মুলতানকে ১ রানে হারিয়ে পিএসএলে চ্যাম্পিয়ন আফ্রিদির লাহোর
১৯ মার্চ ২০২৩, ১০:১২ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:২২ পিএম

রোমাঞ্চে মোড়ানো ফাইনালে মুলতান সুলতানসকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে লাহোর কালান্দার্স।শনিবার (১৮ মার্চ) ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনালে মুলতান সুলতানসকে ১ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল লাহোর কালান্দার্স।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২০০ রান করেছিল লাহোর। জবাবে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রানে থামে মুলতান। মাত্র ১ রানের জন্য টানা দ্বিতীয়বারের মতো হেরে যায় ফাইনাল।
টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদি। মির্জা তাহির বেগ ঝড় তুললেও ফখর জামানের ধীরগতির ব্যাটিংয়ে লাহোরের রানের গতি খুব বেশি জোরে ছোটেনি। পাঁচ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৮ রান তোলে লাহোর। ১৮ বলে ৩০ রান করে বিদায় নেন তাহির বেগ। ৫টি চারের পাশাপাশি ১টি ছয় মারেন তিনি।
দ্বিতীয় উইকেট জুটিতে ৬.২ ওভারে ৫৭ রান যোগ করেন ফখর-আব্দুল্লাহ শফিক। দলীয় ৯৬ রানের মাথায় ৩৪ বলে ৩৯ রান করে ফখর বিদায় নেন। ১ রান যোগ হতে না হতেই আরও দুই উইকেট হারায় লাহোর। বিলিংস ও আহসান ভাট্টিকে পরপর দুই বলে ফেরান উসামা মীর। ১ রান করা সিকান্দার রাজা আউট হন খুশদিল শাহর বলে। তবে এখান থেকেই ফের ঘুরে দাঁড়ায় লাহোর।
শেষ দিকে আব্দুল্লাহ শফিকের সঙ্গে জুটি গড়ে ব্যাট হাতে ঝড় তোলেন অধিনায়ক শাহিন আফ্রিদি। ৪০ বলে ৬৫ রান করে আনোয়ার আলির বলে শফিক যখন বিদায় নেন, তখনো লাহোরের রান ১৮.৪ ওভারে ১৭৮। ৮ চার ও ২ ছয়ে ইনিংসটি খেলেন তিনি। ১৫ বলে ২ চার ও ৫ ছয়ে ৪৪ রান করেন লাহোর অধিনায়ক।
বড় লক্ষ তাড়া মুলতানকে ভালো শুরু এনে দেন উসমান খান-মোহাম্মদ রিজওয়ান। ১২ বলে ১৮ রান করে বিদায় নেন উসমান। এরপর রিজওয়ান-রুশোর ব্যাটে দারুণভাবে লাহোরের। ১০.৩ ওভারে রুশো যখন বিদায় নেন তখন দলের স্কোরকার্ডে জমা পড়েছে ১০৫ রান। ৩২ বলে ৭ চার ও ২ ছয়ে ৫২ রান করে রশিদ খানের শিকারে পরিণত হন রুশো।
এক ওভার পর বল হাতে ফিরে রিজওয়ানকেও ফেরান রশিদ। ২৩ বলে ৩৪ রান করেন তিনি। বল হাতে ৪ ওভারে ৫১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি। সমান ওভারে মাত্র ২৬ রান দিয়ে ২ উইকেট নেন রশিদ খান। ৩১ রানের বিনিময়ে ১টি উইকেট নেন ডেভিড ভিসে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

কোটি টাকা চাঁদা দাবি, কলাবাগান থানার ওসিসহ এসআই প্রত্যাহার

ডাক্তারদের সঙ্গে সাক্ষাৎ নয়, ওষুধ কোম্পানির তথ্য দেবে শুধু ই-মেইলে

পাকুন্দিয়ার বেবুধ রাজার দিঘি

আম কুড়াতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘোড়াঘাটে এক শিশুর মৃত্যু

দুই বোল্ড স্টাইলে কিলার লুকে রাইমা

সউদীতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে সিলেটে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল

পুতিনের আশা, ইউক্রেনে পারমাণবিক হামলার দরকার পড়বে না

হাসিনার মতো বন্ধু থাকলে কি শত্রুর প্রয়োজন হয়? মোদিরও লেগেছে শনির দশা!

সাতক্ষীরার তালায় কালভার্টের নীচ থেকে মহিলার লাশ উদ্ধার!

কালীগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

এবার দক্ষিণ কোরিয়া মাতাবেন মডেল-অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

বিনিয়োগ কিংবদন্তি ওয়ারেন বাফেটের বিদায় ও নতুন নেতৃত্বের সূচনা

আদালতে পুলিশের সঙ্গে চিৎকার-চেঁচামেচি হাজী সেলিমের

মাইক্রোসফট এখন বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল স্বাস্থ্য সংস্কার কমিশন

কোটালীপাড়ায় ইজিবাইক চোর রুহুল আমিন গ্রেফতার

নিজ বাসায় থাকার অধিকার ফিরে পেলেন তুরিন আফরোজের মা

সুনামগঞ্জে ভারতীয় রুপিসহ বাংলাদেশী নাগরিক আটক

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রতি শেষ শ্রদ্ধা, সুপ্রিম কোর্টে অর্ধদিবস বন্ধ বিচারকাজ