মুস্তাফিজের ঝলকে নাটকীয় জয়ে সিরিজ বাংলাদেশের
১৫ মে ২০২৩, ০৫:৩২ এএম | আপডেট: ১৫ মে ২০২৩, ০৫:৩৮ এএম
মুস্তাফিজের ঝলকে নাটকীয় জয়ে সিরিজ বাংলাদেশের। রোববার রাতে ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে আয়ারল্যান্ডকে ৫ রানে হারিয়ে ২-০তে সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ২৭৪ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।
জবাবে ৯ উইকেট হারিয়ে ২৭০ রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়া। শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করলো তামিম ইকবালের দল।
টস হেরে ব্যাট করতে নেমে ৪ রান করে বিদায় নেন অভিষিক্ত রনি। এরপর তামিম ইকবালের সঙ্গী হন নাজমুল হোসেন শান্ত। আগের ম্যাচে সেঞ্চুরি করা শান্ত ৩২ বলে ৩৫ রান করে ক্রেইগ ইয়াংয়ের বলে স্লিপে ক্যাচ দেন। লিটন দাসও ৩৯ বলে ৩৫ রান করে ম্যাকব্রাইনের বলে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন মিড অফে। তবে শুরুতে জীবন পাওয়ার পর ১০ ম্যাচ পর এসে অবশ্য তামিম পান হাফ সেঞ্চুরির দেখা।
নিজের ব্যক্তিগত সংগ্রহ তিন অঙ্কে নিয়ে যেতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ৬ চারে ৮২ বলে ৬৯ রান করে জর্জ ডকরেলের বলে ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে ক্যাচ দেন তিনি। এদিন ১৩ রান করে বোল্ড হন তাওহীদ হৃদয়ও। দলীয় ১৮৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর দলের হাল ধরার চেষ্টা করেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ।
তাদের জুটিতে ৭৫ রান আসে। ৪৫ রান করে মুশফিক আউট হলে এই জুটি ভাঙে। অভিষিক্ত পেসার মৃত্যুঞ্জয়কে নিয়ে আর ৪ রান যোগ করে আউট হয়ে যান মিরাজও। তিনি ৩৯ বলে করেন ৩৭ রান।
জবাবে শুরুতেই উইকেট হারায় আয়ারল্যান্ড। ১৬ বলে ৪ রান করে মোস্তাফিজুর রহমানের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন স্টিফেন ডোহানি। এরপর পল স্টার্লিংয়ের সঙ্গে ৯৯ রানের জুটি গড়েন অধিনায়ক বালবার্নি। তাদের শক্ত জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আয়ারল্যান্ড। ৭৮ বলে ৫৩ রান করা বালবার্নিকে ফিরিয়ে দলকে কিছুটা স্বস্তি ফেরান এবাদত হোসেন। এরপর ৭৩ বলে ৬০ রান করা স্টার্লিংয়ের ফেরান মেহেদী হাসান মিরাজ।
এরপর আইরিশদের হাল থরার চেষ্টা করেন হ্যারি টেক্টর ও লরকান টাকার। ৪২তম ওভারে শান্তকে বোলিংয়ে নিয়ে আসেন অধিনায়ক তামিম ইকবাল। শান্ত পান আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম উইকেট। এরপর শেষে ঝলক দেখান মোস্তাফিজ। ৪ বলে ১ রান করা কার্টিসকে আউট করে চাপ আরও বাড়ান মোস্তাফিজ। ৪৫তম ওভারে এসে জর্জ ডকরেলকে আউট করেন তিনি। নিজের পরের ওভারে ৫০ রান করা টাকারকে বোল্ড করেন ফিজ।
এই পেসার ১০ ওভারে ৪৪ রান দিয়ে ৪ উইকেট নেন। শেষ দুই ওভারে ২৪ রান দরকার ছিল আয়ারল্যান্ডের। ম্যাচ-সেরা হন মোস্তাফিজ এবং সিরিজ সেরার পুরস্কার ওঠে শান্তর হাতে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নির্বাচন পরবর্তী সহিংসতায় মোজাম্বিকে নিহত ১০৩
সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব : সেনাপ্রধান
ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে ভুয়া প্রতিবেদন প্রচার
সৈয়দপুরে তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
পাকিস্তান থেকে সরাসরি আসছে জাহাজ, আমদানি বেড়েছে ২১ শতাংশ
হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের
স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা
সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি
পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি
ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা
ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০
যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক
বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ
হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন