ওয়ানডেতে ১১ ওভারেই অস্ট্রেলিয়ায় বিধ্বস্ত ভারত
১৯ মার্চ ২০২৩, ১০:৩৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৮:১৮ পিএম
আগাম টিকিট কেনা দর্শকরা চিন্তায় ছিলেন, খেলাটা দেখতে পারবেন কিনা! সেই চিন্তা ছিল বৃষ্টির কারণে ম্যাচ হওয়া নিয়ে। তবে বৃষ্টি বন্ধ হওয়ায় যে ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়াল, সেটি বরং না হলেই ভালো হতো বলে ভাবতে পারেন তারা। বিশাখাপত্তমের ম্যাচটিতে যে ভারত অস্ট্রেলিয়ার কাছে ¯্রফে উড়ে গেছে। ৩৯ ওভার হাতে রেখে অস্ট্রেলিয়া জিতেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। বল বাকি থাকার দিক থেকে এটিই ভারতের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় হার। এর আগে ২০১৯ সালে নিউজিল্যান্ডের কাছে ম্যাচ হেরেছিল ১৪.৪ ওভারের মধ্যে।
গতকাল ব্যাটিংয়ে নেমে মিচেল স্টার্ক আর শেন অ্যাবোটদের তোপে ২৬ ওভারে ১১৭ রানেই গুটিয়ে যায় রোহিত শর্মা-বিরাট কোহলিদের ইনিংস। এর পর মোহাম্মদ শামি-সিরাজদের ওপর ঝড় বইয়ে দিয়ে মিচেল মার্শ-ট্রাভিস হেডরা ম্যাচ বের করে নেন মাত্র ১১ ওভারে! ১০০ ওভারের ম্যাচ ৩৭ ওভারের মধ্যে জিতে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা এনেছে অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আগামীকাল চেন্নাইয়ে।
বিশাখাপত্তমের ম্যাচটিতে ভারত ম্যাচ থেকে ছিটকে যায় প্রথমার্ধেই। টস হেরে ব্যাট করতে নামার পর মাত্র ২ ঘণ্টা ২০ মিনিটেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। শুরুটা হয় স্টার্কের করা প্রথম ওভারে শুবমান গিলের আউট দিয়ে। শরীরের বাইরে বল খেলতে গিয়ে পয়েন্টে লাবুশেনের হাতে ক্যাচ দেন গিল। একইভাবে স্টার্কের অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে সিøপে ক্যাচ দেন অধিনায়ক রোহিতও। জোড়া ধাক্কা সামলাতে নামা সূর্যকুমার প্রথম বলেই পড়েন এলবিডব্লিউর ফাঁদে। খানিক পর একই পরিণতি হয় আগের ম্যাচে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলা লোকেশ রাহুলেরও।
অপর প্রান্তে অ্যাবোট এসে হার্দিক পান্ডিয়াকেও তুলে নিলে ৮.৪ ওভারে ৪৮ রানের মধ্যেই ৫ উইকেট হারায় ভারত। ২০১৯ বিশ্বকাপের পর এই প্রথম পাওয়ার প্লের ভেতরে চার বার তার বেশি উইকেট হারিয়েছে ভারত। তবে কোহলিকে কেন্দ্র করে তখনো ঘুরে দাঁড়ানোর আশায় ছিল ভারত। গ্লেন ম্যাক্সওয়েলের জায়গায় সুযোগ পাওয়া নাথান ইংলিস সে আশায় গুঁড়েবালি দেন। প্রথমে কোহলিকে ফেলেন এলবিডব্লিউর ফাঁদে, এর পর রবীন্দ্র জাদেজাকে ফেরান অ্যালেক্স ক্যারির ক্যাচ বানিয়ে। কোহলি ৩৫ বলে ৩১ আর জাদেজা ৩৯ বলে ১৬ রান করে যান। ভারতের রান সংখ্যার এক শর ঘর পার করান মূলত অক্ষর প্যাটেল। শেষ পর্যন্ত অপরাজিত থাকা এই বাঁহাতি ২ ছয় ১ চারে ২৯ বলে ২৯ রান করেন।
মোহাম্মদ সিরাজের স্টাম্প ভেঙে ম্যাচে ৫ উইকেট পূর্ণ করে নেন স্টার্ক। ম্যাচে পাঁচ উইকেটের দিক থেকে স্টার্ক এখন ওয়ানডে ইতিহাসে যৌথভাবে তৃতীয়। ব্রেট লি ও শহীদ আফ্রিদিদের মতো তারও ম্যাচে ৫ উইকেট এখন ৯টি। ১৩ ও ১০টি নিয়ে প্রথম দুইয়ে যথাক্রমে ওয়াকার ইউনিস ও মুত্তিয়া মুরালিধরন।
বোলিংয়ের দুরন্ত গতি ব্যাটিংয়েও ধরে রাখে অস্ট্রেলিয়া। দুই ওপেনার মার্শ ও হেড দুজনই ব্যাট চালিয়েছেন দ্রুত শেষ করার তাড়ায়। ১১তম ওভারের শেষ বলে জয় নিশ্চিত করার সময় মার্শ অপরাজিত ৩৬ বলে ৬৬ রানে, হেড ৩০ বলে ৫১ রানে। ৬টি করে ছয় ও চারে গড়া ইনিংসের কারণে ম্যাচসেরা হন মার্শ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বারষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
মোহনপুর উপজেলা বিএনপি দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি মুন সাধারণ সম্পাদক মাহবুব বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না:সালাম
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
আমার খাবার কি ফর্টিফায়েড?
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
নির্বাচনে কারা যোগ্য, সে সিদ্ধান্ত নেবে ইসি: বদিউল আলম মজুমদার
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
রেমিট্যান্সে সুবাতাস: ডিসেম্বরের ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার
প্রশাসন ক্যাডারের ‘ইয়াং অফিসার্স’ ফোরামের সভাপতি শুভ, সাধারণ সম্পাদক জয়
ইউনিলিভার বাংলাদেশ ও কেওক্রাডং বাংলাদেশ’র উদ্যোগে সেন্ট মার্টিন দ্বীপে হলো ‘কোস্টাল ক্লিনআপ’
তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের বিশিষ্ট সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ
রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ হতে দেয়া যাবে না