সেভিয়ার সম্রাজ্যে সেভিয়াই রাজা
০১ জুন ২০২৩, ০৯:৪৫ পিএম | আপডেট: ০২ জুন ২০২৩, ১২:০৫ এএম
ম্যাচের আগেই এবারের ইউরোপা লিগের ফাইনাল পেয়েছিল ভিন্ন রকম এক উত্তাপ। ফাইনালিস্ট দল এ এস রোমার কোচ হোসে মরিনহো কখনও ইউরোপিয়ান প্রতিযোগিতার কোনো ফাইনালে হারেননি। অন্যদিকে ফাইনালের আরেক দল সেভিয়াকে তো ইউরোপা লিগের রাজাই বলা যায়। স্প্যানিশ দলটি পরশু রাতের আগেও ৬ বার ফাইনাল খেলে শতভাগ শিরোপা নিশ্চিত করেছিল। তাই এবারের ফাইনালে কার শতভাগ জয়ের রেকর্ডে ছেঁদ পড়তে যাচ্ছে তা জানার জন্যই উৎকণ্ঠায় ছিল ফুটবল বিশ্ব। এই বিশেষ ফাইনালটা হলোও টান-টান উত্তেজনাময়। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর লড়াইয়েও করা যায়নি শ্রেষ্ঠত্বের মীমাংসা, ম্যাচ সমতায় থাকে ১-১ গোলে। শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণ করতে হলো টাইব্রেকারে। সেখানে রোমাকে ৪-১ হারিয়ে সপ্তমবারের মতো ইউরোপা লিগের শিরোপা জিতেছে সেভিয়া। গত নয় বছরে এটি তাদের পঞ্চম শিরোপা। ইউরোপিয়ান প্রতিযোগিতার মধ্যে দ্বিতীয় সারির এই টুর্নামেন্টের সর্বোচ্চবারের চ্যাম্পিয়ন তারাই।
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ফাইনালে ম্যাচের প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল রোমাই। ম্যাচের ৩৫তম মিনিটে গোল পায় তারা। চোট থেকে ফিরেই গোল করে দলকে শিরোপার স্বপ্ন দেখাচ্ছিলেন পাওলো দিবালা। বিরতির পর খেলা শুরু হলে ১০ মিনিটের মাঝেই সেভিয়া সমতায় ফেরে। সেটিও রোমার মানচিনির আত্মঘাতী গোলে। এই ফাইনালটি নিজের স্মৃতি থেকে পুরোপুরি মুছে ফেলতে চাইবেন মানচিনি। টাইব্রেকারেও নিজের শট মিস করেছেন তিনি।
নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিটের পরেও দুই দলকে আলাদা করা যায় নি। টাইব্রেকারের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারণের খেলায় নামতে হয় সেভিয়া ও রোমাকে। সেখানে নায়ক বনে যান সেভিয়া গোলরক্ষক ইয়াসিনে বোনো। বিশ্বকাপে মরক্কোর সেমি-ফাইনাল খেলার পেছনে বড় অবদান রাখা বোনো ইউরোপা লিগের ফাইনালেও সেভিয়াকে জিতিয়েছেন টাইব্রেকারে শট ঠেকিয়ে। নিজেদের প্রথম তিন শটের দুটি থেকে গোল করতে ব্যর্থ হয় রোমা। আর প্রথম চার শটেই গোল করে সেভিয়া। ফলে ৪-১ গোলে টাইব্রেকার জিতে ইউরোপা লিগের রাজা হিসেবে অধিষ্ঠিত হয় স্প্যানিশ ক্লাবটি। বিশ্বকাপ ফাইনালের মতো ইউরোপা লিগ ফাইনালেও টাইব্রেকারে দলের হয়ে জয়সূচক পেনাল্টি নেন আর্জেন্টাইন গঞ্জালো মনতিয়েল।
দুই দলের কেউই নিজেদের লিগের সেরা চারে না থাকায় সুযোগ ছিলো ইউরোপা লিগ জিতে পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার। চ্যাম্পিয়ন হয়ে সেভিয়া নাম লিখিয়েছে ইউরোপের সেরা প্রতিযোগিতায়।
অন্যদিকে গত বছরই উয়েফা কনফারেনস লিগের শিরোপা জিতে রোমার ১৪ বছরের শিরোপা খরা দূর করেন মরিনহো। সেভিয়ার বিপক্ষে ম্যাচটির আগে ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালে পরাজয়ের অভিজ্ঞতা আগে ছিল না তাঁর। এবার সেই তেতো স্বাদ পাওয়ার পর হতাশাটা লুকাননি রোমা কোচ। ইউরোপা লিগের ফাইনালে পুরস্কার বিতরণী আয়াজন শেষে নিজের রানার্স আপ পদক তিনি ছুড়ে দেন গ্যালারিতে। সেই পদক হাতে পেয়ে গ্যালারিতে বিশ্বজয়ের হাসি দেখা যায় এক কিশোরের মুখে।
মরিনহো পরে বলেন, এই পদকের প্রতি কোনো অনুরাগ তার নেই। ম্যাচের পর এই পর্তুগিজ ম্যানেজার সংবাদ সম্মেলনে বলেন, ‘হ্যাঁ, এটাই আমি করেছি। রানার্স-আপ পদক নিজের কাছে রাখি না। এজন্যই দিয়ে দিয়েছি।’ ম্যাচ হেরে হতাশ হলেও দলকে নিয়ে গর্বের কমতি নেই মরিনহোর, ‘শারীরিকভাবে আমরা অবসন্ন। আমাদের মৃতপ্রায় লাগছে, কারণ বিতর্কিত অনেক ঘটনার পর শেষ পর্যন্ত এই পরাজয় আমাদের কাছে অন্যায্য মনে হচ্ছে। আমরা ক্লান্ত, তবে গর্বিত। এই মৌসুমে ছেলেরা নিজেদের শতভাগ ঢেলে দিয়েছে।’ তবে রোমা কোচ ছাড় দেননি ইংলিশ রেফারি অ্যান্থনি টেইলরকে, ‘তীব্র লড়াই, পেশিশক্তির ও ঘটনাবহুল ম্যাচ ছিল এটি, যেখানে রেফারিকে মনে হয়েছে স্প্যানিশ। একের পর এক হলুদ কার্ড দেখিয়েছেন তিনি সবসময়। আমাদের ম্যাচে রেফারির এমন প্রভাবে আমরা অভ্যস্ত হয়ে গেছি, নতুন কছুই নয়। তবে ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালে তা আশা করিনি।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক
বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'
সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ
পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া
স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭
রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ
ক্রিসমাস মার্কেট হামলা, জার্মান কর্তৃপক্ষের কাছে গত বছরেই এসেছিল সতর্কবার্তা
উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা
উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল
পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের
বাংলাদেশ থেকে আরও দক্ষকর্মী নিতে আগ্রহী লিবিয়া
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরায়েল