মোহামেডানকে শিরোপা স্বপ্ন দেখালেন সাকিবরা
১১ মার্চ ২০২৩, ১০:৫২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১২ পিএম
সময়ের ফেরে প্রায় এক যুগ, সেই ২০০৯-১০ মৌসুমের পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপার স্বাদ পাওয়া হয়নি মোহামেডান স্পোর্টিং ক্লাবের। চ্যাম্পিয়ন থেকে পরের আসরেই রানার্সআপ হয় তারা। এরপর থেকে গত এক যুগে আর বলার মতো সাফল্য নেই ঐতিহ্যবাহী ক্লাবটির। তারকাখচিত দল গড়েও গত আসরে সুপার লিগেও উঠতে পারেনি তারা। উল্টো অল্পের জন্য রেলিগেশন লিগে পড়তে পড়তে বেঁচেছে তারা। লিগ শেষ করে টুর্নামেন্টের নবম দল হিসেবে। এর আগের দুই আসরেও সুপার লিগে উঠলেও ষষ্ঠ দল হিসেবে আসর শেষ করে মোহামেডান। আগের ব্যর্থতা ছাপিয়ে এবার ক্লাবের প্রত্যাশা পূরণ করতে চান সাকিব আল হাসান, ইমরুল কায়েসরা। দলটির শিরোপার আক্ষেপ ঘুচাতে প্রতিজ্ঞাবদ্ধ জাতীয় দলের অভিজ্ঞ এই দুই তারকা।
প্রিমিয়ার লিগের ২০২২-২৩ মৌসুমের খেলা শুরু হবে আগামী ১৫ মার্চ। সুপার লিগের খেলাগুলো হবে ঈদের পর। লিগ শুরুর আগে গতকাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দলের পরিচিতি পর্ব সেরেছে মোহামেডান। ক্লাব কর্মকর্তাদের সঙ্গে এই আয়োজনে সাকিব, ইমরুল ছাড়াও মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, আবু জায়েদ রাহী, রনি তালুকদার, সৈয়দ খালেদ আহমেদরা উপস্থিত ছিলেন। এবারের মতো গত আসরেও মোহামেডানে ছিলেন সাকিব। তবে জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরের কারণে একটি ম্যাচও খেলতে পারেননি তিনি। পরে মোহামেডান সুপার লিগে উঠতে ব্যর্থ হলে তিনি নাম লেখান লিজেন্ডস অব রুপগঞ্জে। এবারও সাকিব কয়টি ম্যাচ খেলতে পারবেন, তা এখনও নিশ্চিত নয়।
প্রিমিয়ার লিগের শুরুতে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। সেটি শেষ হওয়ার পরপর অল্প কিছুদিন বিরতি দিয়ে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে তারা। এছাড়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তি আছে সাকিবের। এসবের ফাঁকেও যতটা সম্ভব মোহামেডানকে সময় দিতে চান সাকিব। যাতে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছতে পারে দলটি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানান তারকা অলরাউন্ডার, ‘ইচ্ছা আছে সবগুলো ম্যাচ খেলার। বাকিটা দেখা যাক। জাতীয় দলের কমিটমেন্ট আছে, আইপিএলের কমিটমেন্ট একটা আছে। এর মাঝে মাঝে চেষ্টা করব যথা সম্ভব দলের সঙ্গে থাকার এবং ম্যাচগুলো খেলার। দেশের জন্য ভালো কিছু ছিল দেখেই আসলে মোহামেডান (গত আসরে) সুপার লিগে যেতে পারেনি। কারণ আমরা অনেকগুলো খেলোয়াড় ছিলাম যারা খেলতে পারিনি, সার্ভিসটা দিতে পারিনি। আশা করি, আমরা এবার দল হিসেবে খেলতে পারব, ওরকম একটা ফল আনতে পারব, যেটা মোহামেডান অনেক দিন ধরে চাচ্ছে।’ দলের বাকিদের কাছ থেকে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন সাকিব, ‘যেহেতু সবাই পেশাদার খেলোয়াড় সবাই যার যার জায়গা থেকে দলের জন্য যথাসম্ভব অবদান রাখার চেষ্টা করবে। যার মাধ্যমে আমরা আশানুরুপ ফল পাব।’
এবারের আসরে মোহামেডানের অধিনায়কত্ব করবেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ছেড়ে আসা ইমরুল। প্রধান কোচের দায়িত্বে থাকছেন আশিকুর রহমান। সাকিবের মতোই বড় আশার কথা বললেন অধিনায়ক, ‘প্রথমত ধন্যবাদ জানাই মোহামেডান ক্লাবকে, আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে। মোহামেডানের মতো একটা ক্লাবের অধিনায়কত্ব করা অনেক বড় সম্মানের। আমি চেষ্টা করব সম্মানটা ধরে রাখার। গত বছর আমি যে দলে খেলেছিলাম, আমাদের কমিটমেন্ট ছিল আমরা যেন চ্যাম্পিয়ন হতে পারি। ইনশাআল্লাহ একইভাবে আমরা চেষ্টা করব যেন এ বছর মোহামেডান যেন ভিন্ন একটা ফল করে এবং আমরা চ্যাম্পিয়ন হতে পারি।’
প্রিমিয়ার লিগের সূচি এখনও প্রকাশ করেনি সিসিডিএম। তবে জানা গেছে, বরাবরের মতোই প্রতিদিন হবে তিনটি করে খেলা। বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে খেলা হবে নিয়মিত। জাতীয় দলের জন্য কিছু দিন খেলা যাবে না শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তখন নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে হবে কিছু ম্যাচ। লিগ শুরুর আগে গতকাল বিকেলে ট্রফি উন্মোচন করা হয়েছে। যেখানে অংশগ্রহণকারী ১২ দলের অধিনায়ক বা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গত আসরে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়েছে সিটি ক্লাব ও খেলাঘর সমাজকল্যাণ সমিত। তাদের জায়গায় খেলবে প্রথম বিভাগ থেকে উঠে আসা অগ্রণী ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব ও ঢাকা লেপার্ডস।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রেমিট্যান্সে সুবাতাস: ডিসেম্বরের ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার
প্রশাসন ক্যাডারের ‘ইয়াং অফিসার্স’ ফোরামের সভাপতি শুভ, সাধারণ সম্পাদক জয়
ইউনিলিভার বাংলাদেশ ও কেওক্রাডং বাংলাদেশ’র উদ্যোগে সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’
তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ
রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ হতে দেয়া যাবে না
বিপিএল মিউজিক ফেস্ট: যান চলাচলে যে নির্দেশনা ডিএমপির
গাজীপুরের শ্রীপুরে মেঘনা গ্রুপের একটি বাটন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
সোনারগাঁওয়ে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
আনজার গ্রুপের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠকদের সংবর্ধনা
মির্জাপুরে রাস্তায় বাঁশের বেড়া দেয়ায় জনদুর্ভোগ এলাকাবাসির মানববন্ধন
মেধা বৃত্তির ফলাফল ঘোষণা করলো উষা
পাহাড় কাটা, বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে: পরিবেশ উপদেষ্টা
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, এক লাখ টাকা জরিমানা
মিরপুরে বেড়েছে চুরি ছিনতাই
কুষ্টিয়ার কুমারখালীতে ভাইয়ের হাতে ভাই খুন
পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
মাগুরায় দলকে গতিশীল করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজারে সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু, জিরো লাইন থেকে লাশ উদ্ধার
মাদারীপুরে ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা
সেনবাগে ট্রাক্টর চাপায় ১ শিশু মৃত্যু : আহত ১