জুটিতে সাকিব-মুশফিকই সেরা
০৫ এপ্রিল ২০২৩, ১১:২৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৯ পিএম

দিনের শুরুতেই মুমিনুল হকের বিদায়। ৪০ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে বাংলাদেশ। কিন্তু বিপদে আরও একবার দাঁড়িয়ে গেল নির্ভরযোগ্য সেই জুটি। দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে উদ্ধার করলেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। শত রানের জুটিতে ছুঁয়ে ফেললেন হাবিবুল বাশার ও জাভেদ ওমর বেলিমের ১৬ বছর আগে করে রাখা কীর্তিও। গতকাল শেরেবাংলায় আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে আইরিশদের আলগা বোলিং কাজে লাগিয়ে দারুণ গতিতে ছুটে শতরানের জুটি গড়েন সাকিব ও মুশফিক। ¯্রফে ১০৯ বলে চলে আসে জুটির শত রান। টেস্ট ক্রিকেটে তাদের একশ ছোঁয়া পঞ্চম জুটি এটি। এখানেই তারা স্পর্শ করলেন হাবিবুল ও জাভেদ জুটির রেকর্ড।
টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শত রানের জুটির রেকর্ড এতদিন ছিল শুধু হাবিবুল-জাভেদ জুটির। ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত ৩২ ইনিংস একসঙ্গে ব্যাটিং করে পাঁচবার একশ পেরোয় এই জুটি। আরও পাঁচবার তারা যোগ করেন পঞ্চাশের বেশি রান। তাদেরকে ছুঁতে মুশফিক-সাকিব জুটির লাগল ৬৫ ইনিংস। পাঁচটি সেঞ্চুরি ছাড়াও ১৭টি পঞ্চাশ ছোঁয়া জুটি আছে বাংলাদেশের বর্তমান ও সাবেক টেস্ট অধিনায়কের। দুটিই এখন বাংলাদেশের রেকর্ড। বাংলাদেশের হয়ে চারটি করে শতরানের জুটি আছে চার জুটির। সেখানেও দুটি জুটিতে অংশীদারীত্ব আছে মুশফিকের। লিটন কুমার দাসের সঙ্গে ¯্রফে ১৭ ইনিংসেই ৪টি শতরানের জটি তার, মুমিনুলের সঙ্গে ৩০ ইনিংসে ৪টি। অন্য দুই জুটিতে নাম আছে তামিম ইকবালের। মুমিনুলের সঙ্গে তার ৪টি শতরানের জুটিও এসেছে ৩০ ইনিংসে, ইমরুল কায়েসের সঙ্গে ৪টি এসেছে ৫৮ ইনিংসে।
শুধু সেঞ্চুরি বা ফিফটিই নয়, রানের হিসেবেও বাংলাদেশের সেরা জুটি সাকিব-মুশফিক। চলতি টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চ পর্যন্ত তাদের জুটির সংগ্রহ ২ হাজার ৭৭৩ রান। বাংলাদেশের সর্বোচ্চ ৩৫৯ রানের জুটির রেকর্ডটিও তাদের। এছাড়া জুটি বেধে ২ হাজারের বেশি রান আছে কেবল আর একটি জুটির। তামিম ইকবাল ও ইমরুল কায়েস ৫৮ ইনিংসে একসঙ্গে ব্যাট করে তুলেছেন ২ হাজার ৪৩৩ রান। তিন সংস্করণ মিলিয়েও বাংলাদেশের সবচেয়ে সফল সাকিব ও মুশফিকের জুটি। ১৯২ ইনিংসে ১২টি শত রানের সঙ্গে ৩৮টি পঞ্চাশ রানের জুটিতে ৬ হাজার ৭৯৮ রান যোগ করেছেন এই দুজন। আর কোনো জুটির ৫ হাজার রানও নেই।
ব্যক্তিগত আরেক অর্জনেও একটি মাইলফলক ছুঁয়েছেন মুশফিক। ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি দিনের শুরুতেই। আগের দিন শেষ বলে আউট হন তামিম ইকবাল। গতকাল সকালে মুমিনুল হকের সঙ্গে ক্রিজে যান মুশফিক। চার নম্বরে তিনি সচরাচর ব্যাট করেন না। এ দিন দুর্দান্ত সব শটের পসরা সাজিয়ে সেঞ্চুরি করে ফেললেন দ্বিতীয় সেশনেই। এই পজিশনে যা তার প্রথম টেস্ট সেঞ্চুরি। সব মিলিয়ে দশম টেস্ট সেঞ্চুরিতে তিনি স্পর্শ করলেন তামিম ইকবালকে। বাংলাদেশের হয়ে এই দুজনের চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল আর মুমিনুল হকের (১১টি)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

সাম্য হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করতে হবে -গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন

“ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা” — রাবি শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে উত্তপ্ত ফাইন্যান্স বিভাগ

থাইল্যান্ড পালানোর পথে বিএনপি নেতা আটক

মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধের দাবিতে মানববন্ধন

৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিয়ে ঐক্যবদ্ধ করতে হবে জনগণকে - যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক

আন্তর্জাতিক যোগ্যতা অর্জনে শিক্ষার্থীদের প্রস্তুতিতে ভূমিকা রাখছে অর্কিড এসোসিয়েট - আসহাব উদ্দিন

ভালুকার সাবেক এমপি কাজিম উদ্দিন ঢাকায় গ্রেপ্তার

পিরোজপুরে জেলা বিএনপির সদস্য সচিবের নামে অপপ্রচার : প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা

প্রযুক্তির যুগে হারিয়ে যাচ্ছে সেই ঐতিহ্যবাহী শিলপাটা!

সব আসামির খালাসের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি ২৬ মে

মুক্তি পেলেন আরও ২৭ বিডিআর সদস্য, স্বজনদের চোখে আনন্দের অশ্রু

সিলেটে সন্ধ্যায় হতে পারে ঝড়-বৃষ্টি

ইশরাকের বিতর্কিত শপথ নিয়ে বিএনপিও কি জনভোগান্তির কারণ হলো?

তেজগাঁওয়ে শিশু রোজা মনি মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি ড্যাবের

উপদেষ্টা মাহফুজ আলমের উপর বোতল নিক্ষেপের ঘটনায় বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের তীব্র নিন্দা

বকশীগঞ্জে ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

মিলানকে হারিয়ে ৫১ বছর পর বোলোনিয়ার প্রথম শিরোপা

মৌলভীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

৩৪ হাজার ৫০০ মেট্রিকটন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ শুরু