এমন ঝলমলে দিনেও একটুর হতাশা
১৪ জুন ২০২৩, ১০:৪৬ পিএম | আপডেট: ১৫ জুন ২০২৩, ১২:০০ এএম
মাত্রই অস্ট্রেলিয়া-ভারত রোমাঞ্চকর এক ফাইনাল দিয়েই শেষ হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর। আরেকটি চক্রও শুরু হবে হবে করছে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজ দিয়ে। এর মাঝে অনেকটাই ম্যাড়ম্যাড়ে এক আবহ নিয়ে শুরুটা হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট। সেখানেও আছে ছন্দপতন। আফগানিস্তান দল যেমন সেরা তারকা রশিদ খানকে ছাড়াই এসেছে বাংলাদেশে, টাইগার শিবিরেও পতন ঘটেছে জোড়া তারকার- আঙুলের চোট নিয়ে খেলতে না পারা অধিনায়ক সাকিব আল হাসানের পর শেষ মুহূর্তে ছিটকে গেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবালও। সেই টেস্টের আগে মিরপুরের উইকেট নিয়েও হয়েছে বিস্তর আলোচনা। চেনা স্লো উইকেটও বনে গেছে সবুজ গালিচা! এমন একটি ম্যাচ নিয়ে খুব একটা আশাবাদী ছিলেন না খোদ বাংলাদেশের পাড় ভক্তরাও। তবে দিনের শুরুর ধাক্কা সামলে যে ঝলমলে এক ম্যাচের সাক্ষী হলো হোম অব ক্রিকেট তেমটি বাংলাদেশ খুব কমই পেয়েছে।
সাকিবের অবর্তমানে দেশের ১২তম টেস্ট অধিনায়ক হিসেবে টস করলেন লিটন দাস। আর এই শুরুটাই হয়েছে অনন্য এক কীর্তি গড়ার মধ্য দিয়ে। বিশ্বের প্রথম মাঠ হিসেবে টেস্ট খেলুড়ে ১২টি দেশকেই এই সংস্করণে স্বাগত জানাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। গত মার্চে এই মাঠে খেলে গেছে আয়ারল্যান্ড। এবার ১২তম দেশ হিসেবে খেলছে আফগানিস্তান। কিছুটা আক্ষেপ থাকলেও এমন দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। শুরুতে জাকির হাসানকে হারিয়ে বিপদে পড়া বাংলাদেশ দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়। দুজনের বিদায়ের পর মিডল অর্ডারে আসে এক ধাক্কা। তবে শেষ বিকেলে দায়িত্বশীল ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দিয়ে দলের সংগ্রহ সাড়ে তিনশো ছাড়িয়ে নিলেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। গরমের কারণে বারবার অনির্ধারিত বিরতিতে খেলার গতি হয়েছে মন্থর। গতকাল মিরপুরে টেস্টের প্রথম দিনে আধা ঘণ্টা বেশি খেলা চালিয়েও হয়েছে ৭৯ ওভার। ১১ ওভারের ঘাটতির ইনিংসে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩৬২ রান।
প্রথম সেশনে ১ উইকেটে ১১৬ রান, দ্বিতীয় সেশনে ১ উইকেটে ১১৯ রান। কিন্তু শেষ সেশনে ১২৭ তুলতে পড়ে ৩ উইকেট। তুলনামূলকভাবে দিনের শেষ বেলাতেই একটু ভোগে বাংলাদেশ। তবে মুশফিক ৬৯ বলে ৪১ ও মিরাজ ৬৬ বলে ৪৩ রানে অপরাজিত থেকে দিয়ে যাচ্ছেন ভরসা। ষষ্ঠ উইকেটে তাদের অবিচ্ছিন্ন জুটিতে এসে গেছে ৯৭ বলে ৭২ রান। দিনের দ্বিতীয় ওভারে উইকেট পড়লেও পরে বাকি প্রথম সেশনের পুরোটা মাহমুদুল হাসান জয়কে (৭৬) নিয়ে শাসন করলেন শান্ত। দ্বিতীয় সেশনেও একই অবস্থা। এবারও রান উঠল ওভারপ্রতি পাঁচের কাছাকাছি। প্রথম দুই সেশনে কেবল ২ উইকেট হারিয়ে ২৩৫ রান তুলে নিল বাংলাদেশ। কিন্তু শেষ সেশনে পুরো ভিন্ন চিত্র। আফগানিস্তান বোলারদের আলগা বোলিং দেখে মনে হচ্ছিল ভুল না করলে আউটের সুযোগ নেই। সেই ভুলই হলো একের পর এক।
ছন্দহীনতার আরেকটি ছবি দেখিয়ে মুমিনুল হক ফেরেন থিতু হওয়ার আগে, দারুণ সেঞ্চুরিতে ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়ার সুযোগ হাতছাড়া করে শান্তর বিদায় ছক্কার চেষ্টায়। অধিনায়ক লিটন দাসও করেন হতাশ। ২৩৫ রান নিয়ে শেষ সেশন শুরু করে শান্তই ফের টানছিলেন। আরেক প্রান্তে কিছুটা নড়বড়ে মুমিনুল থিতু হতে ভুগছিলেন, পারেনওনি। অভিষিক্ত ডানহাতি পেসার নিজাত মাসুদের লেগ স্টাম্পের বেশ বাইরের বলে ব্যাট লাগিয়ে ক্যাচ দেন কিপারের হাতে। তাকেও ফেরাতে রিভিউ নিতে হয় আফগানিস্তানকে। শান্ত থামতে পারতেন ১৪৩ রানে। নিজাতের বল টেনে নিয়ে বোল্ড হয়ে গিয়েছিলেন, কিন্তু নো বলের কারণে বেঁচে যান। জীবন পেয়ে আর কেবল তিন রান করতে পারেন দিনের সেরা ব্যাটার। হামজা হোটাককে উড়াতে গিয়ে লং অনে ধরা দেন তিনি। ১৭৫ বলে ২৩ চার, ২ ছয়ে থামে তার ১৪৬ রানের ইনিংস।
টেস্ট অধিনায়কত্বের অভিষেকের দিনে সবাইকে হতাশ করেছেন লিটন। রিষ্ট স্পিনার জাহিরের গুগলি বুঝতে না পেরে ড্রাইভ খেলতে গিয়েছিলেন। আউটসাইড এজড হয়ে তার ক্যাচ যায় সিøপে। ২৯০ রানে পঞ্চম উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ১ উইকেটে ২১৮ থেকে ২৯০ পর্যন্ত যেতে ৫ উইকেট। দারুণ প্রথম সেশনের পর ৭২ রানে ৫ উইকেট হারিয়ে আচমকা ধসে বদলে যায় ছবি। দিনভর আলগা বোলিং করেও ম্যাচে অনেকটা ফিরে আসে আফগানিস্তান। তবে তাদের আনন্দ পরে আর স্থায়ী হতে দেননি মুশফিক-মিরাজ। অনায়াসে রান আনতে থাকেন তারাও। ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে চাপ সামাল দেন মুশফিক ও মিরাজ। আরেক জুটি দাঁড়িয়ে যাওয়ায় বড় পূঁজির দিকেই যাচ্ছে বাংলাদেশ।
সকালে টস হেরে ব্যাট করতে দিয়ে জাকির হাসানকে শুরুতেই হারিয়েছিল স্বাগতিকরা। এরপরই খেলার গতি বদলে দেন শান্ত-জয়। দ্বিতীয় উইকেটে আনেন ২১০ রান। ওভারপ্রতি রান আসতে থাকে সাড়ে চার করে। দিন শেষেও অব্যহত ছিল এই গতি। ১১ ওভার কম খেলা হলেও ৩৬২ রান এসে গেছে বোর্ডে। পুরো ৯০ ওভার হলে একদিনে সর্বোচ্চ রান তোলার (৪ উইকেটে ৩৭৪) রেকর্ডও ছাড়িয়ে যেত। তবুও মিরপুরে প্রথম দিনে এটিই সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড। ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের করা ৩৬১ রান এত দিন ছিল সবার ওপরে। এই মাঠে স্বাগতিকদের আগের সর্বোচ্চ ৮ উইকেটে ৩৩০ রান, ২০১০ সালে করেছিল ইংল্যান্ডের বিপক্ষে। সব মিলিয়ে টেস্টের প্রথম দিনে বাংলাদেশের সর্বোচ্চ ৩৭৪ রান, শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৮ সালের চট্টগ্রাম টেস্টে।
প্রথম দুই সেশনেই দাপট দেখান শান্ত। বাঁহাতি ব্যাটার শুরু থেকেই ছিলেন সাবলীল, প্রতিপক্ষের বোলারদের উপর চেপে বসেন দ্রুতই। আফগানরা আলগা বলের সঙ্গে লাইনলেন্থেও নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ১৫টি নো বল করেছেন তারা, অতিরিক্ত থেকেই এসেছে ৩১ রান। অনভিজ্ঞ বোলারদের হাঁসফাঁস অবস্থা আরও বেহাল হয়েছে শান্তর ঝলকে। একের পর এক বাউন্ডারিতে বল কুড়িয়ে আনায় ব্যস্ত রেখেছেন ফিল্ডারদের। ১৪৬ রানের ইনিংসে ২৩ চারের সঙ্গে দুই ছক্কাও মেরেছেন তিনি। তার ঠিক বিপরীত ধারায় খেলছিলেন জয়। নতুন বল সামলে ধীরলয়ে এগুচ্ছিলেন তিনি। ফিফটি পেরিয়ে সেঞ্চুরির আভাসও মিলছিল। ১৩৭ বলে তিনি শেষ পর্যন্ত থামেন ৭৬ করে। মিডল অর্ডারে মুমিনুল, লিটনের ব্যর্থতার পরও খুব একটা সমস্যা হয়নি বাংলাদেশের।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস : ৭৯ ওভারে ৩৬২/৫ (জয় ৭৬, জাকির ১, শান্ত ১৪৬, মুমিনুল ১৫, মুশফিক ৪১ব্যাটিং, লিটন ৯ব্যাটিং, মিরাজ ৪৩*; ইয়ামিন ০/৩২, মাসুদ ২/৬৭, করিম ০/৩২, জাহির ১/৯৮, হামজা ১/৮৫, শাহিদি ০/৯, রহমত ১/৩০) প্রথম দিন শেষে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’
আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক
বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম
ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩
নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ
হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী
হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম
চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক
ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া