দুর্দান্ত বোলিংয়ে সেরা পাঁচে সাকিব
০৮ মার্চ ২০২৩, ১১:০৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৯ পিএম
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ঠিকই উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। যার ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। আইসিসির এই সংস্করণের বোলারদের তালিকায় সেরা পাঁচে ঢুকেছেন তিনি। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে তার। গতকালই র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। তাতে বোলারদের মধ্যে তিন ধাপ এগিয়ে ঠিক পাঁচ নম্বরে আছেন সাকিব। আর ব্যাটসম্যানদের তালিকায় তার অবস্থান ২৭তম, উন্নতি হয়েছে চার ধাপ।
ঘরের মাঠে ইংলিশদের কাছে ২-১ ব্যবধানে হারা সিরিজের প্রথম ম্যাচে ৪৫ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। ওই ম্যাচে ব্যাট হাতেও তেমন কিছু করতে পারেননি তিনি, করেন কেবল ৮ রান। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে জ্বলে উঠলেও বল হাতে পারেননি নিজের সেরাটা দিতে। ৫৮ রানের ইনিংস খেলার পাশাপাশি ৬৪ রান খরচায় নেন একটি উইকেট। প্রথম দুই ম্যাচে হেরে যখন হোয়াইটওয়াশড হওয়ার শঙ্কায় বাংলাদেশ, নিজেকে মেলে ধরেন সাকিব। দলের ৫০ রানের জয়ের ম্যাচে চট্টগ্রামে ৭১ বলে ৭৫ রানের ইনিংস খেলার পর ৩৫ রানে নেন চার উইকেট। এই পারফরম্যান্সে ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান আরও মজবুত করেন সাকিব।
ওয়ানডে বোলারদের মধ্যে তিন ধাপ এগিয়েছেন তাইজুল ইসলাম। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ৬ উইকেট নেওয়া বাঁহাতি এই স্পিনার এখন ৪৪তম স্থানে। দুই ধাপ নিচে নেমে ৪৬ নম্বরে তাসকিন আহমেদ। ইংল্যান্ড বোলারদের মধ্যে দুই ধাপ করে উন্নতি হয়েছে ক্রিস ওকস (১৭তম), জফ্রা আর্চার (২০তম) ও আদিল রশিদের (৩০তম)। আগের মতোই এক নম্বরে ভারতের মোহাম্মদ সিরাজ।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়েছেন মুশফিকুর রহিম। শেষ ম্যাচে ৭০ রান করা মিডল অর্ডার এই ব্যাটসম্যান এখন আছেন ২২ নম্বরে। মাহমুদউল্লাহ (৩৩তম) ও লিটন দাসের (৩৪তম) উন্নতি এক ধাপ করে। অবনতি হলেও বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেরা অবস্থান তামিম ইকবালের। এক ধাপ নিচে নেমে ১৯তম স্থানে ওয়ানডে অধিনায়ক। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করা ইংল্যান্ডের ডেভিড মালান ২২ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে। দ্বিতীয় ম্যাচের সেঞ্চুরিয়ান জেসন রয়ের উন্নতি ৫ ধাপ, আছেন এখন দ্বাদশ স্থানে। ইংলিশ অধিনায়ক জস বাটলার ৪ ধাপ এগিয়ে ১৬ নম্বরে। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে পাকিস্তানের বাবর আজম।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সাতে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ বাংলাদেশের
ময়মনসিংহে আস্থা লাইফের ব্যবসায়িক সভা
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
শৈশবের ক্লাবে ফিরছেন নেইমার
আইসিএমএবি’র প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন, সচিব হাসনাইন তৌফিক
দেশকে স্বৈরাচার মুক্ত করেছি, নতুনভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশ: কাহের শামীম
ন্যায়বিচারের স্বার্থে হাসিনাকে ফেরত পাঠাবে ভারত
তামাক কোম্পানির ফাঁদে পড়ে মাদকে আসক্ত হচ্ছে তরুণ সমাজ; প্রতিরোধে চাই সমন্বিত উদ্যোগ
তাহসিনের পাশে বিসিবি
রূপালী ব্যাংকের ‘রূপালী ই-ব্যাংক’ অ্যাপ উদ্বোধন
টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ
ব্র্যাক ব্যাংক-কে দেশসেরা ক্রেডিট রেটিং দিয়েছে এসঅ্যান্ডপি
খুলনাকে হারিয়ে বরিশালের টানা ৫
ছবিসহ আইডি কার্ড পরে নামাজ পড়া প্রসঙ্গে।
স্মার্ট ও স্বাস্থ্যকর রান্নার সমাধানে বাজারে এলো স্যামসাংয়ের ছয়টি মাইক্রোওয়েভ ওভেন
“ইভেন্ট বক্স” আয়োজিত ফুল হাউজ কমেডি ইভেন্ট “দ্য পাঞ্চলাইন প্রোস” অনুষ্ঠিত
জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন বাজেটে তামাক-কর ও কার্যকর মূল্য বৃদ্ধির দাবী তরুণ সমাজের
বাণিজ্য মেলার মেয়াদবৃদ্ধির দাবী ব্যবসায়ীদের
বাংলাদেশকে দুঃসংবাদ দিল ক্রোয়েশিয়া
চট্টগ্রামে ৫ দিনব্যাপী তাফসির মাহফিল শুরু