তবুও দলের পাশে থাকার অনুরোধ তামিমের
০৪ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩, ১২:০৬ এএম
বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না বাংলাদেশ দল। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে জিতেছে মাত্র একটিতে। খুব স্বাভাবিকভাবেই এমন পারফরম্যান্সের কারণে সমালোচনাও শুনতে হচ্ছে সাকিব আল হাসানের দলকে। তবে সমালোচনা নয়, বরং এই কঠিন সময়ে দলের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গতকাল ঢাকার খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দেশের শীর্ষস্থানীয় এই দৈনিক পত্রিকর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তামিম বলেন, ‘ক্রিকেট এমন একটা জিনিস, যেটা আমাদের একত্র করে। আমরা ক্রিকেট নিয়ে এত আবেগপ্রবণ যে যখন ভালো হয় না, আমাদের মনে হয়, দুনিয়া শেষ হয়ে গেল। আর যখন ভালো হয়, তখন আমাদের মনে হয়, সব জয় করে নিয়েছি।’
আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু হলেও হারের বৃত্তে পড়ে গেছে বাংলাদেশ। বিশ্বকাপে শীর্ষ আটে থেকে ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাও এখন হুমকির মুখে। দলের এ কঠিন অবস্থায় সমর্থন চেয়েছেন বিশ্বকাপ দল থেকে বাদ পড়া এ বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান, ‘এখন আমরা একটু কঠিন সময় দিয়ে যাচ্ছি সবাই। যেহেতু আপনারা খুব গুরুত্বপূর্ণ একটি মিডিয়া। আমি বলব, চেষ্টা করেন এই মুহূর্তে দলের পাশে থাকতে যতটা সম্ভব। সবাই কোনো না কোনো জায়গায় হতাশা বের করে নেয়।’ এরপর তামিম যোগ করেন, ‘একটু চিন্তা করেন, ১৫টা ছেলে ওখানে গিয়ে চেষ্টা করছে। তাদের পরিবার বা তাদের ওপর কীভাবে প্রতিক্রিয়াটা পড়েছে। আমি জানি এটা কঠিন সময়, আমরা জাতিকে হতাশ করেছি। কিন্তু দিন শেষে ওরা সবাই মানুষ। আমি খেলি বা না খেলি, সেটা সত্যিই ব্যাপার না। বাংলাদেশ খেলছে, ফলে আমাদের সমর্থন করা উচিত। দেশ থেকে আমাদের ভালোবাসা দেখানো উচিত।’ জাতীয় দলের নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে তামিম বলেন, ‘জানি না সামনে খেলব কি খেলব না। যদি খেলি তাহলে মাঠে দেখবেন, আর যদি না খেলি তাহলে তো একই। দোয়া করবেন আমার জন্য।’
এদিকে, কলকাতায় পাকিস্তানের বিপক্ষে হারের পরদিন পুরো দল দিল্লি গেলেও লিটন দাস ফেরেন ঢাকায়। জরুরি পারিবারিক প্রয়োজন সেরে গতকাল দিল্লিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার রাবীদ ইমাম। এদিন সকালের ফ্লাইটে ঢাকা থেকে রওয়ানা দিয়ে দুপুরে দিল্লিতে পৌঁছে যান লিটন।
গত মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয় বাংলাদেশ দল। আনুষ্ঠানিকভাবে বিদায় নেয় টুর্নামেন্ট থেকেও। ওই ম্যাচে দলের ব্যাটিং বিপর্যয়ের মাঝে ৪৫ রান করেন লিটন। ম্যাচের পরদিন বুধবার দেশে ফেরেন বাংলাদেশের ওপেনার। দলের পক্ষ থেকে জানানো হয়, জরুরি মেডিকেল প্রয়োজনে দেশে যেতে হয়েছে তাকে। এক সূত্রে জানা যায়, সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে উড়ে গিয়েছিলেন তিনি। তবে লিটন নিজে এই ব্যাপারে কিছু জানাননি। ছোট্ট ছুটি কাটিয়ে তিনি ফিরলেন সময়মত।
বিশ্বকাপের মাঝে এর আগে দুদিনের জন্য দেশে ফিরে গিয়েছিলেন অধিনায়ক সাকিবও। তবে তার ফেরাটা ছিলো কিছুটা অদ্ভুত। মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর দেশে ফিরে শৈশোবের কোচের সঙ্গে অনুশীলন করেন সাকিব। আচমকা অধিনায়কের দেশে ফিরে অনুশীলন করা জন্ম দেয় বিতর্কের।
গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সন্ধ্যা থেকে অনুশীলন করার কথা ছিল বাংলাদেশ দলের। তবে সকালে সিদ্ধান্ত বদলে যায়। দিল্লির ধূলা আর বায়ুদূষনে এরই মধ্যে দলের কয়েকজন অসুস্থও হয়ে পড়েছেন বলে জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সে কারণেই অনুশীলন বাতিল করে আরও একদিন বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ ও আগামীকাল দুদিন অনুশীলন করে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত হবেন সাকিবের দল। সোমবার বেলা আড়াইটায় লঙ্কানদের বিপক্ষে লড়াই বাংলাদেশের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত করতে ম্যাচটি জেতার বিকল্প নেই বাংলাদেশের সামনে। ভারতের কাছে ৫৫ রানে গুটিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়া লঙ্কানদের জন্যও সমীকরণ কাছাকাছি। ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের বিশ্বকাপ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মাগুরা আইনজীবী সমিতির নির্বাচনে কল্লোল সভাপতি, টগর সাধারণ সম্পদক নির্বাচিত
পেকুয়ায় ১ হাজার পিস ইয়াবাসহ কারবারি আটক
দেশকে বিভাজনের জন্য বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
ঈশ্বরগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ
দেশের সাংবিধানিক নাম ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু