সেজদায় রোনালদোর গোল উদযাপন
২৪ মে ২০২৩, ১১:১৬ পিএম | আপডেট: ২৫ মে ২০২৩, ১২:০৩ এএম
দুই-তিন মৌসুম আগের কথা। দল পিছিয়ে আছে বা সমতায়, এমন অবস্থায় গোলের জন্য সবাই তাকিয়ে থাকতো ক্রিস্টিয়ানো রোনালদোর দিকেই। মজার বিষয় হচ্ছে খুব কমই সময়ই হতাশ করতেন পর্তুগিজ তারকা। শুধু গোলই করতেন ব্যাপারটা এমন না, দৃষ্টিনন্দন ব্যাপারটি থাকতোই। বয়স বেড়েছে রোনালদোর। ইউরোপের পাঠ চুকিয়ে তিনি এখন খেলেন সউদী প্রো লিগে। তবে আবারও সেই সেরা সময়ের ঝলক দেখা গেল ৫ বারের ব্যালন ডি-অর জয়ী ফুটবলারের পায়ে। পরশু রাতে ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ এক কার্ভ শটে জয়সূচক গোল করেন রোনালদো। গোলের পর চেরচেনা ‘সিউ’ করলেন তবে তার আগে সউদীর সংস্কৃতিকে সম্মান করে ‘সিজদা’র মাধ্যমে গোল উদযাপন করেন পর্তুগিজ তারকা। তার নৈপুন্যেই আল শাবাবের বিপক্ষে কেবল ৩-২ গোলের জয়ই পায়নি না আল নাসের, একই সাথে দলটি টিকে রইল শিরোপার লড়াইয়েও।
ঘরের মাঠ মারসুল পার্কে ৪০ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে যার নাসের। এই সময় রোনালদোর দুর্দান্ত একটি হেড অবশ্য প্রতিহত হয় ক্রসবারে লেগে। প্রথমার্ধের শেষ দিকে স্বাগতিকদের হয়ে একটি গোল শোধ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্ডারসন তালিসকা। বিরতির পর পরই ম্যাচে সমতা ফেরান আব্দুলরহমান ঘারিব। এরপর ৫৯তম মিনিটে রোনালদোর সেই বিখ্যাত গোল। দুই ডিফেন্ডারকে বিভ্রান্ত করে বক্সের বাইরে থেকে গতিময় শট নেন রোনালদো। গোলকিপারের সেখানে করার ছিল সামান্যই। তাকে সুযোগ না দিয়ে বল আশ্রয় নেয় জালে। ওই গোলই শেষ পর্যন্ত হয়ে থাকে জয়সূচক গোল।
এই জয়ে আপাতত টিকে রইল আল নাসেরের শিরোপা সম্ভাবনা। যদিও শিরোপা জয়ে এখনও পরিষ্কার ফেভারিট আল ইত্তিহাদ। ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট তাদের। সমান ম্যাচে আল নাসেরের সংগ্রহ ৬৩ পয়েন্ট। লিগে বাকি আছে আর কেবল ২ ম্যাচ। পরের ম্যাচ জিতলেই শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে আল ইত্তিহাদের। তাদের পয়েন্ট হারানোর ওপর নির্ভর করছে রোনালদোর দলের সম্ভাবনা।
এদিকে আল নাসের ক্লাবের সমর্থকরা প্রায় সবাই মুসলিম, এটা বেশ ভালোভাবেই জানা আছে রোনালদোর। এ কারণেই হয়ত পরশু রাতে আল শাবাবের বিপক্ষে ম্যাচজয়ী গোল করার পর স্থানীয় সমর্থকদের হৃদয় জয় করতে ‘সেজদা’ দিয়ে গোলের উসযাপন সারলেন পর্তুগিজ মহাতারকা। তার ‘সেজদা’ দেয়ার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে নেট দুনিয়ায়। একই সঙ্গে দারুণ প্রশংসিত হচ্ছে মুসলিম দেশগুলোতে।
গত জানুয়ারিতে আল নাসেরে যোগ দেওয়ার পর লিগে ১৫ ম্যাচ খেলে রোনালদোর গোল ১৪টি। দুর্দান্ত গোলে দলকে জিতিয়ে রোনালদো বললেন,‘অসাধারণ একটি ম্যাচ খেলেছে আমাদের দল। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ফেরাটা খুব কঠিন। তবে আমাদের বিশ্বাস ছিল শেষ পর্যন্ত এবং তিনটি গোল আমরা করতে পেরেছি।’
ম্যাচের পরবর্তী সাক্ষৎকারে রোনালদো আরও জানান, ফুটবলের মানে উন্নতির পাশাপাশি আরও তারকা ফুটবলার এলে এবং অবকাঠামোর উন্নতি চলতে থাকলে ধীরে-ধীরে সউদী প্রো লিগ বিশ্বের শীর্ষ পাঁচে জায়গা করে নেবে। পর্তুগিজ তারকা যোগ করেন, ‘সউদী লিগ ক্রমেই উন্নতি করে চলেছে এবং সামনের বছর আরও ভালো হয়ে উঠবে। আমি মনে করি, আস্তে-আস্তে এই লিগ বিশ্বের শীর্ষ পাঁচ লিগের মধ্যে থাকবে। তবে সেজন্য সময় লাগবে, ফুটবলারদের আসত হবে এবং অবকাঠামো লাগবে। তবে আমি বিশ্বাস করি, এই দেশ ও এই লিগের অসাধারণ সম্ভাবনা আছে। এখানকার মানুষ দারুণ। এই লিগও একদিন দুর্দান্ত হয়ে উঠবে বলে আমি মনে করি।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা