পয়া সাগরিকায় সাকিবদের ‘পঞ্চাশ’

‘স্বাধীনতার’ সুফল পাচ্ছে ‘নতুন’ বাংলাদেশ

Daily Inqilab রুমু, চট্টগ্রাম ব্যুরো

০৯ মার্চ ২০২৩, ১০:২৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪২ পিএম

ক্রিস জর্ডানের অফ স্টাম্পের বাইরের বল সাকিব আল হাসানের ব্যাটের বাইরের কানায় লেগে চলে গেল থার্ড ম্যানে। ঝাঁপিয়েও থামাতে পারলেন না ফিল্ডার। রান নিতে গিয়ে ঘুরে বল সীমানাছাড়া হতে দেখে থামলেন সাকিব। কাছে এসে তাকে জড়িয়ে ধরলেন আফিফ হোসেন। উদযাপন বলতে ব্যস এটুকুই! বিশ্ব চ্যাম্পিয়নদের উড়িয়ে দিয়েও উচ্ছ্বাসে ভেসে যায়নি বাংলাদেশ। কারণটাও অনুমেয়। ম্যাচের ১০ ওভার পর থেকেই যে জয়ের সুবাস পাচ্ছিল স্বাগতিকরা।
গতকাল বাংলাদেশের জন্য সবসময়ের পয়া জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়নদের ১৫৬ রান পেরিয়ে গেছে ১২ বল বাকি থাকতে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল সাকিবের দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪৫ ম্যাচে বাংলাদেশের এটি পঞ্চাশতম জয়। ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে প্রথম। এই জয়ের পর টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ¯্রফে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতা বাকি রইল বাংলাদেশের। দিনটিও মনে রাখার মতো। এই ৯ মার্চই ২০১৫ বিশ্বকাপে এই ইংল্যান্ডের বিপক্ষেই প্রথম ওয়ানডে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবার ক্ষুদ্র সংস্করণের জয়টি এলো পয়া সাগরিকায়। সেটিও ৫০তম জয়ের মাইলফলক হয়ে।
সফরকারীদের ১৫৬ রান তাড়ায় নেমে রয়েসয়ে খেলার পথে না গিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক মানসিকতায় নামেন ব্যাটাররা। দাপুটে জয়ে ঝড়ো ফিফটি করেছেন নাজমুল হোসেন শান্ত, জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। দারুণ ব্যাটিং করেছেন সাকিব, রনি তালুকদার ও অভিষিক্ত তৌহিদ হৃদয়। এর আগে চমৎকার বোলিংয়ে লক্ষ্যটা নাগালের মধ্যে রাখেন তরুণ পেসার হাসান মাহমুদ। বাংলাদেশের ৭৮তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি খেলতে নেমে ১৭ বলে ২৪ রান করেন হৃদয়। ২০১৫ সালে অভিষেকের পর ১০০ ম্যাচ বিরতি দিয়ে আবার খেলতে নেমে ২১ রান আসে রনির ব্যাট থেকে।
ব্যাটসম্যানদের কাজটা অবশ্য সহজ করেন হাসান। তার দুর্দান্ত বোলিংয়ে শেষ ৫ ওভারে ¯্রফে ৩০ রান তুলতে পারে ইংল্যান্ড, হারায় ৪ উইকেট। প্রথম দুই ওভারে ২১ রান দেওয়া হাসান নিজের শেষ দুই ওভারে খরচ করেন মাত্র ৫ রান। এই দুই ওভারে তার শিকার বাটলার ও স্যাম কারান। সব মিলিয়ে ৪ ওভারে কেবল ২৬ রান খরচা তার।
সাগরিকাতে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দর্শকখরা দেখা গেলেও, প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের ইনিংস শেষ হতে হতে কানায় কানায় ভরে যায় গ্যালারি। মাঠভর্তি দর্শককে স্মরণীয় জয় উপহার দিল সাকিবের দল। ম্যাচ শেষে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক বলেলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়েছে বলেই এমন স্মরণীয় জয় এসেছে। তবে একটি জিনিস পোড়াচ্ছে দেশসেরা অলরাউন্ডারকে। বাটলার যখন ১৯ রানে, নাসুমের বলে সহজ ক্যাচ মিস করেন সাকিব। ‘জীবন’ পেয়ে বাটলার হাসান মাহমুদের বলে আউট হওয়ার আগে ৪২ বলে খেলেছেন ৬৭ রানের ইনিংস। এ নিয়ে ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে সাকিব বলেছেন, ‘আমরা নিজেদের পরিকল্পনায় অটল ছিলাম। শুধু আমার ক্যাচ ড্রপটি ছাড়া সবাই খুব ভালো ফিল্ডিং করেছে।’ ম্যাচটি বাংলাদেশ যেভাবে খেলেছে, তা নিয়ে খুব খুশি সাকিব, ‘আমরা যে মনোভাব নিয়ে ম্যাচটি খেলেছি, তা ছিল অসাধারণ।’
ইংল্যান্ড ১০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৮০ রান তুলে ফেলার পরও কেউ ঘাবড়ে যায়নি বলেও উল্লেখ করেন সাকিব। এর কারণটা পরে সংবাদ সম্মেলনে এসে জানালেন ব্যাট হাতে ২৯ বলে ৫১ রানে জয়ের নায়ক শান্ত। আগের দিন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এসে জানিয়েছিলেন, সবাইকে স্বাভাবিক খেলার স্বাধীনতা দিয়েছেন তিনি। ব্যর্থতার কথা না ভেবে বিপিএলে যে যেভাবে খেলেছে, সেভাবেই খেলার বার্তা দিয়েছিলেন। প্রথম ম্যাচে জয়ের পর ফুরুফুরে মেজাজে আগ্রাসী ব্যাটিংয়ের পেছনে অবাধ স্বাধীনতা পাওয়ার কথা জানালেন এই টপ অর্ডারও, ‘এই সিরিজের একটাই বার্তা ছিল, ব্যাটসম্যানরা যে যেভাবে স্বাভাবিক খেলা খেলে, ওভাবেই খেলবে। একদম ফ্রিডম নিয়ে খেলবে।’
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে নিয়ে থাকলেও টি-টোয়েন্টি নিয়ে খুব একটা আশা ছিল না স্বাগতিকদের। ওয়ানডে সিরিজ হারার পর নতুন আদলের টি-টোয়েন্টি দল কীভাবে রিয়েক্ট করে তা দেখার অপেক্ষা ছিল। সবাইকে চমকে দিয়ে ইংল্যান্ডকে উড়িয়ে দেয় বাংলাদেশ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পরামর্শক শ্রীধরণ শ্রীরাম দলে দেখতে চেয়েছিলেন ‘ইন্টেন্ট’, খুঁজছিলেন ‘ইমপ্যাক্ট’ পারফরম্যান্স। কিন্তু দু’একটি ম্যাচ ছাড়া সেটা সেভাবে দেখা যায়নি। দারুণ ছন্দে থাকা বাঁহাতি শান্ত জানালেন, স্বাধীনভাবে খেলার লাইসেন্স পেয়ে যাওয়ায় সবই তাদের ধীরে ধীরে উন্নতি হবে, ‘ইমপ্যাক্ট-ইন্টেন্ট যেটা বললেন ওটা তো বলার পর দিনই করা সম্ভব না। এটার জন্য একটা সময়ের প্রয়োজন। আর অনেক সময় উইকেট, পরিস্থিতি একেক সময় একেক রকম থাকে। সবাই এমন (আগ্রাসী) খেলারই চেষ্টা করে। কিন্তু আমার মনে হয় এখন ব্যাটাররা অনেক ফ্রিডম নিয়ে খেলছে। ইমপ্যাক্ট দেখবেন আস্তে আস্তে আরও ভালো জায়গায় যাচ্ছে।’


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
টিভিতে দেখুন
ঘরের মাঠে হেরে শীর্ষস্থান খোয়ালো বার্সা
রুট থাকলেও নেই স্টোকস
রাগবিতে এসএইচএ চ্যাম্পিয়ন
আরও

আরও পড়ুন

এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ

আমার খাবার কি ফর্টিফায়েড?

আমার খাবার কি ফর্টিফায়েড?

হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে

হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে

ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন

ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন

দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা

দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা

নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই

নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই

ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে

ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে

বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম

বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম

সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা

সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা

সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ

সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ

৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার

৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার

সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী

সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী

মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার

বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার

জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক

জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক

জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী

জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

বিহারীরা কেমন আছে

বিহারীরা কেমন আছে

ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার

ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার

মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত

মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত