এম এ মান্নান (রহ.) : এক বিরল কৃতীপুরুষের প্রতিকৃতি

Daily Inqilab রূহুল আমীন খান

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৯ এএম | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৯ এএম

দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠতা, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের নবরূপকার, মসজিদে গাউসুল আযম ও জমিয়াতুল মোদার্রেছীন কমপ্লেক্সের স্থপতি, অসংখ্য দ্বীনী প্রতিষ্ঠানের অভিভাবক, সাবেক ধর্ম ও ত্রাণমন্ত্রী, আলহাজ মাওলানা এম এ মান্নান (রহ.) এক মহান কর্মবীর, এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তাঁকে কখনো ভোলা যায় না। তাঁর ইন্তেকালবার্ষিকী পালন করতে গিয়ে তাঁকে যেমন মনে পড়ে, তেমনি মনে পড়ে দেশ-জাতির নানা সংকট-সম্ভাবনার সময়ে, হরিষ-বিষাদে, আনন্দ-বেদনায়। বিভিন্ন প্রেক্ষিতে বারবার উচ্চারিত হয় তাঁর নাম। মনের পর্দায় ভেসে ওঠে তাঁর উজ্জ্বল কান্তি, প্রশান্ত মুখচ্ছবি। এক সাধারণ পরিবেশ থেকে উঠে এসে তিনি রেখে গেছেন অসাধারণ কীর্তি। মেধা, প্রতিভা, সৃজনশীলতা, কর্মকুশলতা, দুর্দমনীয় মনোবল, কর্মনিষ্ঠা ও অধ্যবসায় দ্বারা তিনি বিপুল অবদান রেখে গেছেন বিভিন্ন ক্ষেত্রে। কালের পাতায় রেখে গেছেন স্মরণীয় কীর্তি ও স্মৃতি।
জন্মগতভাবেই মাওলানা এম এ মান্নান (রহ.) ছিলেন বিস্ময়কর মেধা ও অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী। শৈশবেই পিতৃহারা হন তিনি। ইয়াতিমের অসহায়ত্ব তাঁর প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। শ্রেণিকক্ষে তিনি উস্তাদদের মনোযোগ আকর্ষণে সক্ষম হয়েছেন অপূর্ব মেধা ও প্রতিভায়। মাদরাসার প্রতিটি পরীক্ষায় রেখেছেন সেই মেধার স্বাক্ষর। তাঁর উস্তাদদের মুখে শুনেছি, শ্রেণিকক্ষে পাঠদান করে উস্তাদ যখন বেরিয়ে গেছেন সাথে সাথে তিনি সহপাঠীদের ঐ পাঠটি ঠিক উস্তাদদের মতোই এমনকি তার চেয়েও উত্তমরূপে বুঝিয়ে দিতেন। ইলমে হাদীসের আসমাউর রিজাল (বর্ণনাকারীদের নাম, জীবন ইতিহাস, পরম্পরা সূত্র) একটি কঠিন বিষয়। এর মাধ্যমে হাদীসের গ্রহণযোগ্যতা ও অগ্রহণযোগ্যতা, সহীহ দয়ীফ মওদূ নির্ণীত হয়। মাওলানা এম এ মান্নান (রহ.) এ বিষয়ে ছিলেন সুপÐিত। শিক্ষকতা জীবনে তিনি মুহাদ্দিসরূপে টাইটেল ক্লাসে কখনো কখনো একাই সিহাহ সিত্তার পাঠদান করেছেন। ইমামদের বিভিন্ন মত ও তাদের দলিল সবিস্তার বর্ণনা করেছেন, বিভিন্ন মতের মধ্যে যৌক্তিক সামঞ্জস্য তুলে ধরেছেন। দেশ-বিদেশে লাখো মানুষের সাথে মেলামেশা করেছেন তিনি, নোট বই বা ডাইরিতে তাদের নাম-পরিচয় তাকে লিখে রাখতে দেখেনি কখনো, তাদের নাম অনায়াসে বলে দিতে পারতেন তিনি। টেলিফোন নম্বর লিখে রাখতে দেখিনি তাঁকে কিন্তু কী দেশে, কী বিদেশে দিন-রাত টেলিফোন করতে থাকতেন তিনি। কত হাজার নাম্বার স্মৃতিতে ছিল তাঁর আল্লাহই তা ভালো জানেন। আমার প্রায় চল্লিশ বছরের অভিজ্ঞতা এই।

মাওলানা এম এ মান্নান (রহ.) এর শিক্ষা কেবল মাদরাসায়। স্কুল-কলেজ, ভার্সিটিতে তিনি পড়ালেখা করেননি। তবে তাঁর মন্ত্রিত্বকালে ফাইল নোট সর্বদা ইংরেজিতেই লিখতেন। কেউ ইংরেজিতে ফাইল নোট দিলে এবং তার মধ্যে ভাষাগত কোনো ভুল থাকলে তা তাঁর চোখ এড়াতো না। ভুলটি ধরিয়ে দিতেন, সংশোধন করে দিতেন। বিদেশি সাংবাদিকদের সাথে, ক‚টনীতিকদের সাথে অনায়াসে অনর্গল ইংরেজিতে কথা বলতেন, মতবিনিময় করতেন। ইংরেজি ভাষার দেশে তিনি বেশ কয়েকবার সম্মেলন-সমাবেশে ভাষণও দিয়েছেন তাদের ভাষাতেই। লিখিত ভাষণ দেয়া তিনি পছন্দ করতেন না। বাংলা তো তাঁর মাতৃভাষা, উর্দু ভাষাতে তিনি ছিলেন সুপÐিত। শব্দচয়ন, ভাববিন্যাস, উপস্থাপনা ব্যাকরণের অনুসরণ তাঁর এত নির্ভুল ও মুন্সিয়ানাপূর্ণ ছিল যে, ঐ ভাষাভাষীরাও তা দেখে ও শুনে অবাক হয়ে যেতেন। আরবী একটি কঠিন ভাষা। এর ব্যাকরণও অত্যন্ত সমৃদ্ধ। মাদরাসায় তা ভালোভাবে পড়তে হয়, পড়াতে হয়। একজন মুহাক্কিক আলেমে দ্বীন হয়ে এ ভাষা তিনি জানবেন, বুঝবেন তা স্বাভাবিক। অনেক আলেমই এ ভাষা জানলেও এ ভাষায় বক্তৃতা করতে পারেন না। আটলান্টিকের বেলাভ‚মি থেকে পারস্য উপসাগর পর্যন্ত যে আরবজাহান বিস্তৃত তার স্থানীয় ভাষার মধ্যে অনেক পার্থক্য আছে, পার্থক্য আছে ক্লাসিক্যাল আরবী ও আধুনিক আরবীর মধ্যে। আর বিভিন্ন আরব দেশের দেহাতী আরবীয়ের মধ্যে পার্থক্য তো নদীয়া-শান্তিপুরের, চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামের কথ্য বাংলার চেয়েও বেশি। মাওলানা এম এ মান্নান (রহ.) ব্যাপকভাবে আরবজাহান সফর করেছেন, রাজা-বাদশাহ থেকে যাযাবর বেদুঈনদের সাথেও মিশেছেন, কথাবার্তা বলেছেন, মতবিনিময় করেছেন, আলাপচারিতায় অংশ নিয়েছেন, কিন্তু দোভাষীর সহায়তা নিতে কখনো তাঁকে দেখিনি। তিনি কী করে যে অতি অল্পসময়ের মধ্যে তাদের কলকুয়াল ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করে ফেলতেন আর অবলীলাক্রমে তা ব্যবহার করতেন, তা ভাবতে বিস্ময় লাগে।

মাওলানা এম এ মান্নান (রহ.) সাংগঠনিক প্রতিভা ছিল অসাধারণ। জমিয়াতুল মোদার্রেছীন শতাধিক বছরের ঐতিহ্যধন্য মাদরাসা শিক্ষকদের সংগঠন। কিন্তু ব্রিটিশ শাসনামলে, পাকিস্তানি শাসনকালে এটি আজকের মতো সাংগঠনিকভাবে এমন মজবুত, সুগঠিত, সক্রিয় ও প্রাণবন্ত ছিল না। মাওলানা সাহেব পাকিস্তান আমলে এর সাথে সম্পৃক্ত থাকলেও এ সংগঠন আজকের এ রূপ লাভ করে বাংলাদেশ আমলে এসে, ১৯৭৬ সালে তিনি এর সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর থেকে। তিনি এর নবরূপকার। তিনি একে রাজধানীর কেন্দ্রীয় পর্যায় থেকে গ্রাম পর্যায় পর্যন্ত সুসংগঠিত করেন। মাদরাসার প্রতিটি শিক্ষককে এর সাথে সম্পৃক্ত করেন, তাদের মুখে ভাষা দেন, বুকে নব আশা জাগিয়ে তোলেন, তাদের উজ্জীবিত, উদ্দীপিত অনুপ্রাণিত করেন। ব্রিটিশ আমলে একজন বেসরকারি মাদরাসা শিক্ষক মাসে সরকারি অনুদান পেতেন মাত্র ৫ টাকা। পাকিস্তান আমলেও সরকারি অনুদান ছিল যৎসামান্য। শুধু মাদরাসা শিক্ষক কেন, সকল বেসরকারি শিক্ষক সমাজেরই ছিল একই হাল। আজ সেখানে সকল বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক পাচ্ছে সরকারি স্কেলে ১০০% বেতন। পাচ্ছে চিকিৎসা ভাতা, বাড়িভাড়া ভাতা, অবসর ভাতা, কল্যাণ ভাতা ইত্যাদি সুযোগ-সুবিধা। শিক্ষকতা আজ এক আকর্ষণীয় পেশায় পরিণত হয়েছে। আর এসব কিছুর পেছনের প্রাণপুরুষ হলেন মাওলানা এম এ মান্নান।

তিনি মাদরাসা, স্কুল ও কলেজের শিক্ষক সমিতিসমূহকে একটি সংগঠনের ব্যানারে ঐক্যবদ্ধ করেন। সকল শিক্ষক নেতা এক অভিন্ন লক্ষ্যে তাঁর বলিষ্ঠ নেতৃত্বে শিক্ষক সমিতি ফেডারেশনের পতাকাতলে ঐক্যবদ্ধ হন। গড়ে তোলেন দুর্বার আন্দোলন। তারই ফলশ্রæতি আজকের এই অবস্থান। সত্যি তিনি ছিলেন শিক্ষক ঐক্যের এক নজিবিহীন কারিগর। পেশাগত দিক দিয়ে একজাতীয় হলেও সাধারণ শিক্ষা ও মাদরাসা শিক্ষার শিক্ষকদের মধ্যে একটা দূরত্ব বরাবরই ছিল। এর একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডও রয়েছে। সে আলোচনা ভিন্ন। আরবী শিক্ষায় শিক্ষিত মাওলানা এম এ মান্নান ইংরেজি শিক্ষায় শিক্ষিত সমমনা সহযোগীদের নিয়ে এই ব্যবধান ঘুচিয়ে দিয়ে ইবতেদায়ীর ক্বারী-মৌলভী আর টোলের ধুতি পরা পÐিতদের, মাদরাসার হুজুর ও সাধারণ শিক্ষার মাস্টারদের যে একই প্লাটফরমে ঐক্যবদ্ধ করেছেন পরস্পরকে পরস্পরের দাবির পক্ষে সোচ্চার করে তুলেছেন কাঁধে কাঁধ মিলিয়ে একই লক্ষ্যে এগিয়ে নিয়ে গেছেনÑ বাস্তবিকই তা এক অনুপম নজির। আজ আমাদের সকল ক্ষেত্রেই বিভক্তি, শিক্ষকদের সংগঠনগুলো যে কত ভাগে বিভক্ত তার হিসাব দেয়া কঠিন। রাজনীতি, অর্থনীতি সকল ক্ষেত্রেই একই দৃশ্য। এ সময় মাওলানা এম এ মান্নান (রহ.) এর মতো দূরদর্শী উদারমনা, দক্ষ ও যোগ্য নেতার বড়ই প্রয়োজন।
মাওলানা এম এ মান্নান (রহ.) একজন দক্ষ ও সফল রাজনীতিকও ছিলেন। তিনি দল করতেন, দলীয় রাজনীতি করতেন, বহুবার এমপিএ, এমপি, প্রতিমন্ত্রী, মন্ত্রিত্বের আসন অলঙ্কৃত করেছেন। অত্যন্ত বিচক্ষণতার সাথে পার্টির নেতৃত্বও দিয়েছেন, সফল ও সার্থকভাবে একাধিক মন্ত্রণালয়ও পরিচালনা করেছেন, কিন্তু তার নিজস্ব সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদর্রেছীনকে সর্বদা রেখেছেন দলীয় রাজনীতিমুক্ত। এর পেশাজীবী চরিত্র কখনো ক্ষুণœ হতে দেননি।

তেমনি তার প্রতিষ্ঠিত পত্রিকা দৈনিক ইনকিলাবকেও দলীয় রাজনীতির প্রভাবমুক্ত রাখতে সর্বদা সতর্ক দৃষ্টি রেখেছেন। তিনি বলতেন, রাজনীতি করা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। প্রত্যেকেই নিজ নিজ স্বাধীন মতে পছন্দনীয় দল করতে পারেন। তবে তা ঐ ফোরামে গিয়ে, এখানে নয়। এখানে তা করতে গেলে ঐক্যও থাকবে না, সংগঠনের লক্ষ্যেও পৌঁছা যাবে না।

আমাদের দেশের অধিবাসীদের ৯০%-এর অধিক মুসলমান। এ দেশের মুসলমানরা দুনিয়ার সর্বাধিক ধর্মপ্রাণ বলে খ্যাত। এ দেশে অসংখ্য মাদরাসা, মসজিদ, ইসলামী প্রতিষ্ঠান রয়েছে। এসব কি এক দিনে হয়েছে? এসব কি কারোর একক প্রচেষ্টার ফল? অবশ্যই না। এর পেছনে রয়েছে শত শত বছরের মেহনত, শত শত ওলামা-ছালেহীনের অবদান। অত্যন্ত আফসোসের বিষয়, এ ঐতিহাসিক সত্য ভুলে গিয়ে অনেকেই মনে করতে শুরু করেছেন, আমার পীর, আমার ধর্মীয় নেতা, মুরব্বী মসলাকের বুযুর্গ ছাড়া অন্য কারোর কোনো অবদানই নেই। অন্যারা দ্বীনের দুশমন, কেবল আমরাই রয়েছি সঠিক পথে। দেখা যাচ্ছে, পরস্পরের মধ্যে কেবল মতপার্থক্যই। সৃষ্টি হয়েছে শত্রæতার। ইখতিলাফ পরিণত হয়েছে মুখালিফাতে। দার্শনিক কবি আল্লামা ইকবাল (রহ.) জওয়াবে শিকওয়ায় বহু আগে এ অবস্থা দেখে লিখে গেছেন:

‘লাভ-লোকসান এক তোমাদের, এক মঞ্জিল এক মোকাম
এক তোমাদের নবী রাসূল; এক তোমাদের দ্বীন-ইসলাম।
এক তোমাদের আল্লাহ এবং এক তোমাদের আল কোরআন।
আফসোস হায়, তবুও তোমরা এক নহ সব মুসলমান!
তোমাদের মাঝে হাজার ফিরকা, হাজার দল ও হাজার মত
এমন জাতি কি দুনিয়ার বুকে খুঁজে পায় কভু মুক্তি পথ।
কেবল বাংলাদেশে নয়, তামাম মুসলিম জাহানেরই আজ এই হাল।

উম্মাহর কল্যাণ ও দুর্দশার অবসানের জন্য নিজেদের মধ্যকার এই অহেতুক বৈরিতা, আত্মঘাতী সংঘাত নিরসনের কোনো বিকল্প নেই। চাই সবার অবদানের স্বীকৃতি, চাই পরস্পরে শ্রদ্ধা-সম্মান-মর্যাদার অভিব্যক্তির সংস্কৃতির আবাদ। এ ক্ষেত্রে মাওলানা এম এ মান্নান (রহ.) সরেজমিন সক্রিয় ভ‚মিকা পালন করে গেছেন, আমরণ প্রচেষ্টা চালিয়েছেন। তিনি ফুরফুরা-সিলসিলার লোক ছিলেন, তাঁর পিতা ও নানা ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জমান হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী (রহ.)-এর খলিফা ছিলেন, তিনি নিজে ছারছীনার পীর মরহুম হযরত মাওলানা শাহ্ আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহ.)-এর বিশিষ্ট মুরিদ ছিলেন। এক বিশেষ আধ্যাত্মিক ঘরানার লোক হওয়া সত্তে¡ও তিনি সব ঘরানার আলেম-উলামা, পীর-মাশায়েখের সাথে নিবিড় সম্পর্ক রাখতেন, সব দরবারে ও খানকায় যেতেন, তাদের দাওয়াত দিয়ে আনতেন, বিশেষভাবে মেহমানদারি করতেন। সবাইকে নিয়ে দ্বীনি সমস্যাসমূহ সমাধানের উপায় অন্বেষণ করতেন। নিজ মতাদর্শে অটল-অবিচল থেকে অন্যের মতকে গুরুত্ব দিতেন, সকলের অবদানের স্বীকৃতি দিতেন। তিনি ছিলেন ঐক্যের প্রতীক। তারাও তাঁকে মনে করতেন একান্ত আপনজন। তাদের কেউ কোনো সমস্যার সম্মুখীন হলে তার শরাণাপন্ন হতেন। তিনিও অত্যন্ত আন্তরিকতার সাথে সে সমস্যা সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা চালাতেন। তিনি মুসলিম জাহানের ঐক্যের প্রচেষ্টা চালাতেন। ভ্রাতৃঘাতী যুদ্ধ অবসানের লক্ষ্যে দূতের ভূমিকা পালন করতেন। আরব জাহানের রাজা-বাদশাহ, শীর্ষস্থানীয় নেতারা তাঁকে অত্যন্ত কাছের মানুষ, নিজের মানুষ, ঘনিষ্ঠ বন্ধু মনে করতেন। অনেকে তাঁকে বাংলাদেশ ও আরব জাহানের মধ্যকার সেতু বলেও আখ্যায়িত করতেন।


বিভাগ : বিশেষ সংখ্যা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বৈশাখের কালো ঘোড়া
কালবৈশাখী
বৈশাখ
আচানক এইসব দৃশ্য
ভারতীয় আধিপত্যবাদের হুমকিভারতীয় আধিপত্যবাদের হুমকি
আরও
X

আরও পড়ুন

টাঙ্গাইলের সখীপুরে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা

টাঙ্গাইলের সখীপুরে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা

পিরোজপুরে দুর্নীতির অভিযোগে গ্রেফতার ৫

পিরোজপুরে দুর্নীতির অভিযোগে গ্রেফতার ৫

বেড়িবাঁধ সংস্কারে উচ্ছেদ আতঙ্ক, পুনর্বাসন দাবি ভূমিহীনদের

বেড়িবাঁধ সংস্কারে উচ্ছেদ আতঙ্ক, পুনর্বাসন দাবি ভূমিহীনদের

বিনামূল্যে চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড

বিনামূল্যে চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড

'বরবাদ' দেখতে সিনেমা হলে জাতীয় দলের ক্রিকেটাররা

'বরবাদ' দেখতে সিনেমা হলে জাতীয় দলের ক্রিকেটাররা

সাটুরিয়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬ নেতা আটক

সাটুরিয়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬ নেতা আটক

আওয়ামী লীগের নেতৃত্বে থাকছে না হাসিনা! গুঞ্জন নাকি সত্যি?

আওয়ামী লীগের নেতৃত্বে থাকছে না হাসিনা! গুঞ্জন নাকি সত্যি?

হিট স্ট্রোক প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

হিট স্ট্রোক প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

৪ দিন ভারি বৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সতর্কবার্তা

৪ দিন ভারি বৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সতর্কবার্তা

নাচোলে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগ

নাচোলে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর গণসংযোগ

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে জিনপিংয়ের বৈঠক, ৩০টিরও বেশি চুক্তি সই

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে জিনপিংয়ের বৈঠক, ৩০টিরও বেশি চুক্তি সই

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, সমালোচনা ও নিন্দার ঝড়

গাজীপুরে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, সমালোচনা ও নিন্দার ঝড়

শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা

শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা

আগারগাঁও ও উত্তরায় প্রায় ৪০০ অবৈধ দোকান উচ্ছেদ করেছে ডিএনসিসি

আগারগাঁও ও উত্তরায় প্রায় ৪০০ অবৈধ দোকান উচ্ছেদ করেছে ডিএনসিসি

ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার

ঢাকা মহানগর দক্ষিণ আ. লীগ নেতা শাহে আলম মুরাদ গ্রেপ্তার

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে

ব্রাহ্মণপাড়ায় বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধাতা জনজীবনে দুর্ভোগ

ব্রাহ্মণপাড়ায় বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধাতা জনজীবনে দুর্ভোগ

উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা  : পরিবেশ উপদেষ্টা

উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা : পরিবেশ উপদেষ্টা