‘টাকার অভাবে মেয়েদের না পাঠানোটা লজ্জাজনক’
০৭ এপ্রিল ২০২৩, ১১:৩২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৩৩ এএম

অর্থ সংকট দেখিয়ে প্যারিস অলিম্পিক গেমস ফুটবলের বাছাই পর্ব খেলতে মিয়ানমারে জাতীয় নারী দলকে পাঠায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই দেশের ক্রীড়াঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। বিস্তর প্রতিবেদন প্রকাশ ও প্রচার হয়েছে দেশের প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ায়। যে কারণে নিজেদের অবস্থান পরিস্কার করতে গত সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করে বাফুফে। এখানেই গণমাধ্যমের সামনে বিষয়টির ব্যাখ্যা দেন বাফুফের সভাপতি কাজী মো.সালাউদ্দিন। তিনি অকপটে স্বীকার করেন- অর্থ সংকটে মেয়েদের মিয়ানমারে না পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো উচিত ছিল তার। প্রধানমন্ত্রীকে না জানানোটা তার ভুল ছিল। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই খেলাধুলার প্রতি অন্তঃপ্রাণ। ফুটবলবোদ্ধাদের মতে, বিষয়টি ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রীকে জানালে মেয়েদের মিয়ানমারে যাওয়ার একটা ব্যবস্থা হতোই। কিন্তু অজানা কারণে বাফুফে সভাপতি তা করেননি। সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি আসতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে ইঙ্গিত করে খোঁচা দেন সালাউদ্দিন। বিসিবি সভাপতির ব্যাকগ্রাউন্ড নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাপনকে কটাক্ষ করে সালাউদ্দিন বলেন, ‘সবার ব্যক্তিত্ব তো এক না। আমি তো লোক দেখিয়ে বলব না, এই প্রধানমন্ত্রী আমাকে ফোন দিয়েছেন। আমি ওই রকম না। আমি ফুটবল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। আমি ওই নাটক করতে পারবো না। আমি প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করি। আমি লোক দেখানো কাজ করতে পারবো না।’
চার দিন পর সালাউদ্দিনের কথার প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি সাংবাদিকদের বলেন,‘দেখেন, সাধারণ জিনিস এটা। প্রথম কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ফোন করলে আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি ফোন ধরবোই। আমি জানি না, এটা নিয়ে কেন সে (সালাউদ্দিন) কথা বলেছে। এ নিয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না।’ বিসিবির সভাপতি যোগ করেন, ‘টাকা কোথায় গেছে সেই প্রশ্ন করাতেই আসলে খেপেছেন সালাউদ্দিন। সাংবাদিকদের উদ্দেশ্যে বিসিবি সভাপতির কৌশলী মন্তব্য, ‘আমার মনে হয় সমস্যাটা আপনাদের, আপনারা এত বাজে প্রশ্ন করলেন কেন। আপনারা হিসাব চাচ্ছেন, টাকা কী করেছে। আপনারা এমন প্রশ্ন করতে যান কেন? এটা করলে তো উনার মাথা খারাপ হবেই, এটা সবাই জানেন। এমন প্রশ্ন করেন কেন? করলে মাথা কি ঠিক থাকবে? তবে এটা সত্যি যে, টাকার অভাব দেখিয়ে অলিম্পিক গেমসের বাছাই পর্ব খেলতে মেয়েদের মিয়ানমারে না পাঠানোটা লজ্জাজনক।’
পাপনের ‘ব্যাকগ্রাউন্ড’ নিয়ে প্রশ্ন তোলা প্রসঙ্গে বিসিবি সভাপতি বাফুফের সভাপতি সালাউদ্দিনকে একহাত নিয়েছেন,‘সব জায়গাতেই সব রকমের জিনিস আছে। যেমন ধরেন ব্যাকগ্রাউন্ড। এখন সব ফুটবলার... ফুটবল ব্যাকগ্রাউন্ড মানেই কি নির্লজ্জ, বেহায়া, অহংকারী এটা বলা যাবে? তো- ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সম্পর্ক কী, আমি জানি। এটা ব্যক্তির ব্যাপার। তবে আপনারা এসব প্রশ্ন না করাই ভালো।’ পাপন আরও বলেন, ‘যে যত কথাই বলুক- আমার এগুলো নিয়ে মন খারাপ হওয়ার বা চিন্তা করার প্রশ্নই উঠে না। কথা কে বলছে সেটা আসলে বড় কথা। এ ধরনের লোক বললে কিছু যায় আসে না আমার।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

গ্রিন রেলওয়ের জন্য ৯৩ কোটি ৫১ লাখ টাকার প্রকল্প

ভোলা সমিতি ঢাকা’র নতুন কমিটি

রানাপ্লাজায় রেশমা উদ্ধার ছিলো সাজানো নাটক : এম সাখাওয়াত হোসেন

টিসিবির ভুয়া কার্ড বাতিল করে স্মার্টকার্ড চালু করা হবে : না.গঞ্জে খাদ্য উপদেষ্টা

কাশ্মীরের ২৬ হিন্দু পর্যটককে দিল্লি সরকার পরিকল্পিতভাবে হত্যা করেছে বাংলাদেশ মুসলিম লীগ

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ৬ দিন পর মারা গেলো ১ বছরের আয়ান

ঢাবির প্রায় ৩০০ খ্যাতিমান গবেষককে সম্মাননা প্রদান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ব্যাংকের অভাবে হুন্ডির মাধ্যমে আসছে রেমিট্যান্স ইরাকের শ্রমবাজার পুনরুদ্ধারে সমন্বিত উদ্যোগ জরুরি

কদম রসূল সেতুর এপ্রোচ সড়কের মুখটি পুনঃনির্ধারণ দাবিতে সংবাদ সম্মেলন

শিক্ষা সংস্কার ও অসংগতি নিরসনের দাবি অভিভাবক ঐক্য ফোরামের

বরিশাল বিভাগ সমিতির মানববন্ধন

অন্তর্বর্তী সরকার নির্বাচন চায় না : মেজর হাফিজ

মেট্রোরেলের আরো ৫ স্টেশনে বিশেষ ব্যবস্থা

এনএসডিএ ও বাউবির সমঝোতা চুক্তি সই

অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সমস্যা তৈরি হয় : ড. ফরিদুজ্জামান

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম রাজপ্রাসাদে পেলেন রাজকীয় সম্মান

কাতার আমিরের দেওয়া এয়ার এম্বুলেন্সে ঢাকা আসবেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

চট্টগ্রামের আল্লামা সুলতান যওক নদভী’র দাফন সম্পন্ন

সাংবাদিকদের সহযোগিতা আমার কর্মপথকে সহজ করেছে : বুড়িচংয়ের বিদায়ী ইউএনও