দারুণ খেলে লেবাননকে রুখে দিলো বাংলাদেশ
২২ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম
২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে ‘আই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে লেবাননের বিপক্ষে অসাধারণ ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ জাতীয় দল। এ ম্যাচে দারুণ খেলে ফিফা র্যাঙ্কিংয়ে ৭৯ ধাপ এগিয়ে থাকা লেবাননকে রুখে দিলেন জামাল ভূঁইয়ারা। গতকাল রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ প্রথমে পিছিয়ে পড়েও ১-১ ব্যবধানে ড্র করে লেবাননের বিপক্ষে। লেবাননের হয়ে মাজেদ ওসমান ও বাংলাদেশের শেখ মোরসালিন একটি করে গোল করেন।
আগের ম্যাচে মেলবোর্নে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে অসহায় আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ। বাছাই পর্বের নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচে তারা অজিদের কাছে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল। স্বাভাবিকভাবেই সবার ধারণা ছিল লেবাননের বিপক্ষে প্রতিরোধ গড়তে পারবেন না জামালরা। তবে দেশের ফুটবলপ্রেমীদের ধারণা পাল্টে দিয়ে পশ্চিয় এশিয়ার দেশটির বিপক্ষে নজরকাড়া ফুটবল উপহার দিয়েছে লাল-সবুজের ফুটবলাররা। ফিফা র্যাঙ্কিংয়ে লেবানন আছে ১০৪তম স্থানে আর বাংলাদেশের অবস্থান ১৮৩। অথচ র্যাঙ্কিংয়ের ফারাক মাঠের খেলায় বুঝতেই দেননি শেখ মোরসালিন-সোহেল রানারা। লেবাননের বিপক্ষে পুরো ম্যাচেই ভালো খেলেছে বাংলাদেশ। তবে গোল মিসের মহড়াও দিয়েছে স্বাগতিকরা।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেছিলেন, লেবাননের বিপক্ষে পয়েন্ট পেতে আশাবাদী তিনি। অধিনায়ক জামাল ভূঁইয়া নিজ দেশের সমর্থকদের বলেছিলেন তাদের ওপর বিশ্বাস রাখতে। কাল লেবাননের বিপক্ষে যেমন খেলা খেলেছে লাল-সবুজের ফুটবলাররা, তাতে নিশ্চিতভাবেই বলা যায় এ ম্যাচের পর জামালদের ওপর দর্শক-সমর্থকদের আস্থা ও বিশ্বাস বাড়বে। র্যাঙ্কিংয়ে ৭৯ ধাপ এগিয়ে থাকা একটা দলের বিপক্ষে বুক চিতিয়ে খেলে ফাহিম-মোরসালিনরা কিংস অ্যারেনায় উপস্থিত সমর্থকদের শুদূ নয়, গোটা দেশের ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করে নিয়েছেন।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত শক্তিশালী লেবাননের বিপক্ষে যেভাবে খেলেছে বাংলাদেশ দল, তাতে কারো বোঝার উপায় ছিলনা এই দলটিই ক’দিন আগে অস্ট্রেলিয়ায় বিধ্বস্ত হয়েছে।
ম্যাচের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও বাংলাদেশ প্রথম সুযোগ তৈরি করে ২৪ মিনিটে। এসময় অধিনায়ক জামালের কর্নারে ডিফেন্ডার বিশ্বনাথের দূর্বল হেড সহজেই ধরেন লেবাননের গোলরক্ষক মোস্তফা মাতার। পরের মিনিটেই বাম দিক থেকে মোরসালিনের কাটব্যাকে বক্সে বল পেয়েছিলেন মো. সোহেল রানা। কিন্তু তিনি শট নেওয়ার আগেই দ্রুত বল ক্লিয়ার করেন লেবাননের এক ডিফেন্ডার। ৩৪ মিনিটে ডান দিক থেকে ফয়সাল আহমেদ ফাহিমের ক্রস বক্সে অরক্ষিত মোরসালিনের পায়ের কাছে বল পড়লেও শট নিতে পারেননি তিনি।
তিন মিনিট পর এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল অতিথি দলের সামনেও। বক্সের মাথা থেকে নেওয়া জিহাদ আইয়ুবের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। বিরতির বাঁশি বাজার আগের মিনিটে ফের সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। মোরসালিনই সেই সহজ সুযোগটি নষ্ট করেন। ডান দিক থেকে ফাহিমের নিচু ক্রস ছোট বক্সে পেয়ে বল ও পায়ের সংযোগ ঘটাতে পারেননি মোরসালিন। পারলে এগিয়েই বিরতিতে যেতে পারতো বাংলাদেশ। মিসের মহড়া দিয়েই গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দু’দল গোল পেতে চেষ্টা করে। ম্যাচের ৫১ মিনিটে করিম ডারবিসের শট পোস্ট ঘেঁষে বাইরে গেলে বেঁচে যায় বাংলাদেশ। ৫৯ মিনিটে বিশ্বনাথের শট বক্সে দাঁড়ানো মোরসালিনের পায়ে পড়লেও তিনি বল থামাতে পারেননি। দ্বিতীয়ার্ধে এটাই ছিল বাংলাদেশের প্রথম আক্রমণ। তবে বসুন্ধরা কিংস অ্যারেনা স্তব্ধ করে ম্যাচের ৬৭ মিনিটে লিড নেয় লেবানন। এসময় বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ ও ডিফেন্ডারদের সমন্বয়ের অভাবে গোল করেন লেবাননের বদলি খেলোয়াড় মাজেদ ওসমান (১-০)। ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ৭২ মিনিটে ডান দিকে বল দখলের লড়াইয়ে জিতে ফাহিম সামনে পাস দেন। তার সেই পাসের বল ধরে এগিয়ে যান মোরসালিন। কয়েক কদম এগিয়ে ডি-বক্সের ঠিক মাথা থেকে মোরসালিন তীব্র শটে কাঁপান লেবাননের জাল (১-১)। গোল হওয়ার পরই প্রাণ ফিরে পায় বসুন্ধরা কিংস অ্যারেনা। গ্যালারি ফের হয়ে ওঠে উৎসবমুখর। সমতাসূচক গোলের পর এগিয়ে যেতে মরিয়া হয়েই লড়াই করে স্বাগতিকরা। নির্ধারিত সময়ে এক মিনিট আগে এগিয়ে যাওয়ার সূবর্ণ সুযোগও পেয়েছিল তারা। বদলি রফিকুল ইসলাম নিঁখুত পাস দিয়েছিলেন মোরসালিনকে। তবে প্রতিপক্ষ ডি-বক্স থেকে মোরসালিন ঠিকঠাকমতো শট নিতে পারেননি। তার শট আছড়ে পড়ে সাইডনেটে। ম্যাচের যোগকরা সময়ের শেষ মুহূর্তে লেবাননের একটি আক্রমণ রুখে দেন বাংলাদেশের বদলি গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। ফলে শেষ পর্যন্ত অমিমাংসিতভাবেই শেষ হয় ম্যাচ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান