হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ
১০ জুলাই ২০২৩, ১০:১২ পিএম | আপডেট: ১১ জুলাই ২০২৩, ১২:০২ এএম
চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিয়েছেন আফগান স্পিনাররা। তাদের সামনে টিকে থাকতে ও রান তুলতে ধুকতে হয়েছে। প্রথম ওয়ানডে বৃষ্টির আইনে ১৭ রানে পরাজয়ের পর দ্বিতীয় ওয়ানডেতেও ১৪২ রানে হার। বাংলাদেশের সামনে এখন হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বার এমন পরিস্থিতির মুখোমুখি হয় বাংলাদেশ। গত মার্চে ইংল্যান্ড প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করে। তৃতীয় ম্যাচে বাংলাদেশ জয়ী হয়ে ওয়াইটওয়াশ থেকে বাঁচে। সুতরাং কেমন করবে আজ স্বাগতিকরা সিরিজের শেষ ওয়ানডেতে সেই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে ক্রিকেটাঙ্গণে।
সর্বশেষ বাংলাদেশ ঘরের মাঠে ২০১৪ সালে প্রথম হোয়াইটওয়াশ হয়েছিল। আট বছর আগে শ্রীলংকা বাংলাদেশকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একটিতেও জিততে দেয়নি। এবারের সিরিজে তামিমের অবসরকা-ের সঙ্গে আফগানিস্তানের কাছে ঘরের মাঠে সিরিজ হার, সব মিলিয়ে দলের অবস্থা লেজে গোবরে। যেখানে আফগান ব্যাটসম্যানদের ব্যাটে ছুটছে রানের ফোয়ারা। সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানররা ছিলেন আসা-যাওয়ার মিছিলে, নতুন করে স্বাগতিক শিবিরে ব্যাটিং-ধ্বসের দুশ্চিন্তা।
এদিকে গত রোববার বাংলাদেশ দলের ছিল বিশ্রাম। গতকাল দলের অনুশীলন হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে বাতিল হয় অনুশীলন। টানা দ্বিতীয় দিন লিটন দাসের দল বিশ্রামে কাটাচ্ছেন টিম হোটেলে। আবহাওয়া পূর্বাভাস বলছে, চট্টগ্রাম বিভাগে আজও ভারি বর্ষণ হতে পারে। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসেছেন বাংলাদেশের সহকারি কোচ নিক পোথাস। ঘরের মাঠে আফগানিস্তানের কাছে এমন হারের কারণ জিজ্ঞাসা করলে তিনি অকপটে বুঝিয়ে দিলেন মাত্র দুই ম্যাচ দিয়ে বিশ^মানের ক্রিকেটারদের বিবেচনা করা উচিত না। তিনি নিজেদের আয়নায় দেখিয়ে স্মরণ করে দিয়ে বলেন, ‘আমরা ইংল্যান্ড, ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছি। সুতরাং দুটি খেলা দিয়ে নয় লম্বা সময়ের খেলা বিবেচনায় এনে আমাদের বিচার করা উচিত।’
আফগানিস্তানের স্পিন আক্রমণ বিশ^মানের। শুধু এবার নয় চট্টগ্রামে গত পর্বের সিরিজেও ফারুকির পাশাপাশি আফগানিস্তানের স্পিনাররা পরীক্ষায় ফেলেন বাংলাদেশের ব্যাটসম্যানদের। আসিফ ও মেহেদী হাসান মিরাজের অবিশ^াস্য জুটিতে সেবার প্রথম ম্যাচ জিতে পরে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা। কিন্তু এবার আর রক্ষা হয়নি এক ম্যাচ বাকি থাকতেই আফগানিস্তান সিরিজ জিতে নেয়। এই দক্ষিণ আফ্রিকানের মতে তাদের সমীহ করেই মাঠের লড়াইয়ে নামা উচিত বাংলাদেশের, ‘তাদের দলে এমন তিন স্পিনার আছে যারা বিশ^জুড়ে সাদা বলের ক্রিকেটে অনেক ম্যাচ খেলেছে। তাদের রাশিদ, মুজিব ও নবীর বোলিংয়ের বিপক্ষে বিশে^র সব দেশের ব্যাটসম্যানদের এমন ভুগতে হয়। যার হাতেই বল তুলে দেওয়া হয় সে কাজটা করে দেয়।’
রশিদ-মুজিবের মান বোঝাতে বাংলাদেশের সহকারী কোচ উদাহরণ দিতে টেনে আনেন দুই কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরণের নাম, ‘সবাই কি শেন ওয়ার্ন, (মুত্তিয়া) মুরালিধরনকে পড়তে পারত? এজন্যই তারা বিশ্বের সেরা। এজন্যই দুনিয়ার সব প্রতিযোগিতায় রহস্য স্পিনারদের পেছনে এত টাকা ঢালা হয়। প্রশ্ন হচ্ছে আমরা কি করতে যাচ্ছি, এবং কীভাবে ভালো করতে পারি?’
এদিকে, টানা দুই জয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিশ্চিত করা আফগানিস্তান দল এখন উড়ছে। আজ শেষ ম্যাচেও একই ফল আদায় করে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করতে চায় তারা। আগের দিন সংবাদ সম্মেলনে এসে দলের পেস বোলিং কোচ হামিদ হাসান জানালেন, এখন পর্যন্ত সব বিভাগেই বাংলাদেশ থেকে এক ধাপ এগিয়েই আছেন তারা, ‘প্রত্যেক দলই জেতার ছন্দ ধরে রাখতে চায়। বাংলাদেশকে বাংলাদেশের মাঠে হারানো সহজ না। তিন বিভাগেই ছেলেরা ভালো করেছে। এটা দলীয় চেষ্টা ছিল যার কারণে আমরা এমন ফল পেয়েছি। কালও (আজ) জিতব আশা করি।’
টেস্টে ভয়ঙ্কর ধ্বসের পর ওয়ানডেতে শক্তিশালী বাংলাদেশের বিপক্ষে এভাবে ঘুরে দাঁড়ানো দলকে নিয়ে গর্বিত তিনি, ‘অবশ্যই (গর্বিত)। গত দুই ম্যাচে ছেলেরা যেভাবে খেলেছে যেকোনো কোচই গর্বিত হবে। এবার শেষ ম্যাচ জিতে পূর্ণতা দিতে চাই।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে ভুয়া প্রতিবেদন প্রচার
সৈয়দপুরে তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
পাকিস্তান থেকে সরাসরি আসছে জাহাজ, আমদানি বেড়েছে ২১ শতাংশ
হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের
স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা
সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি
পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি
ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা
ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০
যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক
বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ
হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন
ছাত্রদলের কমিটি : ঢাকা কলেজের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫