নারী ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু ১০ জুন
২৯ মে ২০২৩, ১০:৫৭ পিএম | আপডেট: ৩০ মে ২০২৩, ১২:০০ এএম
সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ফিফা কর্তৃক দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর থেকে বেশ কিছুদিন ধরে সভার মধ্যেই আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নানা ইস্যুতে চলতি মাসেও একাধিক সভা করেছে তারা। এ ধারাবাহিকতায় গতকাল বিকালে জরুরি সভায় বসেছিল বাফুফের নির্বাহী কমিটি। যে সভার একমাত্র আলোচ্যসূচিই ছিল নারী ফ্র্যাঞ্চাইজি লিগ। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ জুন মাঠে গড়াবে প্রথমবারের মতো আয়োজিত নারী ফ্র্যাঞ্চাইজি লিগ। সভা শেষে বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘আজ আমরা নারী ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর একটা তারিখ ঠিক করেছি। এই লিগের অনেক চাহিদা, মেয়েদের এবং গণমাধ্যমের। তাই সিদ্ধান্ত নিয়েছি লিগটা আমরা করবো। ১০ জুন লিগ শুরু হবে। এটা ১২ দিনের লিগ হবে। ফাইনালসহ ১৩টা ম্যাচ থাকবে। এ সময় করতে না পারলে ফিফা উইন্ডো থাকবে না, বিদেশি খেলোয়াড় পাওয়া যাবে না। এজন্য এ সময়ের মধ্যেই লিগ করবো। নারী ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবে চারটি দল।’
নারী ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজক কে-স্পোর্টসের সঙ্গে আগের দেনা-পাওনা নিয়ে টানাপোড়েন ছিল বাফুফের। তারপরও বাফুফের জরুরি সভায় কে-স্পোর্টসকেই লিগ আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। তবে তা মাত্র এক আসরের জন্য। এ নিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমরা আপাতত এক বছরের জন্য পরীক্ষামূলক কে-স্পোর্টসকে নারী ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের অনুমতি দিয়েছি। যদি দেখি লিগটা সফলভাবে শেষ হয়েছে তাহলে পাঁচ থেকে দশ বছরের জন্য দরপত্র করে কোনো প্রতিষ্ঠানকে এই লিগ আয়োজনের দায়িত্ব দেবো।’ নারী ফ্র্যাঞ্চাইজি লিগের সবকিছুই করবে কে-স্পোর্টস। এই প্রতিষ্ঠান লিগ আয়োজন বাবদ বাফুফেকে দেবে ২০ লাখ টাকা। এই টাকা নারী অনূর্ধ্ব-১৭ নারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের দেওয়া হবে বলে জানান বাফুফের সভাপতি।
এদিকে হঠাৎ করেই নারী দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে তিনি পদত্যাগও করেছেন। এ প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেন, ‘তিনি (ছোটন) আজই (গতকাল) আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। আমরা আগামী বোর্ড সভায় এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।’ নারী দলের ক্যাম্প থেকে একের পর এক খেলোয়াড় চলে যাচ্ছেন, কোচ পদত্যাগ করেছেন। কেন এমন হচ্ছে? এমন প্রশ্নে সালাউদ্দিনের উত্তর,‘একজন যাবেন, একজন আসবেন। ম্যারাডোনা নেই, মেসি এসেছেন। আবার মেসি চলে যাবেন। এটাই তো নিয়ম। এটা একটা প্রক্রিয়া। মেয়েরা যারা গিয়েছে, তাদের ব্যক্তিগত বিষয় তো আছেই।’ তিনি যোগ করেন,‘কোচ পদত্যাগ করবেন। আরেকজন আসবেন। তিনি আবার পদত্যাগ করবেন। কিংবা বহিস্কৃত হবেন। গোটা পৃথিবী এভাবেই তো চলছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নওগাঁ শহরের দেয়াল থেকে মুছে ফেলা হলো জয় বাংলা
জাহাজে ছিল ৫ জনের লাশ, হাসপাতালে মারা গেলেন আরও ২ জন
বিএসএমএমইউ সুপার স্পেশালইজড হাসপাতালে পুনরায় শুরু হলো বহুল প্রতীক্ষিত কিডনি প্রতিস্থাপন
নওগাঁয় নতুন পুলিশ সুপার সাফিউলের দায়িত্বভার গ্রহণ
দু’জনের ওপর ১২ কোটি মানুষের তথ্য সুরক্ষা কতটা যৌক্তিক: এনসিএসএ মহাপরিচালক
ফ্যাসিস্টের দোসর মহিববুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলা
নোয়াখালীর আমিশাপাড়াতে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু
নিউজিল্যান্ড দলে নতুন মুখ জ্যাকবস
জালিয়াতির নির্বাচনে মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ফেরত নেয়ার দাবি তুলেছে ‘সিলটি পাঞ্চায়িতের
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল
বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড এডুকেশন সেন্টারে কাতারের ব্যবসায়ী মহিন উদ্দিন
উন্নয়নের প্রতিটি ধাপে পরিবেশের সুরক্ষা নিশ্চিতই সরকারের লক্ষ্য : রিজওয়ানা হাসান
খুঁটির জোর কোথায়? আওয়ামী ঠিকাদারের নিম্নমানের কাজ করে বিল নেয়ার অভিযোগ!
দুমকী উপজেলা জমিয়তে হিজবুল্লাহ সভাপতির ইন্তেকাল
সাদপন্থীদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে শেরপুরে বিক্ষোভ
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিএসএফের গুলিতে চা শ্রমিক গোপাল হত্যার প্রতিবাদে মানববন্ধন
ছাগলনাইয়ায় ফসলি জমির মাটি কাটায় দুইটি এক্সেভেটর জব্দ
আব্দুল্লাহ শফিকের অনাকাঙ্ক্ষিত রেকর্ড
সৈয়দপুরে সাদপন্থি তাবলীগ জামায়াতের কার্যক্রম নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ
স্বেচ্ছাসেবক লীগনেতা ফুয়াদ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার কারাগারে