সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তানও, তবে...
০২ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম
ফখর জামানের হাতে ম্যাচসেরার পুরস্কার দেখে অবাক হয়েছেন ইরফান পাঠান। ভারতের সাবেক এই পেসারের বিবেচনায় গতপরশুর ম্যাচেসেরা খেলোয়াড় শাহিন শাহ আফ্রিদি। আগে ব্যাট করা বাংলাদেশের ৪৫.১ ওভারে ২০৪ রানে অলআউট হওয়ায় ২৩ রানে ৩ উইকেট নিয়ে দারুণ অবদান রাখেন আফ্রিদি। ৮১ রান করা ফখরের চেয়ে আফ্রিদির অবদানকে বড় করে দেখছেন পাঠান। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের মতামতও দিয়েছেন তিনি। তবে পাকিস্তানের ১০৫ বল হাতে রেখে ৭ উইকেটের জয়কে তেমন বড় করে দেখছেন না ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ।
ইডেনে গার্ডেনে এদিন বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শেষে সংবাদমাধ্যম ক্রিকবাজে বিশেষজ্ঞ মতামত দিয়েছেন ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপজয়ী শেবাগ। ‘জয়টা পাকিস্তানের একরকম বার্তাও’- সঞ্চালক এ কথা বলে বোঝাতে চেয়েছিলেন, দেয়ালে পিঠ ঠেকে যাওয়া পাকিস্তানের এই জয় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে নিজেদের বাকি ২ ম্যাচেও জিততে হবে বাবর আজমদের। অন্য ম্যাচগুলোর ফলের ওপরও তাঁদের ভাগ্য নির্ভর করছে। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে পঞ্চম পাকিস্তান এই জয়ে শক্তি প্রদর্শন করেছে, সঞ্চালক এমটা বোঝাতেই যুক্তি দেন শেবাগ, ‘বাংলাদেশের বিপক্ষে এটাকে আমি শক্তি প্রদর্শনী বলব না। তারা আগে থেকেই বাজে খেলছে। তাদের বিপক্ষে শক্তি প্রদর্শনের কি আছে!’
বাংলাদেশের ২০৪ রান তাড়া করতে নেমে ৩২.৩ ওভারে জিতেছে পাকিস্তান। এই জয়ে পাকিস্তানের (-০.০২৪) নেট রান রেটও আরও ভালো হয়েছে। আর বাংলাদেশ গতকালের হারে বিশ্বকাপ থেকে বিদায় নিল সবার আগে। ৭ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৯-এ সাকিব আল হাসানের দল। রান তাড়া করতে নেমে পাকিস্তানের দ্রতলয়ে ব্যাটিং নিয়ে শেবাগ বলেছেন, ‘আজ (গতপরশু) রাতে তারা যে ভালো কাজটি করেছে, সেটা হলো ৩২ ওভারের মধ্যে জয় তুলে নেওয়া। এতে তাদের রানরেটের উন্নতি হয়েছে। (পয়েন্ট টেবিলে) ওপরে থাকা কোনো দলের রান রেট কমলে এটা তাদের (সেমিফাইনালে ওঠায়) সাহায্য করবে।’
শেবাগ মনে করেন, পাকিস্তানের ভাবা উচিত, তাদের বিশ্বকাপ কেবল শুরু হলো! সাবেক এই ওপেনার যুক্তি দেন, ‘আমরা ভাবছি, পাকিস্তান হয়তো সেমিফাইনালে উঠতে পারবে না। কিন্তু তাদের এখনো দুই ম্যাচ বাকি। একটি বেঙ্গালুরুতে অন্যটি এখানে (কলকাতা)। এখানে তারা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে, যারা মোটেও ভালো খেলতে পারছে না। বেঙ্গালুরুতে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। দুটি ম্যাচই তারা জিতলে (শীর্ষে চারে ওঠার) সুযোগ বাড়বে। কারণ, পাকিস্তানের ওপরে থাকা দলগুলোও ম্যাচ হারতে পারে। তাই পাকিস্তানের ভাবা উচিত, তাদের বিশ্বকাপ কেবল শুরু হলো। নিজেদের ম্যাচগুলো আগে জিততে হবে। তারপর কী হয় দেখা যাবে।’
ভারত জাতীয় দলে শেবাগের সাবেক সতীর্থ ইরফান পাঠান বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে পোস্ট করেন এক্সে। সেখানে তিনি বলেছেন, ‘আত্মবিশ্বাসহীন এবং বাজে খেলা বাংলাদেশের বিপক্ষে আক্রমণাত্মক খেলার প্রয়োজন ছিল পাকিস্তানের। তারা সেটি খুব ভালোভাবেই করেছে। ম্যাচসেরার পুরস্কারটা শাহিনকে (আফ্রিদি) দেওয়া উচিত ছিল।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
বিপিএল শেষ কর্নওয়ালের
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
আটঘরিয়ায় মসজিদের মাইক চুরি
রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় ড. ইউনূসের নেতৃত্বে কমিশন গঠন
শায়খ ফুলতলী আমাদের বেহেশতের পথ দেখিয়েছেন: দামেস্কের শায়খ সাইয়্যিদ ফাদি জু’বা
সৈয়দপুরে নববধূ মুক্তার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
ইভটিজিংয়ের জেরে ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত কিশোরীর আত্মহত্যা
গাজীপুরে ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ গ্রহণ: ওসি ক্লোজ, বদলি ৩ এসআই
এক স্বৈরাচারীকে হটিয়ে আরেক স্বৈরাচারকে ক্ষমতায় দেখতে চায় না জনগণ: কামাল উদ্দিন পাটোওয়ারী
সুন্দরবন থেকে ৩০ কেজি হরিণের মাংস জব্দ