সেই বেলিংহ্যামে সওয়ার রিয়াল
২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:২১ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬ এএম
পাঁচ বছর আগেও খেলেছে জার্মান ফুটবলে দ্বিতীয় বিভাগে। এরপর ইউনিয়ন বার্লিনের উঠে আসাটা বিষ্ময়কর। বুন্দেসলিগা টু থেকে বুন্দেসলিগায়, এরপর ইউরোপে কনফারেন্স লিগের পর ইউরোপা লিগ হয়ে চ্যাম্পিয়ন্স লিগে! আরও অবাক করা বিষয়, এসবই হয়েছে টানা মৌসুমে! ইউনিয়ন সমর্থকদের জন্য গতপরশু রাতের ম্যাচটি নিঃসন্দেহে ঐতিহাসিক। চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ম্যাচ! সেটাও আবার ইউরোপের এই অভিজাত টুর্নামেন্টে সেরা দল রিয়াল মাদ্রিদের বিপক্ষে, তাঁদেরই ঘরের মাঠে। সান্তিয়াগো বার্নাব্যুর গগনবিদারী আওয়াজ-ই তো এক অন্যরকম অভিজ্ঞতা! সেজন্য বার্লিন থেকে এসেছিল ঝাঁকে ঝাঁকে। মাদ্রিদের চত্ত্বর পুয়ের্তো দে সোলেই জড়ো হয়েছিল প্রায় ৫ হাজার ইউনিয়ন সমর্থক। বার্নাবুর গ্যালারিতে আরও প্রায় ৪ হাজার। তাদের সামনে কিছুতেই মিলছিল না ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরে নবাগত বার্লিনের প্রাচীরে ফাটল ধরানোর উপায়। পয়েন্ট হারানোর শঙ্কার পারদ উঁচুতে উঠতে উঠতে আকাশ ছুঁতে বসেছিল। শেষ বাঁশি বাজতে অপেক্ষা ছিল আর মিনিটখানেকের কিছু বেশির। কিন্তু রিয়াল তো আগেই হাল ছাড়ে না! দ্বিতীয়ার্ধের যোগ করা পাঁচ মিনিটের চতুর্থ মিনিটের এলো কাক্সিক্ষত গোল। সঠিক সময়ে সঠিক জায়গায় থেকে স্প্যানিশ পরাশক্তিদের জয়ের আনন্দের জোয়ারে ভাসালেন জুড বেলিংহ্যাম। তাতে ‘সি’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। লা লিগার পর রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকেও গোল করলেন বেলিংহ্যাম।
এদিকে, প্রথম আধা ঘণ্টায় হ্যারি কেইন, লেরয় সানে আর সার্জ জিনাব্রিদের মতো বারবার আক্রমণে উঠতে পারছিলেন না মার্কাস রাশফোর্ড-রাসমুস হয়লুন্দ-ব্রুনো ফার্নান্দেজরা। তবে নিজেদের রক্ষণের দৃঢ়তা আর বায়ার্নের ফিনিশিংয়ের দুর্বলতা মিলিয়ে ঠিকই গোল পোস্ট অক্ষত ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। কিন্তু আন্দ্রে ওনানার গ্লাভস জোড়া একবার ‘ফুটো জাল’ হয়ে উঠতেই হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু করল পুরো বাঁধ। প্রথম ২৭ মিনিটে গোল হজম না করা ইউনাইটেড পরের ২৭ মিনিটেই হজম করে তিন গোল। পরে আরও একটি। এর আগে-পরে মিলিয়ে তিন গোল করলেও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ইউনাইটেডকে। ১ গোল ব্যবধানের যে হারে ওনানার শিশুতোষ ভুলে হজম করা প্রথম গোলটিই হতে পারে টেন হাগের দলের আক্ষেপের কারণ। এটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর ওনানার ৬ ম্যাচে ১২তম গোল হজম; যা গত মৌসুমে ইন্টার মিলানের হয়ে লিগে ২৪ ম্যাচে হজম করা গোলের অর্ধেক।
এটি সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের টানা তৃতীয় হার। ইংলিশ ক্লাবটি ম্যাচে তিন বা তার বেশি গোলও হজম করল টানা তিন ম্যাচে, যা ইউনাইটেড ইতিহাসে ১৯৭৮ সালের পর এই প্রথম। তবে ওনানার দুর্গতি শেষ হয়নি ওখানেই। ৫৩ মিনিটে কেইন আর ৯২ মিনিটে ম্যাথিস তেল বায়ার্নের পক্ষে আরও দুইবার বল জালে পাঠান। এরিকসেনের হ্যান্ডবলের সূত্রে পাওয়া পেনাল্টিতে বায়ার্নের হয়ে নিজের পঞ্চম গোলটি করেন কেইন। ইউনাইটেডের তিনটি গোলই এসেছে পিছিয়ে থাকাবস্থায়। প্রথমটি ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা ৪৯ মিনিটে হয়লুন্দের কাছ থেকে। ২০ বছর ডেনিশ ফরোয়ার্ড রাশফোর্ডের কাছ থেকে পাওয়া বলে বাঁ পায়ে শট নিলে কিম মিন-জায়ের পায়ে লেগে গতিপথ বদলে জালে জড়ায়। অন্য দুটি গোল কাসেমিরোর, একটি ৮৮ মিনিটে, আরেকটি যোগ করা সময়ের পঞ্চম মিনিটে।
সব কটি গোলই মূলত শোধের হওয়ায় ম্যাচে জয়ের সম্ভাবনা একবারও তৈরি করতে পারেনি ইউনাইটেড। তবে ওনানার ভুলে প্রথম গোলটি না হলে অন্তত একটি পয়েন্ট নিয়ে মিউনিখ থেকে ফেরা হয়তো ঠিকই যেত।
এদিকে, দুই দলের জন্যই ম্যাচটা ছিল চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তনের। আর্সেনালের ফেরা ৬ মৌসুম পর, পিএসভি আইন্দোভেনের ৪ মৌসুম। প্রত্যাশিতভাবেই প্রত্যাবর্তন রঙিন করে তুলেছে প্রিমিয়ার লিগের দল আর্সেনাল। এমিরেটসে ডাচ প্রতিপক্ষকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মিকেল আরতেতার দল। গোল করেছেন বুকায়ো সাকা, লিয়ান্দ্রো ট্রোসার্ড, গ্যাব্রিয়েল জেসুস ও মার্টিন ওডেগার্ড। একই গ্রুপের অপর ম্যাচে সেভিয়া-লাঁস ১-১ ড্র করায় প্রথম ম্যাচের পরই ‘বি’ গ্রুপের শীর্ষে গানাররা।
এমিরেটসে আর্সেনাল ম্যচের নিয়ন্ত্রণ নেয় প্রথমার্ধেই। চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম ম্যাচের অষ্টম মিনিটেই দলকে গোল এনে দেন সাকা। এর ১২ মিনিট পর সাকার অ্যাসিস্টে আর্সেনালকে দ্বিতীয় গোল এনে দেন ট্রোসার্ড। আর ৩৮ মিনিটে ট্রোসার্ডের অ্যাসিস্টে তৃতীয় গোল এনে দেন জেসুস। প্রথমার্ধে তিন গোলের পর দ্বিতীয়ার্ধে একটি গোলই করে গানাররা। ৭০ মিনিটে যেটি আসে অধিনায়ক ওডেগার্ডের পা থেকে।
‘সি’ গ্রুপের অপর খেলায় ব্রাগাকে ২-১ ব্যবধানে হারিয়েছে নাপোলি। তবে গতবারের রানার্সআপ ইন্টার মিলান প্রথম ম্যাচে ধাক্কা খেয়েছে।‘ডি’ গ্রুপের খেলায় রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ১-১ ড্র করেছে ইতালিয়ান ক্লাবটি।
এক নজরে ফল
রিয়াল ১-০ ইউ. বার্লিন
বায়ার্ন ৪-৩ ম্যানইউ
আর্সেনাল ৪-০ আইন্দাভেন
নাপোলি ২-১ ব্রাগা
ইন্টার ১-১ সোসিয়েদাদ
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান
শার্শা থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা
মুখ্য সংগঠক হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলা!
সোনারগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাষ্ট্র সংস্কারে ১৫ দফা প্রস্তাবনা: পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার দাবি
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০
দেশের সংগ্রামের ইতিহাস-সংস্কৃতি বিশ্বে তুলে ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের
ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ
গণহত্যাকারীদের বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হচ্ছে: সারজিস
দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল
গাঁজা সেবনের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীকে শাস্তি
উইন্ডিজ সিরিজে পাকিস্তান দলে ৭ পরিবর্তন, নেই আফ্রিদি
সুইজারল্যান্ডে গ্লোবাল এসএমই সামিট অনুষ্ঠিত হবে আগামী ২৩-২৫ এপ্রিল
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : সিলেটে কাইয়ুম চৌধুরী
ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ : সিটি ব্যাংকের ব্যাখ্যা
মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত
গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু