ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জ্যোতিরা
০৮ জুলাই ২০২৩, ১১:১১ পিএম | আপডেট: ০৯ জুলাই ২০২৩, ১২:০৫ এএম
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলতে আজ মাঠে নামবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। প্রথমবারের মতো ভারতীয়দের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামার আগে রোমাঞ্চিত বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জ্যোতিরা। প্রথম ম্যাচের আগে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানান টাইগ্রেস অধিনায়ক।
দীর্ঘ ১১ বছর পর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এই সুযোগ কাজে লাগিয়ে ভালো কিছু করে দেখাতে চায় তারা। ভারতের শক্তি কিংবা দুর্বলতা নিয়ে না ভেবে জ্যোতিরা ফোকাস করছেন নিজেদের সামর্থ্যে। টাইগ্রেস অধিনায়ক বিশ্বাস করেন, নিজেদের সামর্থ্যরে শতভাগ দিতে পারলে ভারতকে হারানো সম্ভব। জ্যোতি বলেন,‘ভারত শক্তিশালী নাকি দুর্বল সেটা আমরা এখন ভাবছি না। কারণ আমার কাছে মনে হয় আলাদা করে দলের শক্তি কী, কীভাবে পরিকল্পনা সাজাবো, কীভাবে কাজ করবো সেটাই আমাদের চিন্তাার বিষয়। আমি জানি প্রতিপক্ষ নিয়ে বেশি চিন্তা করলে নিজের শক্তি ভুলে যাওয়া লাগে। সুতরাং আমরা আমাদের পরিকল্পনা মতো এগোবো। চেষ্টা করবো ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার।’
মূলত ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে পরিকল্পনা কষেছে বাংলাদেশ দল। সংবাদ সম্মেলনে সেটাই জানিয়ে গেলেন জ্যোতি,‘ওদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে। হারমান, স্মৃতি ও শেফালি আছে। ওদের বিপক্ষে আমাদের পরিকল্পনা থাকবে। আমি বলবো, আমাদের বোলিং আক্রমণ এখন সবার সেরা। নির্দিষ্ট দিনে হয়তো ঠিকঠাক কাজ করে না। দুই একজন ব্যাটার ভালো করে। তাদের বিপক্ষে যদি আমরা ভালো পরিকল্পনা সাজাতে পারি, সঠিক বোলিং করতে পারি এবং আগেভাগে যদি সুযোগ নিতে পারি, তাহলে কেউ হুমকি হয়ে দাঁড়াতে পারবে না।’
পারফরম্যান্সের বিচারে ভারতের বিপক্ষে অনেকখানিই পিছিয়ে আছে বাংলাদেশ। তবে জ্যোতি মনে করেন, ভারতের মতো অনেক ম্যাচ খেলতে খেলতেই একদিন বাংলাদেশ দল উন্নতি করবে। তার কথায়, ‘ওরা আমাদের চেয়ে বেশি ম্যাচ খেলে এসেছে, আমরা কিন্তু সম্প্রতি দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে এসেছি। এফটিপিতে আছি। নিয়মিত ম্যাচ খেলবো। খেলতে খেলতে কিন্তু অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে মনে হয় আমাদেরও সেই সুযোগ আছে, ম্যাচ খেলে খেলে অভিজ্ঞ হওয়ার।’
মাঠের লড়াইয়ে শুধু ভালো ক্রিকেট খেলাই নয়, ভারতকে হারানোর চেষ্টায় থাকবে বাংলাদশে দল। এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘এটা সত্যি যে, আমাদের মধ্যে রামাঞ্চ কাজ করছে। তবে এর চেয়ে বেশি কাজ করছে, আমাদের ভালো করার ইচ্ছা। কারণ, আমরা জানি, যতই ভালো ক্রিকেট খেলি না কেন, যদি জিততে না পারি সেক্ষেত্রে সেই ভালোর মূল্য থাকে না। দল হিসেবে ধারাবাহিকভাবে ভালো খেলতে খেলতে শেষ মুহূর্তে গিয়ে ম্যাচ জিততে পারছি না। হয়তো দেখা যাচ্ছে, একটা ম্যাচ জিতছি। আমরা চাচ্ছি, ধারাবাহিকভাবে ভালো খেলতে। জয়ের হার যেন বেড়ে যায়।’
জ্যোতি আরও বলেন,‘প্রথম কথা, ১১ বছর পর আমরা এখানে খেলছি। হোম গ্রাউন্ডে খেলবো এটা তো ইতিবাচক থাকতে হবে। আমাদের সমর্থন থাকবে। আমরা কিন্তু অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছি। ভালো একটা প্রস্তুতি যেহেতু আছে, সেহেতু আশা করছি ভারতের বিপক্ষে এর ফল পাবো।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আগামী নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে সাবেক ভিপি নুরুল হক নুরু
রিহ্যাব মেলায় গতকাল আশিয়ান সিটি’র ১৩ নং স্টলে ছিল ক্রেতাদের ভীড়।
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা
‘বিক্ষোভ আর কালো পতাকায়’ রূপসী বাংলা এক্সপ্রেস বরণ!
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ২৬ নারী-পুরুষ ও শিশু
লৌহজং উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ হোসেন ইমন গ্রেফতার
আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল
দূর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে: মেজর হাফিজ
শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে : আমিনুল হক
দৌলতদিয়ায় বড়দের আদলে ছোটদের জমজমাট নির্বাচন
বাজারে সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে: নূর
খতমে নবুওয়তের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর, নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
প্রকৃত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংবাদ করুন: প্রেস সচিব
কুষ্টিয়ায় ভেড়ামারায় দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও কারাদন্ড
‘চাঁদাবাজ দখলবাজরা জুলাই অভ্যূত্থানের চেতনাকে ভূলুণ্ঠিত করছে’
মানিকগঞ্জে আগামীকাল তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমা উপলক্ষে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
আটঘরিয়ায় দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ
প্রত্যেক ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: ড. ইউনূস