খেলছেন মাহমুদউল্লাহ হারছে বাংলাদেশ
০১ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে টানা ষষ্ঠ হারের লজ্জা পেল বাংলাদেশ। নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। যথারীতি বড় হার মেনে নিতে হলো তাদের। গতকাল কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তান ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশকে। আগে ব্যাট করে মাহমুদউল্লাহ রিয়াদের হাফসেঞ্চুরিতে ৪৫.১ ওভারে ২০৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ওপেনার আব্দুল্লাহ শফিক ও ফখর জামানের হাফসেঞ্চুরিতে ৩২.৩ ওভারে ৩ উইকেটে ২০৫ রান করে বড় জয় তুলে নেয় পাকিস্তান।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর আর জয়ের দেখা পায়নি বাংলাদেশ। যদিও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিততেই কাল মাঠে নেমেছিল তারা। তবে ব্যাটে-বলে আরেকবার ব্যর্থ হলো দলটি। আগের ম্যাচগুলোর মতোই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দেখালো যাচ্ছে-তাই ব্যাটিং ও বোলিং! ব্যাট হাতে তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়রা ব্যর্থতা দেখানোর পর বল হাতে তাদের পথেই হাঁটলেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানরা। তবে ব্যাটিংয়ে সেই মাহমুদউল্লাহ রিয়াদই ছিলেন বাংলাদেশ দলের ভরসা! শুরুতে যাকে বিশ্বকাপ দলে জায়গাই দিতে রাজি ছিলনা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। অথচ তিনিই ওপেনার লিটন দাসের সঙ্গে ৮৯ বলে ৭৯ রানের জুটি গড়ে দলের সংগ্রহ দুইশ পেরুতে সাহায্য করেন। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে টুর্নামেন্টে টানা পাঁচ ম্যাচ হেরে বিধ্বস্ত ছিল বাংলাদেশ। সর্বশেষ ম্যাচে বাছাই পর্ব পেরিয়ে আসা নেদারল্যান্ডসের কাছে বড় ব্যবধানের হার খাদের কিনারায় পৌঁছে দেয় বাংলাদেশকে। তবে তাদের লক্ষ্য ছিল আনপ্রেডিক্টেবল পাকিস্তানের বিপক্ষে ভালো কিছু করে দেখানো। মুশফিক-শান্ত-তাসকিন-মুস্তাফিজরা এতোটাই ভালো করলেন যে, ১০৫ বল হাতে রেখেই ম্যাচ জিতে নিলো পাকিস্তান।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে শুরুতেই পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির তোপে পড়েন বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটাররা। প্রথম দুই ওভারেই তিনি ফিরিয়ে দেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম এবং ওয়ান ডাউনে নামা নাজমুল হোসেন শান্তকে। ৬ষ্ঠ ওভারে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে ফেরান হারিস রউফ। ম্যাচ শুরুর পর ৬ রানেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারিয়ে রীতিমত ধুঁকতে শুরু করে বাংলাদেশ দল। প্রথম ওভারের পঞ্চম বলে ভেতরে ঢুকে যাওয়া আফ্রিদির বলটিকে ঠেকাতে পারলেন না তানজিদ হাসান তামিম। বল গিয়ে আঘাত করে তার প্যাডে। জোরালো আবেদন উঠতেই আঙুল তুলে দেন আম্পায়ার। লিটনের সঙ্গে পরামর্শ করে রিভিউ নেন তামিম। কিন্তু লাভ হলো না। আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকলো। ৫ বলে কোনো রান না করেই ফিরে যান তামিম। তৃতীয় ওভারের চতুর্থ বলে আবারও আফ্রিদির স্ট্রাইক। স্লোয়ার বলটিকে পেয়েই ফরোয়ার্ড শর্ট লেগে শট খেলেন শান্ত। যেন পুরোপুরি পাতা ফাঁদে পা দিলেন তিনি। উসামা মির ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি লুফে নেন শান্তর। ৩ বলে ৪ রান করে আউট হন নাজমুল হোসেন শান্ত। ৬ষ্ঠ ওভারে ফিরে যান ব্যাটিং ভরসা মুশফিকুর রহিমও। হারিস রউফের অফ স্ট্যাম্পের ওপর রাখা বলটিকে ডিফেন্স করতে গিয়েও ব্যাট ছোঁয়াতে চাইলেন না মুশফিক। কিন্তু বল তার ব্যাটের কিনারা চুমু দিয়ে গিয়ে জমা পড়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে। ৮ বলে ৫ রান করে ফিরে যান মুশফিক। ২৩ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে সেই বিপর্যয় কিছুটা কাটিয়ে উঠেন মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস। ৮৯ বলে ৭৯ রান যোগ করেন তারা। লিটন হাফসেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু ধীরগতির ব্যাটিং করেও ফিফটি ছুঁতে পারেননি তিনি। ২০.৫ ওভারে দলীয় ১০২ রানে ইফতিখারের বলে ক্যাচ তুলে দেন লিটন। ফেরার আগে ৬৪ বলে ৬ বাউন্ডারিতে করেন ৪৬ রান। আরও একবার দলের বিপদের মুখে হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২৩ রানের মাথায় দলের ৩ উইকেট পড়ার পর ক্রিজে এসেছিলেন তিনি। দেখেশুনে খেলে ক্যারিয়ারের ২৮তম ওয়ানডে হাফসেঞ্চুরি তুলে নেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ দল অনেকটা ঘুরে দাঁড়ায়। কিন্তু ৩০.৪ ওভারে দলীয় ১৩০ রানে মাহমুদউল্লাহ ফিরে গেলে ফের চাপে পড়ে বাংলাদেশ দল। শাহিন শাহ আাফ্রিদির বলে বোল্ড হন মাহমুদউল্লাহ। আউট হওয়ার আগে ৭০ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৬ রান করেন তিনি।
তাওহিদ হৃদয় একাদশে ফিরেছেন বিরতি দিয়ে। শুরুটাও করেছিলেন ভালো। পাকিস্তানি লেগস্পিনার উসামা মীরকে মিডউইকেট দিয়ে হাঁকিয়েছিলেন দারুণ এক ছক্কা। কিন্তু বাংলাদেশি ব্যাটারদের সেই পুরোনো অভ্যাস ছাড়তে পারলেন না হৃদয়। ছক্কা মারার পরের বলেই চালিয়ে খেলতে গেলেন। টার্ন করা বল ব্যাটে লেগে চলে যায় প্রথম স্লিপে। ৩ বলে ৭ রানেই থামলো হৃদয়ের প্রত্যাবর্তন ইনিংস। অধিনায়ক সাকিব অনেকটা সময় লড়াই করেছেন। ফিফটির সুযোগ ছিল। কিন্তু ৬৪ বলে ৪ বাউন্ডারিতে ৪৩ করে হারিস রউফের শর্ট বলে পুল খেলতে গিয়ে মিডউইকেটে সহজ ক্যাচ তুলে ফেরেন সাকিব। ৩৯.৩ ওভারে ১৮৫ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ। শঙ্কা ছিল দুইশর আগে গুটিয়ে যাওয়ার। তবে মেহেদী হাসান মিরাজ আত্মবিশ্বাসী ব্যাটিং করছিলেন। কিন্তু দলের রান দুইশ ছুঁতেই যেন দায়িত্ব শেষ মনে করলেন মিরাজ। মোহাম্মদ ওয়াসিমকে ক্রস খেলতে গেলেন, বল সরাসরি আঘাত হানলো উইকেটে। ৩০ বলে একটি করে চার-ছক্কায় গড়া মিরাজের ২৫ রানের ইনিংসটি থামার পর আর এগোতে পারেনি বাংলাদেশ। শেষ ২ উইকেটে আর মাত্র ৪ রান যোগ করে টাইগাররা।
পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ ওয়াসিম যথাক্রমে ২৩ ও ৩১ রানে নেন ৩টি করে উইকেট। হারিস রউফ ৩৬ রানে পান ২ উইকেট।
মামুলি লক্ষ্য তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতেই পাকিস্তান তুললো ১২৮ রান। অবশেষে সেই জুটিটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ২১.১ ওভারে দলীয় ১২৮ রানে আউট হন আবদুল্লাহ শফিক। তাকে এলবিডব্লিউ করে ফেরান অফস্পিনার মিরাজ। ফেরার আগে ৬৯ বলে ৯ চার আর ২ ছক্কায় শফিক করেন ৬৮ রান। পাকিস্তানের যে ৩ উইকেট পড়েছে তার সবক’টিই নেন মিরাজ। ২৫.৪ ওভারে মিরাজ আউট করেন পাক অধিনায়ক বাবর আজমকে। দলীয় ১৬০ রানে মিরাজের বলে মাহমুদউল্লাহকে ক্যাচ দেন বাবর। ফেরার আগে তিনি ১৬ বলে ১ চারের মারে করেন ৯ রান। এরপর ২৭.৩ ওভারে দলীয় ১৬৯ রানে আউট হন সেট ব্যাটার ফখর জামান। তিনিও মিরাজের বলে হৃদয়কে ক্যাচ দেন। আউট হওয়ার আগে ৭৪ বলে ৮১ রানের ইনিংস খেলেন সদ্য ফর্মে ফেরা ফখর। তার ইনিংসে ছিল ৩টি চারের সঙ্গে ৭ ছক্কার মার। মোহাম্মদ রিজওয়ান ২১ বলে ৪ চারের মারে ২৬ ও ইফতিখার আহমেদ ১৫ বলে দুই বাউন্ডারিতে ১৭ রানে অপরাজিত থেকে দলকে বড় জয় এনে দিয়ে মাঠ ছাড়েন।
বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ৬০ রানে পান ৩টি উইকেট। ম্যাচসেরা হন ফখর জামান।
সাত ম্যাচে এটি পাকিস্তানের তৃতীয় জয়। সমান ম্যাচে বাংলাদেশের ষষ্ঠ হার। কাগজে-কলমে এখনও পাকিস্তানের সেমিফাইনালে সম্ভাবনা বেঁচে থাকলেও বাংলাদেশের আনুষ্ঠানিক বিদায় নিশ্চিত হলো।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বিরলে সীঁমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
বিপিএল শেষ কর্নওয়ালের
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
আটঘরিয়ায় মসজিদের মাইক চুরি
রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় ড. ইউনূসের নেতৃত্বে কমিশন গঠন
শায়খ ফুলতলী আমাদের বেহেশতের পথ দেখিয়েছেন: দামেস্কের শায়খ সাইয়্যিদ ফাদি জু’বা
সৈয়দপুরে নববধূ মুক্তার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
ইভটিজিংয়ের জেরে ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত কিশোরীর আত্মহত্যা
গাজীপুরে ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ গ্রহণ: ওসি ক্লোজ, বদলি ৩ এসআই