সাকিব-লিটনকে নিয়েই বাংলাদেশ
০১ এপ্রিল ২০২৩, ১১:১৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০১:০৯ পিএম
ওয়ানডে টি-টোয়েন্টিতে দাপুটে সিরিজ জয়ের পর এবার টেস্ট পরীক্ষার পালা। সে লক্ষ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ। অনেক আলোচনা, গুঞ্জন থাকার পরও সাকিব আল হাসান ও লিটন দাসকে রেখেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৪ এপ্রিল শুরু হতে যাওয়া টেস্টের দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার খেলবেন সাকিব ও লিটন। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দলে থাকায় টুর্নামেন্টের শুরু থেকে বাংলাদেশের এ দুই তারকাকে পাচ্ছে না কলকাতা।
ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলা সর্বশেষ টেস্ট দল থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী, জাকির হাসান, রেজাউর রহমান, নাসুম আহমেদ ও নুরুল হাসান। আয়ারল্যান্ড টেস্ট দিয়ে দলে ফিরছেন চোটের কারণে ভারত সিরিজ না খেলা তামিম ইকবাল। তার সঙ্গী হয়েছেন সাদমান ইসলাম, শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন। তামিমের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে জাকিরের টেস্ট অভিষেক হয়েছিল। চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরিও করেন জাকির। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে হাতে চোট পাওয়ায় ছিটকে যান দল থেকে। এবার তাই জাকিরকে ছাড়াই টেস্ট দল ঘোষণা করতে হয়েছে। এই বাঁহাতি ওপেনারের চোটে কপাল খুলেছে সাদমান ইসলামের।
সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট লিগে ২ ম্যাচে ৩ ইনিংস খেলে ৩৭৬ রান করেছেন তিনি, এর মধ্যে একটি ডাবল সেঞ্চুরি, আরেকটি সেঞ্চুরি। ‘এ’ দলের হয়েও ভালো খেলেছেন ১৩ টেস্ট খেলা এই বাঁহাতি ওপেনার। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সাদমানের ছন্দে ফেরাটাকে দলের জন্য সুখবরই বললেন, ‘ঘরোয়া ক্রিকেটে ও ভালো করেছে, ‘এ’ দলেও ভালো খেলেছে। টেস্ট খেলার অভিজ্ঞতা থাকা এমন ক্রিকেটাররা রান করলে আমাদের কাজা সহজ হয়ে যায়। আশা করি, সে ভালো করবে।’
চোটের কারণে ভারত সিরিজের দলে ছিলেন না শরীফুল ও ইবাদত। দুজনই আয়ারল্যান্ড টেস্ট দিয়ে দলে ফিরেছেন। তাঁদের জন্য জায়গা ছাড়তে হয়েছে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা রেজাউর ও নাসুমকে। এ ছাড়া ওয়ানডে, টি-টোয়েন্টির পর এবার টেস্ট দল থেকেও বাদ পড়েছেন কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান। ব্যাক-আপ উইকেটকিপার হিসেবেও কাউকে রাখা হয়নি। এ ব্যাপারে মিনহাজুলের ব্যাখ্যা, ‘আমরা টেস্টে সব সময় সোহানকেই (নুরুল হাসান) বিবেচনা করি। এবার ঘরের মাঠে খেলা, তাই সংখ্যাটা বড় করার প্রয়োজন হয়নি। এই জন্যই আমরা ১৪ জনের দল দিয়েছি। নিয়মিতরাও চোট থেকে সুস্থ হয়ে ফিরেছে।’
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম ও মাহমুদুল হাসান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত