সাকিবের ৪০০’র দিনে মুস্তাফিজের ১০০

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১৪ মার্চ ২০২৩, ১১:৩৬ পিএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৩, ১১:০০ এএম

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টি-টোয়েন্টি দিয়ে শুরু। প্রায় দেড় যুগ পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে দারুণ এক মাইলফলকে নাম লেখালেন সাকিব আল হাসান। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জস বাটলারের সঙ্গে টস করেই টি-টোয়েন্টি সংস্করণে ৪০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করেন সাকিব। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। গোটা বিশ্বে এই স্বাদ পেয়েছেন আর ১০ জন। বিশ ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৬২৩ ম্যাচ খেলেছেন কাইরন পোলার্ড। এছাড়া পাচশর বেশি ম্যাচ ম্যাচ খেলেছেন ডোয়াইন ব্রাভো (৫৫৮ ম্যাচ) ও শোয়েব মালিক (৫১০)। ক্যারিয়ারের ৪০০ ম্যাচের মধ্যে ১৪০টিতে অধিনায়কত্ব করেছেন সাকিব। এর মধ্যে গতকালেরটিসহ জয় পেয়েছেন ৭৮ ম্যাচে।
২০১১ সালের আইপিএল থেকে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় নিয়মিত খেলে আসছেন তিনি। এতে সমৃদ্ধ হয়েছে তার রেকর্ড। এখনও পর্যন্ত ২২টি দলের হয়ে তিনি খেলেছেন টি-টোয়েন্টিতে। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৯৭ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। এছাড়া মুশফিকুর রহিম খেলেছেন ২৫৭টি, তামিম ইকবাল ২৪৮টি ও মুস্তাফিজুর রহমান খেলেছেন ২১৭টি। বিশ ওভারের ক্রিকেটে এই ৪০০ ম্যাচে ৩৬৮ ইনিংস খেলে ২৯ ফিফটিতে ৬ হাজার ৭১৫ রান করেছেন সাকিব। সর্বোচ্চ ৮৯ রান। সবশেষ বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪৩ বলে এই রান করেন তিনি।
বল হাতে ৩৯৩ ইনিংসে সাকিবের শিকার ৪৪৬ উইকেট। এই সংস্করণে তার চেয়ে বেশি উইকেট আছে শুধু চারজন বোলারের। সাকিব ম্যাচে ৪ বা তার বেশি উইকেট নিয়েছেন ১৪ বার। সেরা বোলিং ৬ রানে ৬ উইকেট। ২০১৩ সালের আগস্টে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে ৬ রানে ৬ উইকেট নেওয়ার কীর্তি গড়েন সাকিব। প্রায় ছয় বছর টি-টোয়েন্টি সংস্করণে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল এটি। ২০১৯ সালের আগস্টে ১৮ রানে ৭ উইকেট নিয়ে সাকিবের রেকর্ড ভাঙেন কলিন অ্যাকারম্যান।
একই দিন মাইলফলক ছুঁয়েছেন আরেকজন- মুস্তাফিজুর রহমান। গত বছরের জুলাইয়ে নব্বইয়ের ঘরে পা রাখেন মুস্তাফিজুর রহমান। সেখান থেকে তিন অঙ্কে ঢোকার পথটা যেন শেষই হচ্ছিল না বাঁহাতি পেসারের। মাঝে কেটে গেছে প্রায় ৮ মাস, খেলেছেন ১২টি টি-টোয়েন্টি ম্যাচ। অবশেষে পেলেন কাক্সিক্ষত মাইলফলকের স্বাদ। গতকাল ডেভিড মালানকে কট বিহাইন্ড করে এই সংস্করণে নিজের শততম উইকেট নিলেন মুস্তাফিজ। সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় ও সব মিলিয়ে ষষ্ঠ বোলার হিসেবে বিশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি করলেন ২৭ বছর বয়সী পেসার।
২০১৫ সালে আন্তর্জাতিক অভিষেকের ৮ বছরের মাথায় ৮১ ম্যাচ খেলে এই ক্লাবে নাম লেখালেন মুস্তাফিজ। ক্যারিয়ারে এখন পর্যন্ত ম্যাচে ৪ উইকেট নিয়েছেন ৩ বার, ৫ উইকেট ১ বার। ২০১৬ বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট সেরা বোলিং। এই সংস্করণের একশ উইকেট পেতে মুস্তাফিজের চেয়ে বেশি ম্যাচ খেলতে হয়েছে সাকিব ও টিম সাউদিকে। দুজনই খেলেন ৮৪টি করে ম্যাচ। সবচেয়ে কম ৫৩ ম্যাচে ১০০ উইকেট নেন রশিদ খান। এছাড়া লাসিথ মালিঙ্গা ৭৬ ও ইশ সোধির লাগে ৭৮টি ম্যাচ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৪ উইকেট নিয়েছেন সাউদি। চলতি ম্যাচের আগে সাকিবের শিকার ১৩০ উইকেট। এই তালিকার পরের তিন জন রশিদ (১২৬), সোধি (১১৪) ও মালিঙ্গা (১০৭)।
ক্যারিয়ারের শুরুর দিকে মুস্তাফিজের কাটার ছিল ব্যাটসম্যানদের জন্য এক গোলকধাঁধার নাম। পাকিস্তানের বিপক্ষে অভিষেকে কাটার-সেøায়ারের জাদুতে প্রতিপক্ষের কঠিন পরীক্ষা নিয়েছিলেন মুস্তাফিজ। সেদিন ২০ রান খরচায় ফেরান শাহিদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজকে। ক্যারিয়ারে প্রথম ৫০ উইকেট পেতে তার লেগেছিল ¯্রফে ৩৩ ম্যাচ। এরপর কাঁধের চোটে কাটারের ব্যবহার অনেকটা কমাতে বাধ্য হন বাঁহাতি পেসার। পাশাপাশি স্বাভাবিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং নিয়ে কাঁটাছেড়াও হয় বিস্তর। যার ফলে কমতে থাকে মুস্তাফিজের কার্যকরিতা। সা¤প্রতিক সময়ে উইকেটের জন্য হাপিত্যেশ করাও এরই প্রমাণ। পরের পঞ্চাশ উইকেট পেতে তার লাগল ৪৮ ম্যাচ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শুধু জিম্বাবুয়ের বিপক্ষে দশের বেশি ইনিংস বোলিং করার সুযোগ পেয়েছেন মুস্তাফিজ। তার সবচেয়ে বেশি ২৪ উইকেটও এই দলের বিপক্ষে। এছাড়া দশের বেশি উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ (৯ ইনিংসে ১৫), নিউ জিল্যান্ড (৮ ইনিংসে ১৪) ও শ্রীলঙ্কার (৯ ইনিংসে ১২) বিপক্ষে। অন্তত এক ইনিংস বল করেও উইকেটশ‚ন্য থাকা দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও পাপুয়া নিউ গিনি। মুস্তাফিজের ক্যারিয়ারে সবচেয়ে বেশি ২৮ উইকেট এসেছে ২০২১ সালে, ২০ ম্যাচে। বিশের বেশি উইকেট নিয়েছেন ২০১৮ সালেও (১৩ ম্যাচে ২১ উইকেট)। একশ উইকেটের মধ্যে দেশের হোম অব ক্রিকেটে মুস্তাফিজের শিকার ৪০ উইকেট। এই সংস্করণে নির্দিষ্ট কোনো মাঠে সর্বোচ্চ উইকেটের রেকর্ড এটি (যেখানে তার সঙ্গী অগ্রজ সাকিব)।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
টিভিতে দেখুন
ঘরের মাঠে হেরে শীর্ষস্থান খোয়ালো বার্সা
রুট থাকলেও নেই স্টোকস
আরও

আরও পড়ুন

গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ

গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ

এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

আমার খাবার কি ফর্টিফায়েড?

আমার খাবার কি ফর্টিফায়েড?

হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে

হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে

ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন

ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন

দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা

দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা

নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই

নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই

ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে

ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে

বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম

বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম

সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা

সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা

সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ

সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ

৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার

৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার

সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী

সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী

মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার

বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার

জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক

জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক

জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী

জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

বিহারীরা কেমন আছে

বিহারীরা কেমন আছে

ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার

ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার