অভিমানে দেশান্তরী হচ্ছেন ক্রিকেটার নাসির
৩০ এপ্রিল ২০২৩, ০৪:৪০ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:১৩ এএম
ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করেই জাতীয় দলে সুযোগ না পাওয়াতে অভিমানে দেশান্তরীত হচ্ছেন ক্রিকেটার নাসির হোসেন। সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০১৮ সালে। সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে রয়েছেন এই অলরাউন্ডার। তবুও জাতীয় দল কিংবা তার আশপাশে জায়গা পাচ্ছেন না, তাই নিজেকে অবহেলিত মনে করেন তিনি।
গত ফেব্রুয়ারির বিপিএলে দারুণ ফর্মে ছিলেন নাসির। ১২ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৩৬৬ রান, যা মুশফিকুর রহিম ও তামিম ইকবালের চেয়েও বেশি। মুশি ১৫ ম্যাচে ৩৫৭ ও তামিম ১০ ম্যাচে ৩০২ রান। শুধু ব্যাট হাতে পারফরম্যান্সই না, নাসির বল হাতে নেন ১৬ উইকেট, যা টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ। বিপিএলের মতো নাসির পারফর্ম করছেন ডিপিএলেও। তবুও গত কয়েকটি সিরিজে জাতীয় দলের আশপাশেও ডাক মেলেনি তার।
এ নিয়ে শনিবার (২৯ এপ্রিল) একটি সংবাদমাধ্যমকে নাসির হোসেন বলেন, ‘দেখুন, আপনি যদি ঠিকমতো মূল্যায়ন না পান, তবে আপনি কেন বাংলাদেশে থাকবেন! আমার কাছে মনে হচ্ছে যে, আমাকে ঠিকঠাক মূল্যায়ন করা হচ্ছে না। তাই আমি আমেরিকা চলে যাব। এই কথা আমি আগেও বলেছি, এখনও বলছি। এই ডিপিএলের পরেই আমি যুক্তরাষ্টে যাচ্ছি, ওখানে মাইনর লিগ খেলা আছে। ওইটা খেলতে যাচ্ছি।’
যুক্তরাষ্ট্রে মাইনর লিগ খেলবেন নাসির। তার কি সেখানকার জাতীয় দলের হয়েও খেলার সম্ভাবনা আছে? এমন প্রশ্নে এ অলরাউন্ডার বলেন,‘ ওই বিষয়ে আমি এখনই কিছু বলব না। দেখি কী হয়, আমার কাছে যদি মনে হয় বাংলাদেশে সঠিক মূল্যায়ন হচ্ছে না, তা হলে হয়তো আমি অন্য কিছু চিন্তা করতেই পারি। বিষয়টি এমন নয় যে আমি আমেরিকায় চলে গেলে আর বাংলাদেশের হয়ে খেলব না, আমি অবশ্যই দেশের হয়েও খেলব।’
এছাড়া নাসির আরও বলেন, ‘কেন আমাকে দলে নেয়া হয়নি, তার কারণ আমি বলতে পারব না। তবে আমি আশা করেছিলাম, আয়ারল্যান্ড আর ইংল্যান্ড যখন এলো, ওখানে যে অনুশীলন ম্যাচগুলো হয়েছে, সেখানে হয়তো ডাক পাব। বা ছায়া দল অথবা বাংলা টাইগার্সে ডাক পাব। তার কিছুই আসলে হয়নি। কেন ডাকেনি জানি না। আমাকে দলে না নেয়ার কোনো কারণ নেই। আমার থেকেও খারাপ পারফর্ম করে অনেকে সুযোগ পেয়েছে। আমি তো আর নির্বাচকদের ফোন করে বলতে পারি না, কেন আমাকে দলে রাখা হয়নি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইভেন্টের সেরা লড়াইটি উপহার দিলেন আফরা-সানজিদা
ওয়েস্ট ইন্ডিজের রান পাহাড়ের পর জয়-জাকিরকে হারিয়ে চাপে বাংলাদেশ
নাটকীয় শেষ দশ মিনিটে দুই গোল শোধ করে বার্সাকে রুখে দিল সেল্তা
বিবর্ণ সিটিকে ইতিহাদেই বিধ্বস্ত করলো টটেনহ্যাম
নটিংহ্যামকে হারিয়ে চার ম্যাচের জয়খরা কাটালো আর্সেনাল
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক
পাঠ্যবই ছাপায় অনিয়মে আনন্দ প্রিন্টার্সকে সতর্কতা
দক্ষিণ লেবাননে ৬ চিকিৎসাকর্মী নিহত
জনগণের সাথে জনসংযোগ বাড়াতে হবে
আমরা যুদ্ধে বিশ্বাসী না কেউ গায়ে পড়লে জবাবের প্রস্তুতি রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
বাফুফের নতুন সভাপতি তাবিথের কাছে ২৭ রেফারির চিঠি
ফের বাড়লো সোনার দাম, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা
বাংলাদেশে খেলা নিয়ে অনিশ্চিয়তায় হামজা!
বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে অনূর্ধ্ব-২০ নারী সাফের খেলা
সিলেটে মাজিদের ফিফটি
অ্যাম্বাসেডর কাপ উশুতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন
মাদক শুধু ব্যক্তিকে নয় পরিবারকেও ধ্বংস করে
সাধারণ মানুষের পেটে লাথি মেরে আ.লীগ নিজেদের ভাগ্য গড়েছে : এমরান সালেহ প্রিন্স
ধর্মদ্রোহী সরকারের সময় কোনো ধর্মই নিরাপদ ছিল না
দৌলতখানে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক