অ্যাথলেটিক্সের নির্বাচনেও কী থাকছে একক প্যানেল?
১০ জুলাই ২০২৩, ১০:১১ পিএম | আপডেট: ১১ জুলাই ২০২৩, ১২:০২ এএম
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন (বিবিএফ) ও বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) মতো অ্যাথলেটিক্স ফেডারেশনের আসন্ন নির্বাচনেও কী থাকছে একক প্যানেল? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দেশের ক্রীড়াপ্রেমীদের মনে।
নির্বাচনকে সমানে রেখে গতপরশু বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে এই ফেডারেশনের নির্বাচন। তফসিল ঘোষণার দিনই প্রকাশ করা হয়েছে খসড়া ভোটার তালিকা। অ্যাথলেটিক্সের এবারের নির্বাচনে ভোটযুদ্ধ হলে ১০৭ জন কাউন্সিলর নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১০২ জন ভোটারের নাম ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। বাকি ৫ জন মনোনীত হবেন এনএসসির কোটায়। তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ১৬ জুলাই। শুনানি ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ জুলাই। মনোনয়নপত্র বিতরণ ১৯ ও ২০ জুলাই, মনোয়নপত্র দাখিল ২৩ জুলাই, মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ২৪ জুলাই, বাতিল মনোনয়নপত্রের ওপর আপিল গ্রহণ ২৫ জুলাই, আপিলের শুনানি পরের দিন এবং মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৭ জুলাই। এর দুইদিন পর ভোটযুদ্ধ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আভাস পাওয়া গেছে, এই ফেডারেশনের নির্বাচনও হবে সমঝোতার ভিত্তিতে। ফলে ভোটযুদ্ধ না হওয়ার সম্ভাবনাই বেশি।
২০১৯ সালের ৩ আগস্ট সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের নির্বাচন। সব সময়ই যে কোনো ফেডারেশনের নির্বাচনে আলোচনায় থাকে সাধারণ সম্পাদক পদটি। অ্যাথলেটিক্স ফেডারেশনের আসন্ন নির্বাচনেও লোভনীয় এই পদ নিয়ে চলছে আলোচনা। তবে একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে না। জানা গেছে, ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু এবারও একই পদে নির্বাচন করবেন। এর বাইরে সাধারণ সম্পাদক পদে এখনো অন্য কারো নাম শোনা যায়নি। দেশের সব ক্রীড়া ফেডারেশনের নির্বাচনেই বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের বড় ভূমিকা থাকে। ‘ফোরাম’ নামে আখ্যায়িত জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদকে পাশ কাটিয়ে এখন পর্যন্ত কেউ কোনো ফেডারেশনের নির্বাহী কমিটিতে জায়গা পাননি। যদিও ২০১৯ সালে হকির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে এই ফোরামের বিরুদ্ধে থেকেই নির্বাচিত হয়েছিলেন এ কে এম মমিনুল হক সাঈদ। তবে এমন ঘটনা সচরাচর ঘটে না। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদকে জমা-খরচ না দিয়ে কোনো জাতীয় ফেডারেশনের দায়িত্বে আসা প্রায় অসম্ভব বলেই জানেন দেশের ক্রীড়া সংগঠকরা। তবে সাম্প্রতিক সময়ে ফোরাম খ্যাত জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ নিজেদের কৌশল পাল্টিয়েছে। বিশেষ করে চলতি বছর দু’টি ফেডারেশনের (বিবিএফ এবং বাহফে) নির্বাচনে দেখা গেছে, তারা সরাসরি প্যানেল না দিয়ে অন্য পক্ষের সঙ্গে সমঝোতার ভিত্তিতে পদ ভাগাভাগি করে নিয়েছে। বিশ্বস্ত সুত্র জানিয়েছে, এমন ঘটনা ঘটতে যাচ্ছে অ্যাথলেটিক্স ফেডারেশনের নির্বাচনেও। দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর নির্বাচন তদারকি করার জন্য জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ ইতোমধ্যে একটি কমিটি করে দিয়েছে। যে কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মোল্লা বদরুল সাইফকে। সূত্রটি আরও জানায়, এই কমিটি ১৭ জুলাই দুপুরে এক সভায় বসবে। যে সভায় ঠিক হবে অ্যাথলেটিক্স ফেডারেশনের নির্বাচনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ কোন কোন পদে প্রার্থী দেবে। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের মহাসচিব আশিকুর রহমান মিকু গতকাল এ প্রসঙ্গে বলেন,‘আমাদের লক্ষ্য হলো জাতীয় ফেডারেশনগুলোতে যেন জাতীয়ভিত্তিক প্রতিনিধিত্ব থাকে। এই পদ চাই, ওই পদ চাইÑ এমন কোনো উদ্দেশ্য আমাদের নেই। অ্যাথলেটিক্স ফেডারেশনের বর্তমান কমিটিতে আমাদের সংগঠনের প্রতিনিধি যারা আছেন তাদের নিয়ে নির্বাচন তদারকি কমিটি ১৭ জুলাই দুপুরে সভা করবে।’
দু’টি প্যানেলের মাঝে ভোটযুদ্ধ হওয়ায় আগের বার অ্যাথলেটিক্স ফেডারেশনের নির্বাচন বেশ জমেছিল। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এবার তেমন হওয়ার সম্ভাবনা কম। তাই অ্যাথলেটিক্সের নির্বাচনে এবার ভোটযুদ্ধ হবে, নাকি একক প্যানেল সমঝোতার ভিত্তিতে নির্বাচিত হবে তা দেখার অপেক্ষায় আছেন দেশের ক্রীড়াবোদ্ধারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সৈয়দপুরে তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
পাকিস্তান থেকে সরাসরি আসছে জাহাজ, আমদানি বেড়েছে ২১ শতাংশ
হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের
স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা
সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি
পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি
ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা
ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০
যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক
বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ
হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন
ছাত্রদলের কমিটি : ঢাকা কলেজের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫
গুম হন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালেদ হাসান