মুখোমুখি বাংলাদেশ-ভারত

২০০৭’র পুনরাবৃত্তি ঘটবে কি?

Daily Inqilab জাহেদ খোকন

১৯ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে দারুণ এক অর্জন আছে বাংলাদেশ দলের। ২০০৭ সালের বিশ্বকাপে ভারতকে ৫ উইকেটে বিধ্বস্ত করে দুর্দান্ত এক জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ। এটাই ছিল বিশ্বকাপে ভারতীয়দের বিপক্ষে প্রথম জয় টাইগারদের। কিন্তু এরপর বিশ্বকাপের মঞ্চে ভারতকে আর হারাতে পারেনি বাংলাদেশ। ২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের টানা তিন আসরেই ভারতের কাছে হেরেছে টিম টাইগার। তবে এবার ভারতকে হারানোর স্বপ্নে বিভোর তারা। বিশ^কাপে দ্বিতীয়বারের মত রোহিত শর্মাদের হারিয়ে এবারের আসরে জয়ের ধারায় ফিরতে চায় টাইগাররা। টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশ-ভারত মুখোমুখি হচ্ছে আজ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

এবারের বিশ্বকাপে ভারতকে হারিয়ে বাংলাদেশ ২০০৭ আসরের পুনরাবৃত্তি ঘটাতে চাইলেও তা ঘটবে কি? এমন প্রশ্ন এখন দেশের ক্রিকেটপ্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে। কারণ আগের তিন ম্যাচের সবগুলোতে জয় পেয়ে ভারত এখন উড়ছে। অন্যদিকে প্রথম ম্যাচ জিতলেও পরের দুই ম্যাচে বড় ব্যবধানে হেরে টিম বাংলাদেশ যেন ধুঁকছে! আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে এবার বিশ্বকাপ মিশন শুরু করেন সাকিব আল হাসানরা। কিন্তু এরপরের দুই ম্যাচে ইংল্যান্ডের কাছে ১৩৭ রানে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হেরে ব্যাকফুটে চলে গেছে টাইগাররা। রোহিত শর্মারা টানা তিন ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়েছেন। অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারানোর পর আফগানিস্তানকে ৮ উইকেটে উড়িয়ে দেয় ভারত। আর সর্বশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান মজবুত করে টিম ইন্ডিয়া।

কাগজে-কলমে এবং সাম্প্রতিক পারফরম্যান্সের বিবেচনায় বাংলাদেশের বিপক্ষে ফেভারিট ভারতই। তবে নিকট অতীতে উপমহাদেশীয় প্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলার কারণে আত্মবিশ্বাসী থাকবে বাংলাদেশ। দু’দলের মধ্যকার সর্বশেষ চার ম্যাচের মধ্যে তিনটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। যার মধ্যে আছে বিশ্বকাপের আগ মুর্হূতে শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপের একটি ম্যাচও। ২০১৯ বিশ্বকাপের পর মাত্র চারবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে অসাধারণ জয়ের পর থেকে বিশ্বের যে কোন প্রান্তে যে কোন ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামলেই উজ্জীবিত হয়ে উঠে বাংলাদেশ। এমন নয় সব ম্যাচেই জয় পেয়েছে তারা। কিন্তু প্রতিটি ম্যাচেই ভারতকে চাপে রাখতে সক্ষম হয়েছে টিম টাইগার।

বিশ্বকাপে এর আগে চারবারের দেখায় ভারত তিনটিতে জিতলেও বাংলাদেশিদের বিশ্বাস ২০১৫ আসরের ম্যাচটিও জিততো টাইগাররা। ওই আসরে পেসার রুবেল হোসেনের ডেলিভারিতে রোহিত শর্মার কট আউটকে আম্পায়ার যদি ‘নো বল’ না দিতেন তাহলে ভারতের বিপক্ষে ম্যাচের ফলাফল বাংলাদেশের পক্ষেই আসতো। সেই ‘নো বল’ ইস্যুটি বাংলাদেশি ভক্তদের হৃদয়ে এখনও দাগ কেটে আছে। যা নিয়ে দুই দেশের ভক্তদের মাঝে বেশ কয়েকবারই বাকবিতান্ডা হয়েছে। ২০১৯ সালের বিশ্বকাপেও ভারতকে চেপে ধরেছিল বাংলাদেশ। অবশ্য ম্যাচটি শেষ পর্যন্ত ২৮ রানে হেরে যান মাশরাফি বিন মুর্তজারা।

সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলার পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের কারণে এবার টিম ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ নিজেদের সেরাটা দিতে কার্পন্য করবেনা বলেই সবার বিশ্বাস। কেননা জয় দিয়ে ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছে টাইগাররা। এখন পর্যন্ত ৪০ওয়ানেেড মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টি এবং হার ৩১টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে পেশীর ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তার এই ইনজুরিতে কিছুটা হলেও চিন্তিত বাংলাদেশ শিবির। তবে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সাকিব অনুশীলনে ফেরায় আত্মবিশ^াসী থাকবে পুরো দল। ভারত ম্যাচের দু’দিন আগে নেটে ৪৫ মিনিট ব্যাট করে ম্যাচের দিন পুরোপুরি ফিট হয়ে ওঠারই ইঙ্গিত দিয়েছেন সাকিব। এশিয়া কাপে ভারতের বিপক্ষে জয়ের ম্যাচে ব্যাট ও বল হাতে দারুণ পারফরম্যান্স করে ম্যাচসেরা হয়েছিলেন সাকিব। অন্যান্য প্রতিপক্ষের মতো বাংলাদেশকে হারানোটা সহজ হবে না ভারতের। তাই তো ম্যাচের আগে গতকাল ভারতীয় বোলিং কোচ পরশ মামব্রে সংবাদ সম্মেলনে বলেন, ‘বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। তবে সব সময়ই প্রতিটা ম্যাচ ও প্রতিপক্ষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’ পরশের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশের বিপক্ষে ভারত কি একটু বাড়তি সতর্ক থাকবে? উত্তরে তিনি বলেন, ‘সত্যি বলতে আপনি যখন বিশ্বকাপ খেলবেন, প্রতিটা দলই চ্যালেঞ্জ জানাবে। আমাদের দিক থেকে কোনো দলকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। বিশ্বকাপে যেকোনো কিছু হতেই পারে। তাই আমাদের কাছে প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ। সব ম্যাচেই সতর্ক থাকি আমরা।’

বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেলেও, সবচেয়ে বেশি হতাশ করেছে দলের পেসারদের পারফরম্যান্স। গত দুই বছরের পারফরম্যান্সে বাংলাদেশের পেসাদের নিয়ে অনেক বেশি প্রত্যাশা ছিল। কিন্তু এখন অবধি প্রত্যাশা পূরণ করতে পারেননি তারা। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামরা ভারতের বিপক্ষে ছন্দ খুঁেজ পাবার আশায় আছেন। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জানায়, আজ ভারতের বিপক্ষে ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার আশায় আছে সাকিব বাহিনী। যদিও বিশ্বকাপে এখন পর্যন্ত ভালো কিছু করে দেখাতে পারেনি বাংলাদেশের ওপেনিং জুটি। তরুণ তানজিদ হাসান তামিম কিংবা অভিজ্ঞ লিটন দাস, কারো ব্যাট থেকেই আসেনি কার্যকরী ইনিংস। ইংল্যান্ডের বিপক্ষে লিটন দারুণ ইনিংস উপহার দিলেও অপরপ্রান্তে তানজিদ হাসান তামিমের ব্যর্থতার কারণে চাপা পড়ে যায় সেটা। এমন অবস্থায় অনেকেই মিস করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবালকে।

বিশ্বকাপের আগে তামিম ইকবাল পরিপূর্ণ সুস্থ ছিলেন না। যে কারণে তাকে দলে রাখা হয়নি। এই নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হন অধিনায়ক সাকিব আল হাসান এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে কাল কোচ হাথুরুসিংহের সংবাদ সম্মেলনে উঠে এলো তামিম প্রসঙ্গ। তামিমকে মিস করছেন কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নে হাথুরুর উত্তর,‘তামিম এখানে নেই, তাই তাকে মিস করছি কি না বলা কঠিন। দুর্ভাগ্যবশত, যখন আমরা দল নির্বাচন করি তখন সে খেলার জন্য প্রস্তুত ছিল না। অবশ্যই তার রেকর্ড ভালো কিন্তু এখন যারা আছে, আমরা তাদের ওপরই আস্থা রাখছি।’

তবে বিশ্বকাপে দলের ব্যাটিং ব্যর্থতা প্রসঙ্গে হাথুরুসিংহের কথা,‘আমার মনে হয় না আমরা সেটল নই। আমরা শুধু পারফর্ম করতে পারছি না। অবশ্যই খেলোয়াড়েরা নিজেরাও আরও ভালো করতে চাইছে। আমি আগে যেমনটা বলেছি, আমরা ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করতে পারছি না।’

ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনেক সাবেক ক্রিকেটারই বিভিন্ন নেতিবাচক মন্তব্য ছুঁড়ে দিয়েছেন বাংলাদেশের উদ্দেশে। সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ এবং সঞ্জয় মাঞ্জেরেকারের মতে, ভারতকে কোনভাবেই হারাতে পারবে না বাংলাদেশ। তবে কোচ হাথুরুসিংহে মনে করেন, ‘টাইগাররা সেরা ক্রিকেট খেললে বিশ্বের যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে।’

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে একাদশে পরিবর্তন আনার আভাস দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ। তবে উইকেট দেখার পরেই সিদ্ধান্ত নেবেন বলে জানান হাথুরু। তার কথায়,‘উইকেট আর প্রতিপক্ষের কথা মাথায় রেখে ভারতের বিপক্ষে একাদশে পরিবর্তন আসতে পারে।’


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

নাটকীয় জয়ে রংপুরের সাতে সাত

নাটকীয় জয়ে রংপুরের সাতে সাত

ভক্তদের হঠাৎ কি বার্তা দিলেন ঢালিউড কুইন শাবনূর?

ভক্তদের হঠাৎ কি বার্তা দিলেন ঢালিউড কুইন শাবনূর?

পেকুয়ায় ইউপি চেয়ারম্যান কারামুক্ত

পেকুয়ায় ইউপি চেয়ারম্যান কারামুক্ত

ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্যই ৩১ দফা কার্যকর প্রয়োজন: আমিনুল হক

ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্যই ৩১ দফা কার্যকর প্রয়োজন: আমিনুল হক

বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা জানাল ভারত

বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা জানাল ভারত

হাসিনার এপিএস লিকুর ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, দুদকের ৪ মামলা

হাসিনার এপিএস লিকুর ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, দুদকের ৪ মামলা

মারের কোচিংয়ে জোকোভিচের প্রথম জয়

মারের কোচিংয়ে জোকোভিচের প্রথম জয়

উত্তরখানে ভূয়া পুলিশ গ্রেফতার

উত্তরখানে ভূয়া পুলিশ গ্রেফতার

মাত্র ৯৫ দিনে মুহিব্বুল মুরসালিন খানের পবিত্র কুরআন হিফয সম্পন্ন

মাত্র ৯৫ দিনে মুহিব্বুল মুরসালিন খানের পবিত্র কুরআন হিফয সম্পন্ন

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

হাজীগঞ্জে ননদ ভাবির ঝগড়া থামাতে গিয়ে বাবার মৃত্যু

হাজীগঞ্জে ননদ ভাবির ঝগড়া থামাতে গিয়ে বাবার মৃত্যু

মাসরুর আরেফিন পুনরায় সিটি ব্যাংকের এমডি

মাসরুর আরেফিন পুনরায় সিটি ব্যাংকের এমডি

নতুন বছরে টেকনোর অসাধারণ অফার

নতুন বছরে টেকনোর অসাধারণ অফার

‘১৫ জানুয়ারি ফুলতলী ছাহেব কিবলাহ'র ঈসালে সাওয়াব মাহফিল সফল করুন’

‘১৫ জানুয়ারি ফুলতলী ছাহেব কিবলাহ'র ঈসালে সাওয়াব মাহফিল সফল করুন’

মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ

মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ

বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড

বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড

স্ত্রীর দেনমোহরের টাকা পরিশোধ করার আগে স্ত্রী মারা যাওয়া প্রসঙ্গে।

স্ত্রীর দেনমোহরের টাকা পরিশোধ করার আগে স্ত্রী মারা যাওয়া প্রসঙ্গে।

দাম কমল বিকনলিংক ফিচারযুক্ত অপো ফোনের

দাম কমল বিকনলিংক ফিচারযুক্ত অপো ফোনের

ধর্মীয় স্বাধীনতা নাগরিক অধিকার ও চাঁদাবাজিমুক্ত দেশ গড়ার লক্ষে নতুন বার্তা দেবে ইসলামী যুব আন্দোলন

ধর্মীয় স্বাধীনতা নাগরিক অধিকার ও চাঁদাবাজিমুক্ত দেশ গড়ার লক্ষে নতুন বার্তা দেবে ইসলামী যুব আন্দোলন

বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭২৩ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ

বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭২৩ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ