হ্যাটট্রিকের স্বপ্নে বিভোর দক্ষিণ আফ্রিকা
১৭ অক্টোবর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৩, ১২:০৬ এএম
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে হ্যাটট্রিক জয়ের লক্ষ্য নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে আজ মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। পারফরম্যান্সের ধারাবাহিকতায় থেকে ডাচদেরকেও ধারাশায়ী করার আশা প্রোটিয়াদের। অন্যদিকে বিশ্বকাপের চলমান আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে জয়হীন নেদারল্যান্ডস। তবে দারুণ ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ নিতে চায় তারা। ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
এবার বিশ্বকাপে শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচে বড় জয় তুলে নেয় প্রোটিয়ারা। প্রথম ম্যাচে তারা শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ডের ছড়াছড়িতে ১০২ রানের জয় পেয়েছিল। আগে ব্যাট করে তিন ব্যাটারের দারুণ সেঞ্চুরিতে বিশ্বকাপে রেকর্ড ৫ উইকেটে ৪২৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য তাড়ায় নেমে লঙ্কানরা ৩২৬ রানে গুটিয়ে গেলে বড় জয়ে বিশ^কাপ শুরু করে তারা। দ্বিতীয় ম্যাচে পাঁচবারের বিশ^ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ¯্রফে উড়িয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। ১৩৪ রানে রেকর্ড জয় পায় দলটি। দক্ষিণ আফ্রিকার করা ৩১১ রানের জবাবে ১৭৭ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। টানা দুই জয়ে আত্মবিশ^াসী দক্ষিণ আফ্রিকার চোখ আরও উপড়ে। ম্যাচ বাই ম্যাচ ভালো করে ফাইনাল পর্যন্ত যেতে চায় তারা। তাই তো নেদারল্যান্ডস ম্যাচের আগে ‘চোকার’ খ্যাত দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা গতকাল বলেন, ‘প্রথম দুই ম্যাচেই ১শর বেশি রানের ব্যবধানে জয়, বিষয়টি অবশ্যই অনেক বড় ব্যাপার। এরমধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়কে আমি এগিয়ে রাখবো। এই জয়ে দলের সতীর্থদের মধ্যে বাড়তি উত্তেজনা দেখা গেছে। পুরো দলের আত্মবিশ^াস এখন তুঙ্গে আছে।’ তিনি যোগ করেন, ‘জয়ের ধারা অব্যাহত রাখাই এখন মূল লক্ষ্য আমাদের। নেদারল্যান্ডসের বিপক্ষে আমাদের রেকর্ড ভালো। কিন্তু আমাদের অতীত নিয়ে চিন্তা করলে হবে না। আমাদের সতর্ক থাকতে হবে এবং নিজেদের পারফরম্যান্সের দিকে নজর রাখতে হবে।’
নেদারল্যান্ডসকে হারাতে পারলেই বিশ^কাপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ শেষে ৬ করে পয়েন্ট আছে ভারত ও নিউজিল্যান্ডের। রান রেটে এগিয়ে থাকায় তালিকায় সবার আগে ভারতের নাম। ডাচদের হারালে ৬ পয়েন্ট হবে দক্ষিণ আফ্রিকারও। তখন রান রেটে এগিয়ে থেকে ভারতকে টপকে শীর্ষে উঠবে প্রোটিয়ারা।
এদিকে, অঘটন ঘটিয়ে এবারের বিশ^কাপ শুরু লক্ষ্য ছিল নেদারল্যান্ডসের। কিন্তু তারা তা পারেনি। পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৮১ রানের হার মেনে নেয় ডাচরা। আগে ব্যাট করে পাকিস্তান ২৮৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিলে ২০৫ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। পরের ম্যাচে বর্তমান রানার্সআপ নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করতে পারেনি ডাচরা। কোনমতে ১শর নীচে হারের ব্যবধান নামিয়ে আনতে পারে তারা। নিউজিল্যান্ডের ৩২২ রানের জবাবে ২২৩ রান পর্যন্ত যেতে পারেন নেদারল্যান্ডসের ব্যাটাররা। ফলে ৯৯ রানে ম্যাচ হারে তারা। টানা দুই ম্যাচে হারলেও আত্মবিশ^াসে চিড় ধরেনি নেদারল্যান্ডসের। জয়ের জন্য মরিয়া হয়ে আছে দলটি। কাল এমনটাই জানান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তিনি বলেন, ‘প্রথম দুই ম্যাচে ছোট ছোট ভুলের কারণে আমরা হেরেছি। দল হিসেবে আমরা খুব বেশি খারাপ করিনি। এজন্য আমাদের আত্মবিশ^াসে ছেদ পড়েনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদি আমরা।’
পরিসংখ্যানে নজর দিলে নেদারল্যান্ডসের বিপক্ষে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকাই। ওয়ানডেতে নেদারল্যান্ডসের কাছে কখনও হারেনি প্রোটিয়ারা। এখন পর্যন্ত সাতবার মুখোমুখি হয়েছে দু’দল। এরমধ্যে ৬ ম্যাচে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। বিশ^কাপ মঞ্চে নেদারল্যান্ডসের সঙ্গে তিনবার দেখা হয়েছে প্রোটিয়াদের। ১৯৯৬, ২০০৭ ও ২০১১ সালের বিশ^কাপের ম্যাচগুলোতে শতভাগ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকাই।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দলে শর্ট ও হার্ডি, কামিন্সকে নিয়ে শঙ্কা
কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস চলাচল শুরু
ঝিনাইদহে ২৬ টি দোকান দুঃসাহসিক চুরি টাকা ও মালামাল নিয়ে চম্পট
আর্থিক প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে প্যানেল
বগুড়ায় মটরসাইকেল - ভটভটি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত
‘জমজমের’ নামে ট্যাপের পানি বিক্রি করছিলেন এক প্রতারক , আয় ৩০ কোটি !
মাদকব্যবসা নিয়ে দু-পক্ষের সংঘর্ষ-বোমা হামলা-ভাঙচুর, আহত ২০
জুলাই-আগস্ট গণহত্যা : হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে
কুষ্টিয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে স্কুল ছাত্র খুন
ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের মুক্তির জন্য উ.কোরিয়ার সৈন্য বিনিময়ে প্রস্তুত জেলেনস্কি
তারুণ্যের উৎসব উপলক্ষে ঈশ্বরগঞ্জে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
কিয়ার স্টারমার ‘ভালো বন্ধু’ টিউলিপকে কি বরখাস্ত করতে পারবেন ?
রেহানার কাছ থেকে রেহাই মিলত না কোনো ব্যাংকের
টিউলিপ সিদ্দিকের বিতর্কিত সেই ফ্ল্যাট কীভাবে কেনা হয়েছিল?যে তথ্য জানা গেল
লস অ্যাঞ্জেলসের দাবানলে হলিউড তারকার মৃত্যু
কুবিতে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি শেষে পুলিশে দিল শিক্ষার্থীরা
সাতক্ষীরা সীমান্তে চাষে বাধা দিয়েছে বিএসএফ
"তালেবান নারীদের মানুষ মনে করে না" : মালালা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট