রেকর্ড গড়া হলো না বাংলাদেশের
২৭ মার্চ ২০২৩, ০৪:২৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৯ পিএম
অল্পের জন্য বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়ার সম্ভাবনা। বৃষ্টির কারণে চার বল বাকি থাকতেই শেষ হয়ে গেছে বাংলাদেশের ইনিংস। আইয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান করেছে বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ২১৫ রান, শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৫ সালে। আগে ব্যাট করে এটি ২১১ রান, একই বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বৃষ্টির কারণে কোনোটিই ছাড়ানোর সুযোগ পেল না বাংলাদেশ। সোমবার চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে পাওয়ার প্লেতে ঝড় তোলেন দুই ওপেনার।
ওপেনিংয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের কীর্তি গড়েন তারা। ৬ ওভারে বিনা উইকেটে ৮১ রান পূর্ণ করেন। লিটন ও রনি ভেঙে দিলেন পাঁচ বছরের বেশি সময় ধরে টিকে থাকা রেকর্ড। ২০১৮ সালের ১০ মার্চ কলম্বোয় নিদাহাস ট্রফিতে পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৭৪ রান তুলেছিল বাংলাদেশ।
টাইগারদের প্রতিপক্ষ ছিল স্বাগতিক শ্রীলঙ্কা। সেদিনও ডানহাতি তারকা লিটনের ব্যাটে উঠেছিল ঝড়। দারুণ শুরুর পর ইনিংসের ৭.১ ওভারে দলীয় ৯১ রানের মাথায় ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লিটন। ২৩ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৪৭ রান করেন এই ওপেনার। ওয়ানডাউনে ব্যাটিংয়ে নেমে শান্ত ফেরেন ১৪ রানে।
তবে আন্তর্জাতিক প্রথম টি-টোয়েন্টিতে হাফঞ্চুরি পূর্ণ করেন রনি তালুকদার। ২৪ বলে ৬টি বাউন্ডারি ও দুই ছক্কায় হাফসেঞ্চুরি পূর্ণ করে তার ইনিংস থামে ব্যক্তিগত ৬৭ রানে। ৩৮ বলে ৭ বাউন্ডারি ও তিন ছক্কায় এ রান করে দলীয় ১৫৪ রানের মাথায় বিদায় নেন তিনি। শামিম হোসেন ২০ বলে ৩০ করে আউট হলে হৃদয় ফেরেন ব্যক্তিগত ১৩ রানে। শেষ ওভারে ম্যাচে বৃষ্টি হানা দেয়। বৃষ্টির কারণে ৪ বল বাকি থাকতেই ১৯.২ ওভারে খেলা থামাতে হয়। তার আগে সাকিব আল হাসান ২০ ও মিরাজ ৪ রান করে অপরাজিত থাকেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শেষ বিকেলে লুইস-অ্যাথানেজের 'আক্ষেপে' ম্যাচে ফিরল বাংলাদেশে
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়