আর্জেন্টিনা সফরের খবরেই চাঙা ইন্দোনেশিয়া
২৪ মে ২০২৩, ১১:১৬ পিএম | আপডেট: ২৫ মে ২০২৩, ১২:০৩ এএম
সাম্প্রতিক সময়ে নানা নেতিবাচক কারণে শিরোনামে আসছে ইন্দোনেশিয়ার ফুটবল। সে বৃত্ত থেকে বেরিয়ে আসার উপলক্ষ যেন পেল তারা। আগামী মাসে প্রীতি ম্যাচ খেলতে দেশটিতে সফর করবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইন্দোনেশিয়ার এক উর্ধ্বতন ফুটবল কর্মকর্তার বরাতে এই প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। সেখানে বলা হয়েছে, এশিয়া সফরের অংশ হিসেবে আগামী মাসে ইন্দোনেশিয়া যাবে আর্জেন্টিনা। এছাড়া আগামী ১৫ জুন চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে লিওনেল স্কালোনির দল প্রীতি ম্যাচ খেলবে বলে জানা গেছে আগেই।
এমন সময় মেসি-মার্তিনেসদের ইন্দোনেশিয়া সফরের খবর এলো, যখন বিশেষ কারণে এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশটির বদলে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজন করছে। এবারের বয়সভিত্তিক এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়াতে, কিন্তু দেশটিতে ইসরায়েলের অংশগ্রহণের বিষয়ে প্রতিবাদ শুরু করে মানুষ। সহিংসতার ঝুঁকি থাকায় সেখান থেকে আসরটি অন্য কোথাও আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
গত বছর ইন্দোনেশিয়ার ঘরোয়া ফুটবলে অনাকাক্সিক্ষত কারণে ১৩৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। গত ১ অক্টোবর দেশটির পূর্ব জাভার মালাং অঞ্চলে লিগা ওয়ানে আরেমা এফসি ও পারসেবায়া সুরায়া ক্লাবের ম্যাচ শেষের দাঙ্গায় ও পদদলিত হয়ে এই প্রাণহানির ঘটনা ঘটে। ফুটবল বিশ্বকে নাড়িয়ে দেওয়া ওই দুর্ঘটনার আট মাস পর দেশটিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ হতে যাচ্ছে।
২ কোটি ৭০ লাখ জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় ফুটবল ভীষণ জনপ্রিয় খেলা। কিন্তু বৈশ্বিক ফুটবলের আঙিনায় দেশটি আজও তেমন ছাপ রাখতে পারেনি। ডাচদের অধীনে থাকার সময় ১৯৩৮ সালের বিশ্বকাপে অংশ নিয়েছিল তারা এবং সেটাই বিশ্বমঞ্চে তাদের সবশেষ পা রাখা। অতি সম্প্রতি অবশ্য ইন্দোনেশিয়ার ফুটবলপ্রেমীরা উদযাপনের দারুণ উপলক্ষ পেয়েছে। ১৯৯১ সালের পর প্রথমবারের মতো সাউথ ইস্ট এশিয়ান গেমসের সোনা তারা জিতেছে গত সপ্তাহে। আর্জেন্টিনার আসার খবরে স্বাভাবিকভাবে উচ্ছ্বাস বয়ে যাচ্ছে দেশটিতে। ইন্দোনেশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান এরিক থহির এই সফরকে দেখছেন ঘুরে দাঁড়ানোর উপলক্ষ হিসেবে, ‘ইন্দোনেশিয়ান ফুটবলের পুনরুত্থানের গতি ধরে রাখার জন্য এটি (আর্জেন্টিনার ইন্দোনেশিয়া সফর) দারুণ একটি পদক্ষেপ।’ এই সফরে মেসি আর্জেন্টিনা দলের সঙ্গে থাকবেন কিনা, এমন প্রশ্নে থহির বলেন, ‘আমি বিশ্বাস করি সেরা দল নিয়েই আসবে আর্জেন্টিনা।’
প্রীতি ম্যাচের দিনক্ষণ এখনও অবশ্য চূড়ান্ত হয়নি। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন টুইটারে সম্ভাব্য তারিখ হিসেবে জানিয়েছে ১৯ জুনের কথা। আর্জেন্টিনা ও ইন্দোনেশিয়ার সবশেষ দেখা হয়েছিল ওয়ার্ল্ড ইয়ুথ চ্যাম্পিয়নশিপে। ১৯৭৯ সালে জাপানের ওই আসরে আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন কিংবদন্তি দিয়েগো মারাদোনা। সেই ম্যাচে ইন্দোনেশিয়া হেরেছিল ৫-০ গোলে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান
জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা
২০২৫ সালে নিম্নমাধ্যমিক-মাধ্যমিকে ৭৬ দিনের ছুটির তালিকা প্রকাশ
খুলনা থেকে পদ্মাসেতু হয়ে ঢাকার পথে যুক্ত হচ্ছে ট্রেন জাহানাবাদ
প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত গ্রহনযোগ্য নির্বাচন দিন
আশুলিয়ায় কিশোর গ্যাং এর হামলায় আহত ৩
মাদারীপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রেসিডেন্টের প্রেস সচিব হলেন সরওয়ার আলম
তোমাদের হাতে উড়তে থাকবে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশের বিজয় কেতন - সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মঈন খান
দৌলতপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান : গ্রেফতার-২