তাইজুলের বিষাক্ত স্পিনে ২১৪ রানে গুটিয়ে গেল আয়ারল্যান্ড
০৪ এপ্রিল ২০২৩, ০৫:০০ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৫৬ পিএম

বাংলাদেশ সফরে এক মাত্র টেস্টে তাইজুলের বিষাক্ত স্পিনে ২১৪ রানে গুটিয়ে গেছে আয়ারল্যান্ড। মঙ্গলবার মিরপুরে প্রথম দিনে বল হাতে একাই ৫ উইকেট নিয়েছেন স্পিনার তাইজুল। মিরপুরে এক মাত্র টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা।
ব্যাটিংয়ে নেমে ম্যাচের ৫ম ওভারেই দলীয় ১১ রানের মাথায় প্রথম উইকেট হারায় সফরকারী আয়ারল্যান্ড। ১০ বলে ৫ রান করে শরিফুলের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান মারে কমিন্স। এরপর আর এক ওপেনার জেমস ম্যাককলাম অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে নিয়ে জুটি বাধার চেষ্টা করেন। দলীয় ২৭ রানের মাথায় আউট হয়ে যান জেমস ম্যাককলামও।
এবাদত হোসেনের বলে সেকেন্ড স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। তার আগে করেন ৩৪ বলে ১৫ রান। ব্যাক্তিগত ১৬ রানে তাইজুলের শিকার হন বালবির্নি।
চতুর্থ উইকেট জুটিতে ৭৪ রান তুলে নেন হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্ফার। তাদের জুটি আরও বড় হওয়ার আগে আঘাত হানে মিরাজ। ৯২ বলে ৬ চার ও ১ ছয়ে ঠিক ৫০ রানের ইনিংস খেলে মিরাজের বলে বোল্ড হন টেক্টর।
তার বিদায়ের পর আর এক রান যোগ হতেই বিদায় নেন পিটার মুর। তাইজুলের বলে তামিম ইকবালের হাতে ক্যাচ দেন ১ রান করা মুর। ক্রিজে স্থায়ী হতে পারেননি ক্যাম্ফারও। ৭৩ বলে ৩৪ রান করে তিনি সাজঘরে ফেরেন তাইজুলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে। ১২২-১২৪ রানের মধ্যে ৩ উইকেট হারায় আইরিশরা।
চা বিরতির পর আইরিশ শিবিরে আঘাত হানেন এবাদত। আক্রমণাত্মক হয়ে ওঠা অ্যান্ডি ম্যাকব্রাইন অফ স্টাম্পের বাইরের শট বলে সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডার মুমিনুল হকের হাতে। ৫৫ বলে এক চার ও এক ছক্কায় ১৯ রানে থামে তার ইনিংস। তাতে ১৫৯ রানে সপ্তম উইকেট হারায় আয়ারল্যান্ড। অষ্টম উইকেটে মার্ক অ্যাডায়ারকে নিয়ে আবার জুটি গড়ে তোলেন টাকার।
তাদের জুটি অবশ্য ৩০ রানের বেশি হতে দেননি তাইজুল। টাইগার স্পিনারকে সুইপ শট খেলতে গিয়ে ক্রিজ থেকে পা কিছুটা বের করে নেন টাকার। সে সুযোগে স্টাম্প তুলে নেন লিটন। তাতে দলের শেষ ব্যাটারকে হারিয়ে ফেলে আয়ারল্যান্ড।
এরপর আবার আক্রমণে এসে আইরিশদের শেষ ভরসা মার্ক অ্যাডায়ারকে ফিরিয়ে ইনিংসে নিজের পঞ্চম উইকেট তুলে নেন তাইজুল। ৫২ বলে ৫ চার ও এক ছক্কায় ৩২ রান করে এ ব্যাটার তাইজুলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। পরের ওভারে এসে মিরাজ বোল্ড করেন গ্রাহাম হিউমকে। তাতে ২১৪ রানেই থামে আইরিশদের ইনিংস।
বল হাতে একাই ৫ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। দুটি করে উইকেট তুলে নিয়েছেন এবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

আজ ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক

রাফায় সুড়ঙ্গ ধ্বংস করতে গিয়ে ২ ইসরায়েলি সেনা নিহত

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা, ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা

শেরপুরে ভুয়া এক্সরে রিপোর্টে মেডিকেল সার্টিফিকেট প্রদানের অভিযোগ

৫ মে শাপলা চত্বরে ৯৩ শহীদের তথ্য প্রকাশ করলো হেফাজত

আবারও ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেলেন

কাশ্মীর সীমান্তে রাতভর ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি

রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনের চাকা ভেঙে বগি লাইনচ্যুত

লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আশা বাড়ালো চেলসি

ইসরাইলি বিমানবন্দরে হুথি হামলা, ইরানকে প্রতিশোধের হুঁশিয়ারি নেতানিয়াহুর

সব বিদেশি চলচ্চিত্রের ওপর ট্রাম্পের শতভাগ শুল্ক আরোপের ঘোষণা

ফ্যাসিস্টদের বিচারে সরকারের ব্যর্থতায় গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের জীবন হুমকির মুখে: নাছির

হাসনাতের ওপর হামলা, শিবির সভাপতির হুঁশিয়ারি

বায়ার্নের শিরোপা পুনরুদ্ধার, কেইনের অপেক্ষার অবসান

নাগরিক কমিটি থেকে ইমির পদত্যাগ

গাজায় ফের ইসরায়েলি নৃশংসতা, একদিনে নিহত আরও ৪০ ফিলিস্তিনি

খরুচে রিশাদ, জেতেনি দলও

কটিয়াদীতে দেড় বছরের শিশুর গলায় লিচুর বিচি আটকে মৃত্যু