মোহামেডানে খেলবেন সাকিব
৩১ মার্চ ২০২৩, ১১:৩৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪৪ এএম
আইপিএলের এবারের আসরে বাংলাদেশের তিন ক্রিকেটার খেলবেন । তারা হলেন সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্টে বাংলাদেশের তিন ক্রিকেটারের খেলা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এমন খবরও ছড়িয়েছে, সাকিব আল হাসানকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট থেকে ছুটি দেওয়া হচ্ছে। এরকমও বলা হচ্ছে বিসিবি মত বদলেছে। লিটন টেস্টে থাকবেন, সাকিব আইপিএলে চলে যাচ্ছেন।
গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘মত বদলেছি মানে? আইপিএল কর্তৃপক্ষ যখন আমাদের কাছে জানতে চেয়েছিল আমরা তাদের বলেছি, কখন তারা (সাকিব-মুস্তাফিজ-লিটন) অ্যাভেইলেবল। আমরা সেই অনুযায়ী তাদের ছেড়ে দেব। এরপর সিদ্ধান্ত যদি পরিবর্তন হয় তাহলে বিসিবি জানাবে। এটাই আমি বলেছি বারবার। আমরাতো কিছু জানাইনি। এখন আপনারা কেউ এনওসি দিয়ে থাকলে দিতে পারেন। আমরা এখনো দিইনি। এর বাইরে কিছু জানি না। প্রতিবার একই কথা বলে যাচ্ছি। এমনও শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। আশ্চর্য কথা। মানে আমরা জানি না, এটাই হল সমস্যা।’ সাকিব আল হাসান আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলবেন কি না এমন প্রশ্নে পাপন বলেন, ‘না খেলার কোনো কারণ দেখি না। ওরা তো ইনজুরিতে নেই। খেলবে না কেন। একটা কারণতো থাকতে হয় না খেলার পেছনে। আমি বিষয়টাকে এভাবে দেখি আর কি।’
এদিকে নির্ভরযোগ্য সূত্রমতে, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলেই ঢাকায় ফিরবেন সাকিবসহ রনি তালুকদার ও মেহেদী হাসান মিরাজ। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে তিনজনেরই চুক্তি মোহামেডানের সঙ্গে। গতকাল রাতেই ঢাকা পৌঁছে আজ মোহামেডানের হয়ে শেখ জামালের বিপক্ষে খেলবেন এই তিন ক্রিকেটার। মোহামেডানের ক্লাব কর্মকর্তা তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘সাকিব কাল (আজ) খেলবে। ওদের তিনজনের আজ (গতকাল) রাতের টিকিট কাটা আছে।’ তবে পরের ম্যাচগুলোতে সাকিব খেলবেন কি না, সেটি নিশ্চিত করেননি তরিকুল ইসলাম।
ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের সময়টা ভালো যাচ্ছে না। পাঁচ ম্যাচ খেলে চারটিতেই হেরেছে ইমরুল কায়েসের দল, বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ। পয়েন্ট তালিকায় এখন তলানিতে ঐতিহ্যবাহী ক্লাবটি। সাকিব ও জাতীয় দলের অন্য ক্রিকেটারদের পেতে তাই মুখিয়ে আছে দলটি। তবে সাকিবকে লম্বা সময়ের জন্য পাচ্ছে না মোহামেডান। ৪ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে আয়ারল্যান্ড-বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট। এই টেস্টই বাধা হয়ে দাঁড়িয়েছে সাকিবের আইপিএল যাত্রা। গতকাল শুরু হয়ে যাওয়া ভারতীয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগটিতে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স। একই দলের হয়ে খেলার কথা লিটন দাসের। পাঞ্জাবের বিপক্ষে আজই মাঠে নামবে কেকেআর। এই ম্যাচসহ আগামী ৬ এপ্রিল গুজরাটের বিপক্ষের ম্যাচটিতেও তাদের পাচ্ছে না শাহরুখ খানের দলটি। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। আজ ম্যাচ আছে তারও। সবকিছু ঠিক থাকলে আজ লক্ষেèৗর বিপক্ষে মাঠে দেখা যেতে পারে কাটার মাস্টারকে। টেস্ট দলের সদস্য না হওয়ায় এরই মধ্যে ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন মুস্তাফিজ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নওগাঁয় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করল ইরান
যুক্তরাষ্ট্রে খুন মাদক পাচারকারী সুনীল যাদব, দায় নিল বিষ্ণোই গ্যাং
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডার: স্বজনদের দাবি পরিকল্পিত হত্যাকান্ড
বাগেরহাটে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা
"স্বপ্ন রুরাল ফাউন্ডেশন: তরুণদের হাত ধরে সমাজ বদলের এক নতুন যাত্রা"
রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ছাই হাজারো ঘর, শিশুসহ নিহত দুজন
সিলেট সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
নিখোঁজের ৬ দিন পর বিক্রয় কর্মীর লাশ উদ্ধার
চাঁদপুরে জাহাজে ৭ খুন একজনের বাড়ী ফরিদপুর গেরদা ইউনিয়নে
স্থানীয় সরকার ব্যবস্থা বা সিস্টেম হিসেবে ডেভেলপ করেনি; স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান
ট্রাম্পের জয়ে ইউক্রেনের সংঘাতে পশ্চিমা দৃষ্টিভঙ্গি বদলেছে: উপদেষ্টা
চট্টগ্রাম আবাহনীর জালে মোহামেডানের গোল উৎসব
আউটসোর্সিংয়ে নিয়োগ দুর্নীতি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি!
স্থানীয় সরকার একটি সিস্টেম হিসেবে ডেভেলপ করেনি: সংস্কার কমিশনের চেয়ারম্যান
ফ্যাসিবাদরা এখনো নানা সুরতে আবির্ভুত হওয়ার পাঁয়তারা করছে- ডিসি মুফিদুল আলম
প্রকাশ পেল 'নকশিকাঁথার জমিন' সিনেমার ট্রেলার
পিরোজপুরে প্রবীণদের সামাজিক সুরক্ষায় সমাজসেবার সাথে রিকের সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশসহ ২০টিরও বেশি দেশ ব্রিকসে আগ্রহী: পুতিনের সহকারী