৪ বছর আর ৯ ম্যাচ পর উইন্ডিজের ভারত জয়
৩০ জুলাই ২০২৩, ১০:২৪ পিএম | আপডেট: ৩১ জুলাই ২০২৩, ১২:২২ এএম
সেই ম্যাচটা শাই হোপ আর শিমরন হেটমায়ারেরই বেশি মনে থাকার কথা। ২০১৯ সালের ডিসেম্বরে চেন্নাইয়ে ভারতকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেদিন ক্যারিবীয়দের হয়ে রান তাড়ায় সেঞ্চুরি করেছিলেন হোপ আর হেটমায়ার। এ দুজনের পাশাপাশি দিনে দিনে ম্যাচটা স্মরণীয় হয়ে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ সমর্থকদের কাছেও। সেদিনের পর থেকে ভারতকে যে আর হারাতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ! অবশেষে অপেক্ষা ফুরিয়েছে। গতকাল বার্বাডোজে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রোহিত শর্মা ও বিরাট কোহলিবিহীন ভারত প্রথমে ব্যাট করে গুটিয়ে যায় ১৮১ রান। রান তাড়ায় ৩৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ক্যারিবীয়রা।
ঊনিশের সেই ডিসেম্বর থেকে ভারতের কাছে টানা ৯ ওয়ানডেতে হারের পর অবশেষে আধরা জয়ের স্বাদ পেল ক্যারিবিয়ানরা। তিন ম্যাচ সিরিজে আপাতত ১-১ সমতা। আগামীকাল ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে হবে সিরিজ নির্ধারণী ম্যাচ। এদিন, রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেন সেই হোপ। ৯১ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর কিসি কার্টিকে নিয়ে অবিচ্ছিন্ন জুটিতে বর্তমান অধিনায়ক যোগ করেন ৯১ রান। হোপ অপরাজিত থাকেন ৮০ বলে ২টি করে চার ও ছয়ের মারে ৬৩ রান করে। সঙ্গে ৬৫ বলে ৪৮ রানে কার্টি।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা বেশ ভালোই ছিল। ঈশান কিষান ও শুবমান গিলের উদ্বোধনী জুটি ১০০ বলের মধ্যে তুলে ফেলে ৯০ রান। ১৭তম ওভারের পঞ্চম বলে গিল গুড়াকেশ মোতিকে লং-অফ দিয়ে তুলে মারতে গেলে ক্যাচ দেন আলজারি জোসেফের হাতে। ৪৯ বলে ৩৪ রান করা গিলের আউটের মধ্য দিয়ে শুরু হয় ভারতের ব্যাটিং বিপর্যয়। পরের ওভারে রোমারিও শেফার্ডের পেসে ক্যাচ দেন কিষানও। আগের ইনিংসে ফিফটি পাওয়া কিশান এবার খেলে যান ৫৫ বলে ৫৫ রানের ইনিংস। তার এই ফিফটিতে ছিল ৬টি চার ও ১টি ছয়।
দুই ওপেনারের বিদায়ের পরের পাঁচ ওভারের মধ্যে অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া ও সঞ্জু স্যামসনের উইকেট হারিয়ে ফেলে ভারত। বিনা উইকেটে ৯০ থেকে ৪৫ বলের মধ্যে ৫ উইকেটে ১১৩ রানে পরিণত হয় ভারতের স্কোর। এই ধাক্কা আর সামাল দিতে পারেননি পরের ব্যাটসম্যানরা। ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজা ও সূর্যকুমার যাদব ৩৩ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধের ইঙ্গিত দিলেও এরপর আর খুব একটা এগোনো যায়নি। শেষ পর্যন্ত ৪০.৫ ওভারে ১৮১ রানেই থেমে যায় ভারতের ইনিংস। দুই ওপেনারের পর দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রান সূর্যকুমারের ২৪।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩টি করে উইকেট নেন মোতি ও শেফার্ড। বোলারদের এই সাফল্যের পথ ধরে শেষে প্রায় চার বছর জয় এনে দেন ব্যাটসম্যানরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ২৯
গাজীপুরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ, দগ্ধ ৪
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৮ জন নিহত, হাসপাতাল পরিচালক নিখোঁজ
ঝিনাইদহে কাজীর সীল সাক্ষর জালিয়াতি করে বিয়ে!
বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ শাজাহানের নবজাতকের দায়িত্ব নিল জেলা প্রশাসক আজাদ জাহান
কে হবেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার?
বোলারদের নৈপুণ্যে অল্প টার্গেটেও স্বপ্ন দেখছে পাকিস্তান
৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: আমিনুল হক
পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন শামীম সভাপতি ও তানভীর সম্পাদক
বিরক্তিকর সময়কে গুডবাই বলুন! এন্টি ডোট হিসেবে সেরা অ্যাপ (পর্ব-১)
দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান : মীর হেলাল
টোল প্লাজায় দুর্ঘটনা: বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন
পাবনার আমিনপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, শঙ্কিত পরিবার
দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০
বিএনপির দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হলে কাউকে ছাড় নয়: শাহ সুলতান খোকন
সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাসের জন্য বিশেষ সেল গঠন
যুদ্ধের দামামা, তালেবানের পাল্টা হামলায় ১৯ পাকিস্তানি সেনা নিহত
ফিরে দেখা ২০২৪: ফুটবলে ঘটনাবহুল বছর
বড় চমক অ্যাপলের, জ্বর ও হার্ট অ্যাটাকের আগেই সতর্ক করবে ইয়ারবাডস
রাস্তাটি সংস্কার করুন