ওয়ানডে বিশ্বকাপের জন্য আট দল চূড়ান্ত
১০ মে ২০২৩, ০৪:৫৪ পিএম | আপডেট: ১০ মে ২০২৩, ০৪:৫৪ পিএম
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য আরও একটি দল চূড়ান্ত হল। সবশেষ অস্টম দল হিসেবে ভারতের মাটিতে বিশ্বকাপে সরাসির খেলার যৌগ্যতার অর্জন করল আরও একটি শক্তিশালী দল।
তবে নিজেরা খেলে নয়, ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার ফলে কপাল পুড়েছে আইরিশদের। ফলে ফলে আগেই পয়েন্ট তালিকায় এগিয়ে থাকায় বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে দলটি।
ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কপাল পুড়েছে আয়ারল্যান্ডের। তাতে সরাসরি বিশ্বকাপ খেলার সূবর্ণ সুযোগ হারিয়েছে তারা। তাতে অষ্টম দল হিসেবে সরাসরি খেলার টিকিট পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
আগামী ৫ অক্টোবর থেকে ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ১৩তম আসর। যেখানে অংশ নেবে মোট ১০ দল। ইতোমধ্যে ৮ দল নিশ্চিত হওয়ায় বাকি দুই দল বাছাইপর্ব খেলে বিশ্বকাপের মূলপর্বে আসবে। আগামী ১৮ জুন থেকে ৯ জুলাই জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে বাছাইপর্বের ম্যাচ।
বিশ্বকাপ বাছাইপর্ব খেলবে বেশ কয়েকটি বড় বড় দল। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, ওমান, নেপাল, আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র। তাদের মধ্য থেকেই দুই দল যুক্ত হবে ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বের ৮ দলের সঙ্গে।
বেশ কিছু দিন ধরেই ২০২৩ বিশ্বকাপ খেলার লক্ষ্যে একটি অলিখিত লড়াই চলছিল আয়রল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। যেই খেলার গুটি ছিল বাংলাদেশের হাতে। তবে বাংলাদেশের পরিবর্তে ভাগ্যের আসনে বসে পড়ে প্রকৃতি।
বৃষ্টির বাগড়ায় আয়ারল্যান্ডের সরাসরি খেলার সুযোগ ভেসে যায়। আর ভাগ্য খুলে যায় প্রোটিয়াদের। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে ওয়ানডে সুপার লিগে আইরিশদের পয়েন্ট ছিল ৬৮। আর দক্ষিণ আফ্রিকার ছিল ২১ ম্যাচে ৯৮।
বাংলাদেশকে এই সিরিজে ৩-০ তে হারাতে পারলেই ৩০ পয়েন্ট নিয়ে প্রোটিয়াদের সঙ্গে পয়েন্ট সমতায় ফিরত আয়ারল্যান্ড। এমন পরিস্থিতে নেট রানে এগিয়ে থেকে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ থাকত আইরিশদের সামনে।
তবে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুযোগটা হাতছাড়া হলো তাদের। আর তাতেই কোনো সমীকরণ ছাড়াই অষ্টম দল হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
ভারতে বসতে যাওয়া বিশ্বকাপে সরাসরি খেলার জন্য এখন পর্যন্ত ১৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। ১৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল ইংল্যান্ড, ১৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় দল বিশ্বকাপের স্বাগতিক ভারত।
আর ১৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ দল বাংলাদেশ। এরপর ১৩০, ১২০ ও ১১৫ পয়েন্ট নিয়ে পর্যায়ক্রমে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।
অবশ্য এখনও বিশ্বকাপে সূচি প্রকাশ করেনি আইসিসি। তবে ইতিমধ্যে বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যু ও শুরুর তারিখ প্রায় চুড়ান্ত। তাতে ক্রিকইনফোর সূত্রে আইপিএল শেষেই বিশ্বকাপের সূচি প্রকাশ করবে আইসিসি। সেখানে বিশ্বকাপে শুরু হবে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ওয়ানডে ক্রিকেটের বৈশ্বিক আসর। আর ফাইনাল ম্যাচ হবে ১৯ নভেম্বর।
উল্লেখ্য’ চলতি আসরের জন্য ১২টি স্টেডিয়ামের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচটি। আধুনিক এ স্টেডিয়ামে বসে একসঙ্গে খেলা দেখতে পারবেন ১ লাখ ৩২ হাজার দর্শক।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস
কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস
আজ ঢাকায় বাংলাদেশ-বেলজিয়াম রাজনৈতিক সংলাপ
চকরিয়ায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কুরস্কে ৪০ শতাংশ এলাকার দখল হারিয়েছে ইউক্রেন
আমরা জমিদার নই,মানুষের পাহারাদার : মমতা বন্দ্যোপাধ্যায়
জর্ডানে ইসরাইলি দূতাবাসের কাছে গুলি, বন্দুকধারী নিহত
ট্রাম্পের জয়ের পর ইলন মাস্কের সম্পদ বাড়ছে রকেট গতিতে
ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাজ্য, বহু ফ্লাইট বাতিল
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ১২০ ফিলিস্তিনি
ইভেন্টের সেরা লড়াইটি উপহার দিলেন আফরা-সানজিদা
ওয়েস্ট ইন্ডিজের রান পাহাড়ের পর জয়-জাকিরকে হারিয়ে চাপে বাংলাদেশ
নাটকীয় শেষ দশ মিনিটে দুই গোল শোধ করে বার্সাকে রুখে দিল সেল্তা
বিবর্ণ সিটিকে ইতিহাদেই বিধ্বস্ত করলো টটেনহ্যাম
নটিংহ্যামকে হারিয়ে চার ম্যাচের জয়খরা কাটালো আর্সেনাল
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক
পাঠ্যবই ছাপায় অনিয়মে আনন্দ প্রিন্টার্সকে সতর্কতা
দক্ষিণ লেবাননে ৬ চিকিৎসাকর্মী নিহত
জনগণের সাথে জনসংযোগ বাড়াতে হবে
আমরা যুদ্ধে বিশ্বাসী না কেউ গায়ে পড়লে জবাবের প্রস্তুতি রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা