নেদারল্যান্ডসের কাছেও লজ্জার হার!
২৯ অক্টোবর ২০২৩, ১২:১২ এএম | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩, ১২:১২ এএম
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে ‘বাঁচা-মরার’ লড়াইয়ে নেদারল্যান্ডসের কাছেও লজ্জার হার মানতে হলো বাংলাদেশকে। গতকাল কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশকে ৮৭ রানে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয় জয়ের দেখা পেল নেদারল্যান্ডস। এই হারে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় ঘন্টা প্রায় বাজলো বাংলাদেশের। বিশ্বকাপে এটা বাংলাদেশের টানা পঞ্চম হার। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর আর জয়ের দেখা পায়নি টাইগাররা। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২২৯ রানে অলআউট হয় ডাচরা। জবাবে ৪২.২ ওভারে মাত্র ১৪২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফলে বড় জয়ের দেখা পায় ডাচরা। ম্যাচে বাংলাদেশ দলের বোলাররা আলো ছড়ালেও পুরোপুরিই ব্যর্থ ছিলেন ব্যাটাররা। ফলে ব্যর্থতার ষোলকলা পূর্ণ হয় সাকিব আল হাসানদের। দুঃস্বপ্নের বিশ্বকাপে ডাচদের কাছে হেরে লজ্জা পেতে হলো পুরো জাতিকে। তাও আবার ভালো খেলে নয়, লজ্জাজনক পারফরম্যান্স উপহার দিয়েই হেরেছে বাংলাদেশ দল। অথচ বোলারদের দাপটে ম্যাচে চালকের আসনে ছিলেন তাসকিন-শরিফুলরা।
ম্যাচের ৪৫তম ওভারে ৫ উইকেটে ডাচদের সংগ্রহ ছিল ১৮৫ রান। অধিনায়ক স্কট অ্যাডওয়ার্সের হাফসেঞ্চুরিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল নেদারল্যান্ডস। তবে ৯ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। ৮ উইকেটে যখন ১৯৪, তখন মনে হচ্ছিল দুইশ’র আগেই অলআউট হতে পারে ডাচরা। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ডাচদের অল্পতে আটকে দেওয়ার সুযোগ কাজে লাগাতে পারেননি সাকিব আল হাসানরা। ৪৯ ওভার শেষে নেদারল্যান্ডসের রান ছিল ৯ উইকেটে ২১২। তবে শেষ ওভারে শেখ মেহেদি হাসান উদার হস্তে রান বিলিয়ে প্রতিপক্ষের সংগ্রহকে আরও বড় করেন। মেহেদি শেষ ওভারে ১৭ রান দিলে মোটামুটি লড়াকু পুঁজিই দাঁড় করায় ডাচরা। অন্যদিকে জবাব দিতে নেমে পুরোপুরিই ব্যর্থ হয় বাংলাদেশের টপ ও মিডল অর্ডার। লোয়ার অর্ডার ব্যাটাররা চেষ্টা করে গেলেও শেষ পর্যন্ত দলীয় সংগ্রহ দেড়শ’ হয়নি। মাহমুদউল্লাহ-শেখমেহেদিরা যদি লিটন-শান্ত-সাকিবদের মতো আসা-যাওয়ার মিছিলে সামিল হতেন তাহলে হয়তো একশ’র আগেই গুটিয়ে যেত বাংলাদেশের ইনিংস।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট অ্যাডওয়ার্স। ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ডাচরা। তাদের দুই ওপেনার বিক্রমজিত সিং ও ম্যাক ও’দাউদকে চেপে ধরেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। তাদের আগুন ঝরা বোলিংয়ের মুখে ৪ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় নেদারল্যান্ডস। ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে বিক্রমজিত সিংয়ের (৩) উইকেট তুলে নেন তাসকিন। তাসকিনের বলে মিড অফে বিক্রমজিতের ক্যাচ ধরেন অধিনায়ক সাকিব আল হাসান। পরের ওভারেই আঘাত হানেন শরিফুল। স্লিপে দাঁড়িয়ে ম্যাক ও’দাউদের (০) ক্যাচ ধরেন তানজিদ হাসান তামিম। ৪ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ডাচরা। এরপর ওয়েসলি বেরেসি এবং কলিন অ্যাকারম্যান গড়েন ৫৯ রানের জুটি। বেরেসিই ছিলেন বেশি ভয়ংকর। তবে ১৪তম ওভারের চতুর্থ বলে দলীয় ৬৩ রানে আউট হন বেরেসি। তাকে সাকিবের ক্যাচ বানিয়ে ফেরান মুস্তাফিজুর রহমান। ফেরার আগে বেরেসি ৪১ বলে ৮ চারের মারে করেন ৪১ রান। পরের ওভারে ধীরগতির অ্যাকারম্যানকে (৩৩ বলে ১৫) আউট করেন সাকিব। বাস ডি লিড সেট হয়ে গিয়েছিলেন। ২৫.২ ওভারে দলীয় রান ১০০ পার করে নেদারল্যান্ডস। ২৭ ওভারে বাস ডি লিডকে ফেরান তাসকিন। ৩২ বলে ২ চারের মারে ১৭ রান করা লিড উইকেটরক্ষক মুশফিকের তালুবন্দী হয়ে ফেরেন। আম্পায়ার অবশ্য শুরুতে আউট দেননি। ফলে রিভিউ নেয় বাংলাদেশ। রিপ্লেতে দেখা যায় বল ডি লিডের গ্লাভসে হালকা স্পর্শ করে গেছে মুশফিকের হাতে। লিড আউট হলে ১০৭ রানে পঞ্চম উইকেট হারায় নেদারল্যান্ডস। কিন্তু অ্যাডওয়ার্ডসকে ১৬তম ওভারে জোড়া জীবন দেওয়াই বিপদ ডেকে এনেছে। দেখেশুনে খেলে হাফসেঞ্চুরি তুলে নেন ডাচ অধিনায়ক। ষষ্ঠ উইকেটে সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখটে নিয়ে ১০৫ বলে ৭৮ রানের জুটি গড়েন তিনি। অবশেষে ৪৫তম ওভারে এই জুটি ভাঙেন মুস্তাফিজ। দুই জীবন পাওয়া অ্যাডওয়ার্ডস ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন মেহেদী হাসান মিরাজকে। আউট হওয়ার আগে ৮৯ বলে ৬ বাউন্ডারিতে ৬৮ রান করেন অ্যাডওয়ার্ডস। পরের ওভারে আরেক সেট ব্যাটার সাইব্র্যান্ডকে (৬১ বলে ৩৫) এলবিডব্লিউ করেন অফস্পিনার শেখ মেহেদি। তবে লগান ফন বিক শেষ ওভারে এসে মেহেদির ওপর চড়াও হন। তুলে নেন ১৭ রান। শেষ ওভারের প্রথম দুই বলে বাউন্ডারি আর চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে পঞ্চম বলে সিঙ্গেলস নিয়ে ফন বিক স্ট্রাইক দেন পল ফন ম্যাকেরেনকে। ম্যাকেরেন মেহেদির বলে এলবিডব্লিউ হলে গুটিয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস।
বাংলাদেশের শরিফুল, তাসকিন, মুস্তাফিজ ও শেখ মেহেদি যথাক্রমে ৫১, ৪৩, ৩৬ ও ৪০ রানে পান ২টি করে উইকেট।
বাংলাদেশ দলের ওপেনিংয়ের দুর্দশা যেন শেষ হওয়ার নয়। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল নেদারল্যান্ডস, বাংলাদেশের লক্ষ্যও খুব বড় নয়, ২৩০ রানের। কিন্তু ওপেনিং জুটি কোনো এক অদৃশ্য চাপে ১৯ রানেই ভেঙে পড়লো। সেই শুরু।
মামুলি লক্ষ্য তাড়ায় নেমে ১২ বলে ৩ রান করে ড্রেসিংরুমে ফেরেন লিটন দাস। ডাচ স্পিনার আরিয়ান দত্তের বলে রিভার্স সুইপ করতে গিয়ে বল লিটনের গ্লাভসে লেগে উঠে যায় ওপরে, উইকেটরক্ষক নেন সহজ ক্যাচ। পরের ওভারে তানজিদ হাসান তামিমও উইকেট বিলিয়ে দিয়ে দেন। পেসার ফন বিকের বলে পুল করতে চেয়েছিলেন। বল ব্যাটে আলতো ছোঁয়া লেগে চলে যায় উইকেটরক্ষকের হাতে। ১৬ বলে ৩ বাউন্ডারিতে ১৫ রান করেন তামিম। বড় মঞ্চে নিজেকে মেলে ধরতে পুরোটাই ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। গত এক বছর ব্যাটিংয়ে ধারাবাহিকতা দেখালেও বিশ্বকাপে একের পর এক ম্যাচে ব্যর্থতা দেখাচ্ছেন।
নেদারল্যান্ডসের বিপক্ষে শান্ত আউট হন ১৮ বলে ৯ রান করে। পল ফন ম্যাকেরনের বলে দ্বিতীয় স্লিেেপ ক্যাচ দেন তিনি। এ নিয়ে বিশ্বকাপে টানা পঞ্চম ম্যাচে দশের নিচে আউট হলেন শান্ত।
অধিনায়ক সাকিব ডাচ ম্যাচের আগে মাঝে দু’দিন দেশে এসে ছেলেবেলার মেন্টরের কাছে ব্যাটিং অনুশীলন করে যান। কিন্তু নিজেকে প্রমাণ করতে পারলেন না মাঠে। আরও একবার ব্যাট হাতে চরম ব্যর্থ হলেন বাংলাদেশ অধিনায়ক। ১৪ বলে ৫ রান করে ফন ম্যাকেরনের বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব। মেহেদী হাসান মিরাজ সেট হয়ে গিয়েছিলেন। কিন্তু ৪০ বলে ৩৫ করা এই অলরাউন্ডারকে তুলে নেন বাস ডি লিড। ভরসা ছিল মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের ওপর। কিন্তু মুশফিক এবার হতাশ করলেন। ৫ বলে মাত্র ১ করে বোল্ড হলেন ম্যাকেরনের বলে। ফলে ১৭.৪ ওভারে মাত্র ৭০ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদ আর শেখ মেহেদি হাসান ৩৮ রানের জুটি গড়ে কিছুটা আশা জাগিয়েছিলেন। শেখ মেহেদি রানআউট হন ৩৮ বলে ১৭ করে। শেষ ভরসা ছিলেন কেবল মাহমুদউল্লাহ। তিনিও আউট হয়ে যান তিন ওভার পরই। ৪১ বলে ২ বাউন্ডারিতে তার ব্যাট থেকে আসে ২০ রান। মাহমুদউল্লাহ আউট হওয়ার পরেই বাংলাদেশের হার নিশ্চিত হয়ে যায়। শেষদিকে মুস্তাফিজুর রহমান ৩৫ বলে ২ চার আর ১ ছক্কায় ২০ এবং তাসকিন আহমেদ ৩৫ বলে করেন ১১ রান। ৪২.২ ওভারে ১৪২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
ডাচ বোলারদের মধ্যে পল ফন ম্যাকেরন ২৩ রানে ৪টি ও বাস ডি লিড ২৫ রানে ২টি উইকেট শিকার করেন। ম্যাচসেরা হন নেদারল্যান্ডসের পল ফন ম্যাকেরেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শেরপুরে ফুটপাত কাম ড্রেন, ইউনিক সোল্ডার ও সড়কবাতি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
মানববন্ধন থেকে অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবি খেলাফত আন্দোলনের
মাদারীপুরে আইনজীবীদের শীতকালীন ক্রিকেট খেলা
কমলনগরে হার্ভেস্টার মেশিনের ধাক্কায় শিশু নিহত
পদ ফিরে পেলেন মির্জাপুর উপজেলা কৃষক দল আহ্বায়ক জাহাঙ্গীর মৃধা
রেস্তোরাঁর নামেও এস আলম ঋণ নেয় ২৩৪ কোটি টাকা
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত
টিউলিপের পদত্যাগ: এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী
দৌলতপুরে ইউসুফ হত্যা মামলায় গ্রেফতার ২
চবি প্রশাসনের শুভবুদ্ধি কামনায় 'হেদায়েত' সভা
যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনে আমাদের সম্পর্ক হোঁচট খাবে না: পররাষ্ট্র উপদেষ্টা
বাগমারায় বাঁইগাছা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা
ভুয়া ‘ব্র্যাড পিট’-এর প্রেমে পড়ে ৯ কোটি টাকা খোয়ালেন ফরাসি মহিলা
কসবায় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটিতে কিশোর খুন
সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বর্তমান প্রেমিক খুন
ইবি শিক্ষার্থীকে মারধর, গড়াই ও রূপসা পরিবহনের পাঁচ বাস আটক
বেনাপোলে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা
পুতুলকে ডব্লিউএইচও থেকে অপসারণে অনলাইনে স্বাক্ষর গ্রহণ চলছে, ব্যাপক সাড়া
বরেন্দ্র অঞ্চলে কৃষি, সেচ ও সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোনারগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার