পাঠকরা যে বাংলা দৈনিকটি হাতে পাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনতেন, তার নাম ইনকিলাব। যেসব এলাকায় সংবাদপত্রের এজেন্ট ছিল না, হকার ছিল না; তৃণমূলের উপজেলা বা ইউনিয়ন, সেখানেও শেষ বিকেলে ডাকযোগে পৌঁছে যেতো ইনকিলাব। এখন প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে ছাপা পত্রিকার সঙ্গে যুক্ত হয়েছে ইনকিলাব অনলাইন। অনেকে যখন কঠিন সত্য চাপা দিয়ে বা পাশ কাটিয়ে যাওয়ার কৌশল খুঁজে, তখন ইনকিলাব ঝুঁকি নেয়, সত্য সংবাদটি পাঠককে জানানোর। আর এজন্যই বহু গণমাধ্যমের ভিড়ে ৩৮ বছর পরও বোদ্ধা পাঠকের কাছে ইনকিলাবের সংবাদ ও বিশ্লেষণ মর্যাদার আসন ধরে রেখেছে। এখনো অসংখ্য পাঠক আগের মতোই অপেক্ষার প্রহর গোনেন। এই আস্থা অর্জনের মূলে কাজ করছে সঠিক সম্পাদকীয় নীতি।
প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা এম এ মান্নান (রহ.) এর হাত ধরে আত্মপ্রকাশ হয় ইনকিলাবের। ধারাবাহিকতায় তার সুযোগ্য সন্তান এ এম এম বাহাউদ্দীন সম্পাদক হিসেবে মুন্সিয়ানার পরিচয় দিয়ে যাচ্ছেন। বর্তমানে তার দুই কন্যাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিন প্রজন্মের সাক্ষী হলো ইনকিলাব। আমার মরহুম পিতা রফিকুল ইসলাম শুরু থেকেই ইনকিলাবের ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা ছিলেন। ২০১৮ সালে বাবার মৃত্যুর পর, অভিভাবক হিসেবে যে মানুষটাকে পিতার জায়গায় এসে পেয়েছি তার কথা না বললেই নয়, দূরে থেকে সাহস হয়ে পাশে আছেন তিনি। তিনি হলেন নুরুল ইসলাম চাচা। ইনকিলাব পরিবারে আমার আসার পিছনে চাচার অবদান সবচেয়ে বেশি। চাচার সাহস আর অনুপ্রেরণায় একদিন অফিসে এসে সিভি দিলাম। অবশেষে, ২০১৮ সালেই বাবার জায়গায় কাজ করার সুযোগ পেলাম। সম্পাদক মহোদয়ের স্নেহ ও আদরের কল্যাণে সর্বোচ্চ দিয়ে কাজ করেছি।
২০২২ সালে বৈবাহিক কারণে নতুন ঠিকানা হয় রাজধানীতে। বিয়ের ৪ মাস পর অর্থাৎ ওই বছরের ১ জুলাই ঢাকা অফিসে যোগ দেই সহসম্পাদক হিসেবে। ২৩ মাসের মধ্যে মাতৃত্বকালীন ছুটি বাদ দিলে দেড় বছরের বেশি সময় কাজ করছি। গত বছরের ১৮ আগস্ট জন্ম হয় আমার ছেলে আসাদ রহমান শুভ্রের। মাতৃত্বকালীন ছুটি শেষে আবার অফিস শুরু করেছি। শুভ্র কর্মদিবসে আমার সঙ্গী হয়ে যাচ্ছে ইনকিলাবে।
১০ মাসের শুভ্র জেনে গেছে পাঞ্চিং করা। অফিসে প্রবেশ ও বের হওয়ার সময় আমার কার্ড পাঞ্চ করতে হাত বাড়িয়ে দেয়। মাত্র ৩ মাসে অফিসে সবাই ওর মামা-খালা হয়ে গেছে। বার্তা সম্পাদক সানা ভাই, প্রধান প্রতিবেদক ফারুক ভাই থেকে শুরু করে অফিস সহকারী রাকিব ভাই সবাই ওর আপনজন হয়ে গেছে। অফিসে প্রবেশের সময় নিরাপত্তাকর্মীদের দিকে তাকিয়ে ওর হাসি দেখলে হৃদয় জুড়িয়ে যায়। বরিশালের উলানিয়ার ছেলে হিসেবে আঞ্চলিকতার টান ওর মধ্যে লক্ষ করা যায়। মাছুম ভাই, সাইফুল ভাইকে পাশে দেখলে ওর গলার সর বড় হয়। ইদানীং ওর সাকিরা খালাকেও বেশ শাসন করতে চায়, আদর পেতে চায়। খেলার ব্যাট পেতে হবে, তাই আগে থেকেই ইমরান ও খোকন মামার মন গলিয়ে রেখেছে।
আসলে অফিসে সবাই শুভ্রকে আদর করে। নাহলে এই ছোট শিশুকে নিয়ে আমার পক্ষে কাজ করা সম্ভব হতো না। সর্বোপরি সম্পাদক মহোদয় ও তার পরিবারের আন্তরিকতা এবং ভালোবাসায় আমরা তিন প্রজন্ম ইনকিলাবের গর্বিত সদস্য। নারিন্দা আমাদের বাসা। ইনকিলাবের দূরত্ব দেড় কিলোমিটার। সাপ্তাহিক ছুটি বাদে বাকি ৬ দিন শুভ্রকে কোলে নিয়ে ইনকিলাবে যাচ্ছি। এই অনুভূতি কষ্টের-আনন্দের। বাচ্চা কান্না করলে তাকে সময় দিতে হয়। দুগ্ধ পান করাতে হয়। কোনো কষ্টই পোড়ায় না। কারণ, ইনকিলাবের পরিবেশ সব ঝামেলাকে সহজ করে দেয়। ইনকিলাব এবং আমার বয়স প্রায় সমান। এই ৩৮ বছরে অসংখ্য গুণী সাংবাদিককে কলম সৈনিক বানিয়েছে ইনকিলাব। যারা আজ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে কর্তাব্যক্তি। ইনকিলাবের পথচলায় ক্লান্তি নেই। এই দূরন্ত ছুটে চলা অব্যাহত থাকুক।
লেখক: সহসম্পাদক, ইনকিলাব
বিভাগ : বিশেষ সংখ্যা
মন্তব্য করুন
আরও পড়ুন
না.গঞ্জে ডেঙ্গু পরীক্ষার টেস্ট কিট সংকট কে কেন্দ্র করে টেস্ট বাণিজ্যের অভিযোগ
ইমরান খানের মুক্তির দাবিতে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি
‘পতনের’ মুখে ইউক্রেনের ফ্রন্টলাইন
বিশ্বব্যাংক আয়োজিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গ্রাফিতির প্রদর্শনী
আগামীকাল রোববার নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
২ মার্চকে জাতীয় পতাকা দিবস হিসেবে স্বীকৃতির আহ্বান জানালেন মঈন খান
সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব নিয়ে যা বললেন বদিউল আলম
সিংগাইরে সাংবাদিক মামুনের বাবার ইন্তেকাল
বিরামপুরে ধান-ক্ষেত থেকে হাত বাধা আদিবাসী দিনমজুর মহিলার লাশ উদ্ধার!
আওয়ামী সরকার শুধু ফ্যাসিস্ট নয় তাদের আরেকটা নাম দিয়েছি স্যাডিস্ট : অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
খুবিকে ইমপ্যাক্টফুল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা
লাল পাহাড়ের দেশকে বিদায় জানিয়ে না ফেরার দেশে চলে গেলেন অরুণ চক্রবর্তী
বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান
আগামী রোববার-সোমবারও বন্ধ থাকবে ঢাকা সিটি কলেজ
অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাব ইউক্রেনে: পুতিন
নির্বাচনে যত দেরি ষড়যন্ত্র তত বাড়বে: তারেক রহমান
‘ফিফা ছিল খুবই দুর্বল, আমিই একে বিশাল প্রতিষ্ঠানে রূপান্তর করেছি’
ফ্যাসিস্ট হাসিনা কাউকে রেহাই দেয়নি, জাতির ভবিষ্যৎ ধ্বংস করে পালিয়ে গেছেন: রিজভী
স্বৈরাচার সরকারের দোষররা এখনো মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: রফিকুল ইসলাম খান