বাবর-রিজওয়ানের গুরুত্ব বুঝল পাকিস্তান
২৭ মার্চ ২০২৩, ০৯:৫২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৫:৪৪ পিএম
টি-টোয়েন্টি গত তিন বছর ধরে অবিশ্বাস্য ধারায় রান করছেন পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তাদের গড়টাও অবিশ্বাস্য। তবে এই দুই ব্যাটারের স্ট্রাইকরেট আধুনিক টি-টোয়েন্টির সঙ্গে যায় না বলে অনেকের ধারনা। পাওয়ার প্লেতে টুক টুক করে রান তোলার ধরণটাও পছন্দ হয় না অনেকের। এজন্য প্রচুর সমালোচনাও হয় তাদের। তবে শারজার আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজে কঠিন উইকেটে তাদের প্রয়োজনীয়তা টের পেয়েছে পাকিস্তান। পরশুরাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হারে প্রথমবারের মত আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খোয়ালো তারা। পাকিস্তানের ৭ উইকেটে তোলা ১৩০ রান ৭ উইকেট ও ১ বল হাতে রেখেই টপকে যায় আফগানরা।
প্রথম টি-টোয়েন্টিতে ২০ ওভারে ৯২ রান তোলা পাকিস্তান দ্বিতীয় ম্যাচেও রানে ফিরতে পারেনি। প্রথম ওভারেই ফজলহক ফারুকী দুই উইকেট তুলে নেয়ার পর পাল্টা আক্রমণ করেছিলেন মোহাম্মদ হারিস। কিন্তু চতুর্থ ওভারে তিনিও বিদায় নেন। বাবর বা রিজওয়ানের ভূমিকাটা নিতে হয় পাঁচে নামা ইমাদ ওয়াসিমকে। তার ৫৭ বলে ৬৪ রানের ইনিংস পাকিস্তানকে ১২০ পার করায়। আর পিএসএলে নিয়মিত ঝড় তোলা ব্যাটসম্যানরা ইমাদের অন্য পাশে তাদের কাজটা করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ বলে ৩২ রান অধিনায়ক শাদাব খানের।
বাবর-রিজওয়ানের ভূমিকাটা আফগান দলে পালন করেছেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। তারা একশর কম স্ট্রাইকরেটে যথাক্রমে ৪৪ ও ৩৮ রান করেন। তাদের ধীরস্থির শুরুতে শেষ দিকে প্রয়োজনীয় রানরেট ১০ এর ওপরে চলে গিয়েছিল। তবে নাজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ নবীর ১৫ বলে ৩১ রানের জুটি ১ বল হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে আফগানিস্তানের। এমন জয়ে গর্বিত আফগান অধিনায়ক রশিদ খান, ‘এমন দুর্দান্ত দলের নেতৃত্ব দেয়া দারুণ আনন্দের ও সম্মানের।’
ওদিকে প্রথম পাকিস্তানি অধিনায়ক হিসেবে আফগানিস্তানের কাছে ম্যাচ ও সিরিজ হারের স্বাদ পাওয়া শাদাব খান দলের দুই সিনিয়রের গুরুত্ব তুলে ধরেছেন সবার কাছে, ‘বাবর ও রিজওয়ান ভালো খেলুক বা খারাপ খেলুক, মানুষ সমালোচনা করে। স্ট্রাইক রেট নিয়ে তাদের সমালোচনা চলতেই থাকে। পাকিস্তানের মানুষ অবশেষে বুঝবে অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। পারফরম্যান্স বিবেচনায় আমাদের সিনিয়র খেলোয়াড়েরা প্রাপ্য শ্রদ্ধা পাননি।’
এমন দিনে ৫টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য বহুল আকাক্সিক্ষত নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষনা করেছে পাকিস্তান। অবধারিতভাবে সাদা বলের দুই দলের নেতৃত্বই ফিরেছে বাবরের হাতে। ঘরের মাঠ লাহোরে ১৪-১৭ এপ্রিল প্রথম তিন টি-টোয়েন্টি খেলে ২০-২৬ এপ্রিল বাকি দুই ম্যাচের পর একটি ওডিআই খেলতে রাওয়ালপিন্ডি যাবে দল দুটি। সিরিজের শেষটা হবে করাচিতে। যেখানে ৩ এপ্রিল থেকে ৭ মের মধ্যে অবশিষ্ট চারটি ওয়ানডে খেলবে পাকিস্তান-নিউজিল্যান্ড। রমজানের কারণে সিরিজের অনুশীলন হবে রাতের বেলায়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা