গা বাঁচিয়ে খেলতে শেখেননি তাসকিন
২৩ মে ২০২৩, ১০:১৬ পিএম | আপডেট: ২৪ মে ২০২৩, ১২:০০ এএম
২০১৯ বিশ্বকাপে শেষ পর্যন্ত চোটের কারণেই শেষ মুহূর্তে ছিটকে যান দল থেকে। মিরপুরের হোম অব ক্রিকেটে সেবার তার চোখের কোনে অশ্রুর ধারা কাঁদিয়েছিল বহু ভক্তকূলকেও। এবার আরেকটি বিশ্বকাপ, তবে এবারও চোটের সঙ্গেই লড়াই চলছে তাসকিন আহমেদের। তবে এবার অনেক পরিণত, আরো ক্ষুরধার হয়ে ফেরার আশা সম্প্রতি পেস বোলিংয়ে বাংলাদেশের অন্যতম এই বড় শক্তির।
গত মার্চ থেকেই চোটের সঙ্গে লড়াই চলছে তাসকিন আহমেদের। পুনর্বাসনপ্রক্রিয়া শেষে বোলিংয়েও ফিরেছেন। ভারতে ওয়ানডে বিশ^কাপের সময় যত ঘনিয়ে আসছে, স্বাভাবিকভাবেই তাসকিনের চোট নিয়ে আলোচনা হচ্ছে মোটা দাগে। অনেকেই পরামর্শ দিয়েছেন ‘রয়ে সয়ে’ খেলতে। তবে ২৮ বছর বয়সী এ পেসার বলছেন, ‘গা বাঁচিয়ে খেলা’ তার পক্ষে সম্ভব নয়। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ স্বীকৃত ক্রিকেট ম্যাচ খেলা তাসকিন। সেখানেই বিশ্বকাপের বছরে চোট নিয়ে বাড়তি কোনো সতর্কতা কাজ করছে কি না তার মধ্যে, এমন প্রশ্নের জবাবে তাসকিন বলেন, ‘চোটের কারণে দলের বাইরে থাকার স্বাদটা কখনোই আনন্দদায়ক নয়। ক্রিকেটার হিসেবে খারাপ লাগে। ২০১৯ বিশ্বকাপে যখন বাদ পড়েছিলাম, ওই মুহূর্তটা খুব দুঃখজনক ছিল আমার জন্য। তবে এখন বুঝতে পারি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তারপর নিজের ওয়ার্ক-এথিকস, প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন এসেছে। ক্রিকেটার হিসেবে যা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন আল্লাহর রহমতে অনেক ভালো প্রক্রিয়ার মধ্যে আছি। একটা আত্মবিশ্বাস থাকে যে আমি নিজের শতভাগ দিচ্ছি এ ক্ষেত্রে। তাই ভালো কিছু হবে আশা করছি।’
তবে এরপরই যোগ করেছেন, ‘আরেকটা জিনিস যেটা, গা বাঁচিয়ে খেলা আমার জন্য সম্ভব নয়। বল হাতে নিয়ে খেলতে নামলে এটা মাথায় থাকেই না যে কীভাবে নিরাপদে খেলা যায়। আর আমি তো ফাস্ট বোলার। লাল-সবুজের হয়ে খেলাটা অনেক গর্বের একটা ব্যাপার। শুধু এটা না, ক্রিকেটটাই আসলে...। তো যখন খেলতে নামি, মাথায় এটা থাকে না যে সামনে বড় ইভেন্ট আছে না কী আছে। আল্লাহ যাতে সুস্থ রাখেন, এটাই সব সময় দোয়া করি।’ বোলিংয়ে ফিরে এর মধ্যে চারটি সেশন করেছেন তাসকিন, ক্রমান্বয়ে ওয়ার্কলোড বাড়াচ্ছেন। আপাতত আফগানিস্তান সফর দিয়েই জাতীয় দলে ফেরার আশা তার। আগামী মাসে শুরু এ সিরিজে খেলা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আল্লাহ যদি চান। এখন দেখি কী হয়।’
চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে একমাত্র টেস্টের পর ইংল্যান্ডে একই প্রতিপক্ষের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি খেলতে পারেননি। ক্রমেই উন্নতি করতে থাকা বাংলাদেশের পেস আক্রমণ অবশ্য তাসকিনের অভাব সেভাবে বুঝতে দেয়নি। বাংলাদেশের পেস আক্রমণ বিশ্বের সেরা হবে, সেই স্বপ্নের কথা আবারও জানিয়েছেন আজ তাসকিন, ‘এই ইউনিটটা ২-৩ বছর ধরে একত্রে কাজ করছে। এখন একটু আগের চেয়ে অবস্থানে এসেছে। আমাদের সবারই ইচ্ছা, এই পেস ইউনিটটা বিশ্বের সেরা হবে এবং সেই সামর্থ্যও আছে।’
ভারতে বিশ্বকাপ, যেখানে ব্যাটিং-সহায়ক উইকেট থাকবে অনেক ভেন্যুতেই। ফলে পেসারদের জন্য সামনে আরও বড় চ্যালেঞ্জ, তাসকিন মনে করিয়ে দিয়েছেন সেটিও, ‘সব পেস বোলার চাচ্ছে যেন ভালো করতে পারে। সামনে অনেক চ্যালেঞ্জিং খেলা আসছে। কন্ডিশনগুলা এত সহজ হবে না। ব্যাটিং–সহায়ক বা স্পোর্টিং হবে। তো ফাস্ট বোলার বা স্পিনার—সবারই অনেক চ্যালেঞ্জ থাকবে। ওটার জন্যই নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করতে হবে মনে করি।’ তবে এমন কন্ডিশনে ভালো করতে পারলে নিজেদের আত্মবিশ্বাস বেড়ে যাবে, এমন ইতিবাচক দিকও দেখেন তাসকিন, ‘হারানোর ভয়টা কম রেখে যদি এগোতে পারি, আমাদের জন্যই ভালো। এক-দুই দিন খারাপ দিন যেতে পারে যেকোনো বোলার বা ক্রিকেটারের। সেটা যাবেই। তবে আমার বিশ্বাস, আমরা আমাদের সেরা ছন্দের সর্বোচ্চটা বাস্তবায়ন করতে পারলে ওই কন্ডিশনেও ভালো করা সম্ভব। অবশ্যই চ্যালেঞ্জিং, তবে আমরা ওই চ্যালেঞ্জটা নেব ইনশাআল্লাহ।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা