লাবুশেনকে তিনে ঠেলে শীর্ষে রুট

শান্ত-মুমিনুলের অশান্ত লাফ

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২১ জুন ২০২৩, ১০:৪৯ পিএম | আপডেট: ২২ জুন ২০২৩, ১১:৩৯ পিএম

স্বপ্নময় এক টেস্টের সাক্ষী হয়েছে বিশ^। অল্পের জন্য বিশ^রেকর্ড না হলেও ছিল দলীয় রেকর্ডের ছড়াছড়ি আর ব্যক্তিগত অর্জনের হিড়িক। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ঝলমলে পারফরম্যান্স উপহার দেওয়ার সুফলও পেলেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। টেস্টে আইসিসি র‌্যাঙ্কিংয়ে শান্তর উন্নতি হয়েছে ২৫ ধাপ। মুমিনুল এগিয়েছেন ১৭ ধাপ। গতকাল প্রকাশিত ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদে মুমিনুল উঠেছেন ৫৩ নম্বরে। শান্ত দখল করেছেন ৫৪তম স্থান।
গত শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাড়ে তিন দিনেরও কম সময়ে আফগানদের ৫৪৬ রানে হারায় বাংলাদেশ। টেস্টে রানের ব্যবধানে এটাই টাইগারদের সবচেয়ে বড় জয়ের রেকর্ড, টেস্ট ইতিহাসেই তৃতীয় সর্বোচ্চ। তাতে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে কোনো টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েন ম্যাচসেরা শান্ত। প্রথম ইনিংসে ১৪৬ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে তিনি করেন ১২৪ রান। বাঁহাতি টপ অর্ডার ব্যাটার শান্তর পাশাপাশি দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির দেখা পান মুমিনুলও। ১২১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। টেস্টে এটি বাঁহাতি অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটারের দ্বাদশ সেঞ্চুরি। সাদা পোশাকের ক্রিকেটে ২৬ ইনিংস পর শতরানের স্বাদ নেন তিনি। টেস্টের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটার মধ্যে শীর্ষে আছেন লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে স্বাগতিকদের নেতৃত্ব দেওয়া ডানহাতি ব্যাটার আছেন ১৮ নম্বরে।
টেস্টের বোলিং র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। দুই ইনিংসে ৫ উইকেট নিয়ে ১২ ধাপ এগিয়ে ৭১ নম্বরে আছেন তিনি। ডানহাতি পেসার ইবাদত হোসেন এগিয়েছেন তিন ধাপ। তিনি আছেন ৬২ নম্বরে। প্রথম ইনিংসে ৪৭ রানে ৪ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে তিনি নেন ১ উইকেট। অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের উন্নতি হয়েছে দুই ধাপ। তিনি উঠেছেন ২৫ নম্বরে। দুই ইনিংস মিলিয়ে তিনি দখল করেন ৩ উইকেট। প্রথম ইনিংসে ৯ ওভারে মাত্র ১৫ রান খরচায় তিনি পান ২ উইকেট। বোলিং র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটার মধ্যে সবার উপরে আছেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনার অবস্থান করছেন ২১ নম্বরে।
এদিকে, টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে মার্নাস লাবুশেনের ছয় মাসের রাজত্ব শেষ হয়ে গেল। এজবাস্টন টেস্টের দারুণ পারফরম্যান্সে শীর্ষে উঠলেন ইংল্যান্ডের জো রুট। অ্যাশেজের প্রথম টেস্টে শেষ দিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে ২ উইকেটের নাটকীয় জয় পায় অস্ট্রেলিয়া। দল জিতলেও ব্যাট হাতে ভালো করতে পারেননি লাবুশেন। প্রথম ইনিংসে গোল্ডেন ডাক এর তেতো স্বাদ পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে করেন ¯্রফে ১৩। আর তাতে দুই ধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন লাবুশেন। গত ডিসেম্বর থেকে শীর্ষে ছিলেন তিনি। আর প্রথম ইনিংসে অপরাজিত ১১৮ রান করা রুট দ্বিতীয় ইনিংস করেন ৪৬। র‌্যাঙ্কিংয়ে এক লাফে তিনি এগিয়েছেন পাঁচ ধাপ।
অ্যাশেজ শুরুর আগে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিন ব্যাটসম্যানই ছিল অস্ট্রেলিয়ার। লাবুশেনের পরের দুটি স্থানে ছিলেন স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড। পিছিয়েছেন এই দুজনও। দুই থেকে চার ধাপ পিছিয়ে ছয় নম্বরে নেমে গেছেন স্মিথ। এক ধাপ পিছিয়ে চারে আছেন হেড। এজবাস্টনে দুই ইনিংসে স্মিথ করেন ১৬ ও ৬ রান আর হেড ৫০ ও ১৬ রান। এই সুযোগে দুই নম্বরে উঠে গেছেন গত মার্চ থেকে কোনো টেস্ট না খেলা কেন উইলিয়ামসন। আইপিএলে পাওয়া চোটে মাঠের বাইরে থাকা নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান এগিয়েছেন দুই ধাপ। দুই ইনিংসে ১৪১ ও ৬৫ রান করে ম্যাচ সেরার পুরস্কার জেতা উসমান খাজা দুই ধাপ এগিয়ে সাত নম্বরে আছেন। তার ৮৩৬ রেটিং পয়েন্ট এখন ক্যারিয়ার সেরা। পাঁচ ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক।
বোলারদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন ইংল্যান্ডের পেসার অলি রবিনসন। ম্যাচে তিনি ৯৮ রান দিয়ে নেন ৫ উইকেট। এজবাস্টনে ব্যাট হাতে অস্ট্রেলিয়ার শেষের নায়ক প্যাট কামিন্স বোলারদের তালিকায় তিন থেকে চারে নেমে গেছেন। তিনে উঠেছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠেছেন ন্যাথান লায়ন। অস্ট্রেলিয়ার এই অফ স্পিনার ম্যাচে নেন ৮ উইকেট। প্রথম দুটি স্থানে আগের মতোই আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। অলরাউন্ডারদের তালিকায় চূড়ায় অবস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
আরও

আরও পড়ুন

নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়

নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়

জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া

জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া

স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা

স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা

গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু

গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু

নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭

নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭

রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ

রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ

ক্রিসমাস মার্কেট হামলা, জার্মান কর্তৃপক্ষের কাছে গত বছরেই এসেছিল সতর্কবার্তা

ক্রিসমাস মার্কেট হামলা, জার্মান কর্তৃপক্ষের কাছে গত বছরেই এসেছিল সতর্কবার্তা

উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা

ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা

উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল

উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল

পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের

পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের

বাংলাদেশ থেকে আরও দক্ষকর্মী নিতে আগ্রহী লিবিয়া

বাংলাদেশ থেকে আরও দক্ষকর্মী নিতে আগ্রহী লিবিয়া

৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরায়েল

৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরায়েল

ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের

ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের

দক্ষিণ কোরিয়ার সৌন্দর্যের পেছনে ছুটে বিপদের ফাঁদে পর্যটকরা

দক্ষিণ কোরিয়ার সৌন্দর্যের পেছনে ছুটে বিপদের ফাঁদে পর্যটকরা

ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’

ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’

২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ

২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ

হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি

হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি

রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ

রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ

স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক

স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক