আইপিএলে খেলছেন না সাকিব, পোয়াবারো মোহামেডানের
০৩ এপ্রিল ২০২৩, ১০:০৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১২:৪৮ পিএম

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টটি না খেলে সাকিব আল হাসান ও লিটন দাস আইপিএলে খেলতে চলে যান কি না, এই জল্পনা-কল্পনায় ভাসতে ভাসতেই শেষ হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ। সাকিব শেষ পর্যন্ত কাল থেকে শুরু টেস্টটা খেলছেন। তবে তার আগের দিন, গতকাল জানা গেল উল্টো খবর- সাকিব এবার আইপিএলেই খেলছেন না। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার কোনো ম্যাচেই দেখা যাবে না তাঁকে।
জাতীয় দলের খেলা থাকার কারণে সাকিব আইপিএলের শুরুর মতো পরের দিকেও কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলতে পারতেন না। আয়ারল্যান্ড সিরিজের কারণে শুরুটা তো মিস করেছেনই, পরের দিকেও মিস করতেন কারণ, বাংলাদেশ দল তখন ইংল্যান্ডে যাবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ খেলতে। সিরিজটা হবে ৯ থেকে ১৪ মে। তার আগে ৫ মে আছে একটা প্রস্তুতি ম্যাচও। আর আইপিএল শেষ হবে ২৮ মে।
প্রস্তাবটা তাই এসেছে সাকিবের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইটরাইডার্সের কাছ থেকেই। সূত্র জানিয়েছে, যেহেতু টুর্নামেন্টের অনেকটা সময় তারা সাকিবকে দলে পাবে না, সাকিবের পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটারকে দলে নিতে চায় কলকাতা। সাকিবকে সেই অনুরোধই জানানো হয়েছে কলকাতা থেকে। তিনি যদি না খেলেন, তাহলে তারা অন্য বিদেশি ক্রিকেটার নিতে পারে। চুক্তি অনুযায়ী সাকিবের সুযোগ ছিল, কলকাতার অনুরোধে সাড়া না দিয়ে শুধু জাতীয় দলের ব্যস্ততার বাইরের সময়টুকুর জন্যই নিজেকে আইপিএলে ‘এভেইলেবেল’ রাখা। চুক্তির শর্তের কারণে তখন কলকাতাও সেটা মানতে বাধ্য থাকত। কিন্তু কলকাতার সঙ্গে সাকিবের সম্পর্ক অনেক দিনের। সেই সুসম্পর্কের কারণেই তিনি তাদের প্রস্তাব মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সাকিব আইপিএলে না খেলা মানে মোহামেডানের কপাল খুলে যাওয়া। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে আজ শুরু একমাত্র টেস্টের পর প্রিমিয়ার ক্রিকেট লিগে মোহামেডানের হয়েই খেলবেন সাকিব। এ ব্যাপারে জানতে চাইলে মোহামেডান পরিচালক সাব্বির বলেছেন, ‘সাকিব আমাদের নিশ্চিত করেছে, আইপিএলে না গেলে ৮ এপ্রিলের পর থেকে মোহামেডানের হয়ে খেলবে। মোহামেডান সুপার লিগে গেলে তখনো তাকে পাব আমরা।’
জানা গেছে, কলকাতা নাইটরাইডার্স একই প্রস্তাব দিয়েছিল লিটন দাসকেও। কিন্তু লিটন সে প্রস্তাবে রাজি হননি। তিনি জাতীয় দলের খেলার বাইরের সময়টুকুতে আইপিএল খেলতে চান। বিসিবিও সাকিব, লিটনকে সেভাবেই আইপিএলের জন্য অনাপত্তিপত্র দিয়েছে। বাংলাদেশের আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান অবশ্য এরই মধ্যে যোগ দিয়েছেন আইপিএলে তার দল দিল্লি ক্যাপিটালসে। আয়ারল্যান্ড সিরিজের টেস্ট দলে নেই তিনি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আশা বাড়ালো চেলসি

ইসরাইলি বিমানবন্দরে হুথি হামলা, ইরানকে প্রতিশোধের হুঁশিয়ারি নেতানিয়াহুর

সব বিদেশি চলচ্চিত্রের ওপর ট্রাম্পের শতভাগ শুল্ক আরোপের ঘোষণা

ফ্যাসিস্টদের বিচারে সরকারের ব্যর্থতায় গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের জীবন হুমকির মুখে: নাছির

হাসনাতের ওপর হামলা, শিবির সভাপতির হুঁশিয়ারি

বায়ার্নের শিরোপা পুনরুদ্ধার, কেইনের অপেক্ষার অবসান

নাগরিক কমিটি থেকে ইমির পদত্যাগ

গাজায় ফের ইসরায়েলি নৃশংসতা, একদিনে নিহত আরও ৪০ ফিলিস্তিনি

খরুচে রিশাদ, জেতেনি দলও

কটিয়াদীতে দেড় বছরের শিশুর গলায় লিচুর বিচি আটকে মৃত্যু

ঝিকরগাছায় আ.লীগ-যুবলীগের ৭ নেতা গ্রেপ্তার

ব্রাজিলে লেডি গাগার কনসার্টে বোমা হামলার ছক,মূল পরিকল্পনাকারীসহ আটক–২

গাজায় যুদ্ধ আরও বিস্তৃত করতে লাখো রিজার্ভ সৈন্য ডাকছে ইসরায়েল

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে মাঠে নেমেছে এনসিপির, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আটক ২

সাবেক মন্ত্রী-এমপি-মেয়র সহ যারা হলেন বৈষম্য বিরোধী আন্দোলনে সিলেটে হামলা ঘটনা মামলার আসামী

হাসিনার কুশপুত্তলিকার সঙ্গে হেফাজতের কোনো সম্পর্ক নেই

রাস্তায় যানজট সৃষ্টির দায়ে ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

গুজব ও অপতথ্য মোকাবিলায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে তথ্য কর্মকর্তাদের

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে এবি পার্টির শোক প্রকাশ