সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের হার
২৭ জুন ২০২৩, ০৯:৫৬ পিএম | আপডেট: ২৭ জুন ২০২৩, ১১:৪২ পিএম
ক্রিকেট অনেক সময় এক ম্যাচেই দুইবার সুযোগ দেয়! আর সেই সুযোগ যে কাজে লাগাতে পারে, সে জয়ের হাসি হাসে। নেদারল্যান্ডসের ক্রিকেটার লোগান ফন বিক পরশু তেমনই এক কান্ড ঘটালেন। বিশ্বকাপ বাছাই পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মূল ম্যাচে দলকে জয়ের খুব কাছে নিয়ে গিয়েও পারলেন না একটুর জন্য। তবে একটু পরই মেলে ধরলেন আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসের সেরা সুপার ওভার পারফরম্যান্স। তার অবিশ্বাস্য অলরাউন্ড নৈপুণ্যে নেদারল্যান্ডসের জয়টাও হয়ে রইল আরও স্মরণীয়। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ৩৭৪ রান। কে জানত, এই নেদারল্যান্ডসই জেসন হোল্ডারদের বিপক্ষে সেই রান ছুঁয়ে ফেলবে! ডাচরাও থামে ঠিক ৩৭৪ রানে। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে ফন বিকের সেই দানবীয় পারফরম্যান্স।
পাহাড় সম রান তাড়া করতে নেমে দুরন্ত লড়াই করে নেদারল্যান্ডস। শুরুর দিকে একটু নড়বড় করলেও তাদের দলের খেলোয়াড়রা চেষ্টার কোনও কমতি রাখেননি। ম্যাচ জিততে নিজেদের সবটা নিংড়ে দিয়ে তারা লড়াই চালিয়ে যান। তার মধ্যে তেজা নিদামানুরু চাপের মধ্যেও ৭৬ বলে ১১১ রানের দুরন্ত একটি লড়াকু ইনিংস খেলেন। তাকে এই লড়াইয়ে ভালোই সঙ্গ দেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ৪৭ বলে ৬৭ রান করেন তিনি। তেজা এবং স্কট মিলে পঞ্চম উইকেটে ১৪৩ রান যোগ করেন।
এছাড়াও ওপেন করতে নেমে ম্যাক্স ওডাউদ এবং বিক্রমজিৎ সিং যথাক্রমে করে ৩৬ ও ৩৭ রান। শেষ ৩ ওভারে ডাচদের যখন প্রয়োজন ৪২ রাস, আটে নামা ফন বিকের ক্যামিও ইনিংস তখন দলকে নিয়ে যায় জয়ের নাগালেন। শেষ বলে প্রয়োজন ছিল ১ রান। তবে সেই বলেই আউট হয়ে যান ১৪ বলে ২৮ রান করা ফন বিক।
সুপার ওভারে একাই ব্যাটে-বলে বাজিমাত করেন লোগান ভ্যান বিক। এই ওভারে তিনি জেসন হোল্ডারকে তিনটি ছক্কা এবং তিনটি চার হাঁকিয়ে সংগ্রহ করেন ৩০ রান। যা সুপার ওভারের ইতিহাসে সর্বোচ্চ। ওয়েস্ট ইন্ডিজ জবাবে ব্যাট করতে নামলে বল করতে আসেন ভ্যান বিকই। এই ওভারে মাত্র ৮ রান দিয়ে তিনি নেন ২ উইকেট।
ম্যাচের পর ফিন বিক যেন আনন্দ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছিলেন না,‘আমি সত্যি জানি না কী হয়ে গেল। এই মুহূর্তে কিছুই ব্যাখ্যা করতে পারব না। আমরা স্পেশাল কিছু করতে চেয়েছিলাম। দীর্ঘদিন ধরে খেলছি আমি। এই ধরনের পরিস্থিতি থেকে যে পরিমাণ ম্যাচ আমরা হেরেছি, এবার জিততে পারা তাই দারুণ সন্তুষ্টির।’
অন্যদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে সুপার ওভারে অবিশ্বাস্য হারের পর ভারত বিশ্বকাপে যাওয়ার সমীকরণটা শুধু কঠিনই নয়, বলতে গেলে অসম্ভব করে তুলেছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ম্যাচ জয়ের পর টানা দুটি হারল ক্যারিবিয়ানরা। আগের ম্যাচে তাদের হারিয়ে দেয় জিম্বাবুয়ে। এদিকে ডাচদের বিপক্ষে হারার পর সংবাদ সম্মেলন দলটির কোচ ড্যারেন সামি বলেন, ‘ব্যাটসম্যানরা দারুণ করেছে বলে মনে হয়েছে। তবে আমরা দল হিসেবে কোথায়, সেটি বোঝা যাচ্ছে। কৌশলগত দিক দিয়ে আমরা বাজে ছিলাম, পরিকল্পনায় স্থির থাকতে পারিনি। আমরা ভেবেছি, ৩৭৪ রান আছে, আমাদেরই জেতা উচিত। তবে ক্রিকেট খেলা এভাবে হয় না। এটি আমাদের জন্য শিক্ষা যে আপনি জিতবেনই, কখনোই এটা ধরে নিতে পারেন না।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
পাবনা ব্যাপ্টিস্ট চার্চে প্রাক বড়দিন উৎসব অনুষ্ঠিত
পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ
ধর্ম-বর্ণ নয়, সমান মর্যাদায় হোক নাগরিক পরিচয়: জোনায়েদ সাকি
এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
আ.লীগের হাতেও নির্যাতিত হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধা, কিন্তু তুলে ধরেনি গণমাধ্যম!
ভারত বাংলাদেশ থেকে বস্তা বস্তা টাকা লুট করেছে : দুদু
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিটিজেন’স চার্টার অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মতিঝিলে বিশ্বমানের ডায়াগনস্টিক সেবা প্রদান শুরু আইসিডিডিআর,বি’র
স্বামীর অগোচরে স্ত্রী অন্য কারও সাথে কথা বলা প্রসঙ্গে?
চাঁদপুর মেঘনায় মালবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১
পতিত স্বৈরাচার হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি
যাকাত বোর্ডের ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত
১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান
জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত