এক ম্যাচ হেরে দুই ধাপ নিচে পাকিস্তান
০৮ মে ২০২৩, ১০:৪৭ পিএম | আপডেট: ০৯ মে ২০২৩, ১২:০৪ এএম
পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ পরাজয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। ৫ ম্যাচের সিরিজের প্রথম চারটিতেই হার কিউইদের। শেষ ম্যাচটি টম লাথামের দলের জন্য ছিল হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচার মিশন। সিরিজ নিশ্চিত করে ফেলা বাবর আজমদের জন্যও কেবল আনুষ্ঠানিকতা ছিল না পরশুর পঞ্চম ওয়ানডে। ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান পক্ত করতে জয়ের বিকল্প ছিল না স্বাগতিক পাকিস্তানের। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারের ৩ বল আগে ২৯৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ৪৬.১ ওভারে ২৫২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ফলে ৪৭ রানের জয়ের সঙ্গে হোয়াইটওয়াশের লজ্জা থেকেও বাঁচলো কিউইরা। সিরিজ শেষ হলো ৪-১ ব্যবধানে।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে উইল ইয়াংয়ের ৯১ বলে ৮৭, টম ল্যাথামের ৫৮ বলে ৫৯ ও মার্ক চ্যাপম্যানের ৩৩ বলে ৪৩ রানের ইনিংস নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেয়। তবে ৩৭তম ওভারে ৩ উইকেটে ২১৩ রান করে ফেলা সফরকারীরা শেষ ৫ ওভারে মাত্র ৩৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ৩ বল আগে ২৯৯ রানে থামে। শাহীন আফ্রিদি ৩টি উইকেট নেন। খরুচে দুই বোলার উসমান মির ও শাদাব খান শিকার করেন ২টি করে উইকেট।
এই সিরিজে সফরকারীরা ৩৩৬ রান তুলেও হেরেছিল, ১০ বল আগেই সে রান তাড়া করেছিল পাকিস্তান। তবে সে ম্যাচটি ছিল রাওয়ালপিন্ডিতে। করাচির উইকেটে ৩০০ রান বেশ কঠিন হয়ে গিয়েছিল স্বাগতিকদের জন্য। পাওয়ার প্লের মধ্যেই শান মাসুদ ও বাবর আজম সাজঘরে ফিরে যান। রিজোয়ানের ব্যর্থ হওয়ার দিনে ফখর জামান স্বভাব বিরোধী ৬৪ বলে ৩৩ রানের ইনিংস খেলেন। ৬৬ রানে ৪ উইকেট হারানো স্বাগতিকদের হয়ে, পঞ্চম উইকেট জুটিতে আগা সালমান ও ইফতিখার আহমেদ প্রয়োজনীয় রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাটিং করছিলেন। তবে সালমান ৫৭ রান করে ফিরলে অন্য কেউ আর ইফতিখারকে সঙ্গ দিতে পারেননি। ২৩০ রানে ৯ উইকেট হারায় পাকিস্তান। ইফতিখার তবু চেষ্টা করে যাচ্ছিলেন। কিন্তু সর্বশেষ ব্যাটসম্যান হারিস রউফও রানআউট হয়ে যান। ইনিংসের তখনো বাকি ২৩ বল। ৭২ বলে ৮ চার ও ২ ছক্কায় ৯৪ রান তোলে অপরাজিত থাকা ইফতিখারকে দলের পরাজয় মেনে নিয়ে মাঠ ছাড়তে হয়।
অন্যদিকে এই সিরিজের চতুর্থ ওয়ানডেতে ইতিহাস গড়েছিলেন বাবরের দল। ২০০২ সাল থেকে আনুষ্ঠানিকভাবে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশ হওয়ার পর, সেই ম্যাচে নিউজিল্যান্ডকে ১০২ রানে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ বসেছিল পাকিস্তান। তবে মাত্র ৪৮ ঘন্টা পরই সিরিজের শেষ ম্যাচে হেরে শীর্ষস্থান হারিয়ে ফেলেছে দলটি। ওয়ানডে ইতিহাসে সবচেয়ে কম সময়ের জন্য শীর্ষে থাকার রেকর্ডটি এখন পাকিস্তানের। এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারত মাত্র ৪ দিনের জন্য শীর্ষে উঠেছিল। তবে সে রেকর্ডও ভেঙে গেছে এই বছরের শুরুতে। জানুয়ারিতে নিউজিল্যান্ডের কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু ৩ দিন পরই সেটা কেড়ে নিয়েছিল ভারত। পরশু মাত্র ২ দিনে পাকিস্তানের কাছ থেকে শীর্ষস্থান উদ্ধার করল অস্ট্রেলিয়া।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইভেন্টের সেরা লড়াইটি উপহার দিলেন আফরা-সানজিদা
ওয়েস্ট ইন্ডিজের রান পাহাড়ের পর জয়-জাকিরকে হারিয়ে চাপে বাংলাদেশ
নাটকীয় শেষ দশ মিনিটে দুই গোল শোধ করে বার্সাকে রুখে দিল সেল্তা
বিবর্ণ সিটিকে ইতিহাদেই বিধ্বস্ত করলো টটেনহ্যাম
নটিংহ্যামকে হারিয়ে চার ম্যাচের জয়খরা কাটালো আর্সেনাল
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক
পাঠ্যবই ছাপায় অনিয়মে আনন্দ প্রিন্টার্সকে সতর্কতা
দক্ষিণ লেবাননে ৬ চিকিৎসাকর্মী নিহত
জনগণের সাথে জনসংযোগ বাড়াতে হবে
আমরা যুদ্ধে বিশ্বাসী না কেউ গায়ে পড়লে জবাবের প্রস্তুতি রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
বাফুফের নতুন সভাপতি তাবিথের কাছে ২৭ রেফারির চিঠি
ফের বাড়লো সোনার দাম, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা
বাংলাদেশে খেলা নিয়ে অনিশ্চিয়তায় হামজা!
বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে অনূর্ধ্ব-২০ নারী সাফের খেলা
সিলেটে মাজিদের ফিফটি
অ্যাম্বাসেডর কাপ উশুতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন
মাদক শুধু ব্যক্তিকে নয় পরিবারকেও ধ্বংস করে
সাধারণ মানুষের পেটে লাথি মেরে আ.লীগ নিজেদের ভাগ্য গড়েছে : এমরান সালেহ প্রিন্স
ধর্মদ্রোহী সরকারের সময় কোনো ধর্মই নিরাপদ ছিল না
দৌলতখানে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক