উঁচুমানের পারফর্ম করতে চান তামিমরা
২৭ জুন ২০২৩, ০৯:৫৭ পিএম | আপডেট: ২৭ জুন ২০২৩, ১১:৪২ পিএম
ক্রিকেট বিশ্বকাপের সময়সূচি সাধারণত এক বছর আগে প্রকাশ করা হয়। তবে ২০২৩ সালের আয়োজক ভারতের নানা জটিলতার কারণে সূচি প্রকাশ করতে পারছিল না আইসিসি। অবশেষে গতকাল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা লম্বা প্রতীক্ষার পর বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে। এবারের বিশ্বকাপ শুরু হবে আগামী ৫ অক্টোবর, ১৯ নভেম্বর নামবে পর্দা। বিশ্বকাপের তৃতীয় দিন মাঠে নামবে বাংলাদেশ। ৭ অক্টোবর তামিম ইকবালের দলের প্রতিপক্ষ আফগানিস্তান। রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়ায় প্রতিটি দলকে মুখোমুখি হতে হবে বাকি নয় প্রতিপক্ষের। ত্রয়োদশ বিশ্বকাপের সূচি প্রকাশ উপলক্ষে বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল আইসিসি ওয়েবসাইটের সঙ্গে কথা বলেছেন। তার মতে, বিশ্বকাপের যে ফরম্যাট, তাতে স্বস্তির নিশ্বাস ফেলার সুযোগ নেই।
সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড ভারত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদে মুখোমুখি হবে। ১৫ নভেম্বর মুম্বাই ও ১৬ নভেম্বর কলকাতায় হবে দুটি সেমিফাইনাল। আর ১৯ নভেম্বর আহমেদাবাদে হবে ফাইনাল। এই বিশ্বকাপের মোট ১২টি ভেন্যু হচ্ছে আহমেদাবাদ, মুম্বাই, পুনে, চেন্নাই, বেঙ্গালুরু, তিরুবনন্তপুরম, কলকাতা, হায়দরাবাদ, ধর্মশালা, দিল্লি, লখনৌও গুয়াহাটি।
বহুল প্রত্যাশিত ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। যদিও এই ভেন্যুটি নিয়ে আপত্তি তুলেছিল পাকিস্তান। শেষ পর্যন্ত আহমেদাবাদেই হচ্ছে ম্যাচটি।
আয়োজক ভারতসহ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়েছে। চলতি বাছাইপর্ব টুর্নামেন্ট থেকে ২টি দল মূলপর্বের টিকিট হাতে পাবে। ৪৬ দিনের টুর্নামেন্টে মোট ম্যাচ ৪৮টি। এর মধ্যে ৩৯টি ম্যাচই দিবারাত্রির। শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। বাকি ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায়।
ধর্মশালা সহ চেন্নাই, পুনে, মুম্বাই, কলকাতা ও দিল্লি, এই ছয়টি ভেন্যুতে গ্রুপপর্বের ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ধর্মশালায় আফগানিস্তানের পর বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। পুনে ও কলকাতাতেও বাংলাদেশের আছে দুটি করে ম্যাচ। পুনেতে ১৯ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ, এরপর ১২ নভেম্বর গ্রুপপর্বের নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। কলকাতায় বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ অক্টোবর। সেখানে প্রতিপক্ষ বিশ্বকাপ বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল। পাকিস্তানের বিপক্ষেও কলকাতায় খেলবে বাংলাদেশ । বাছাইপর্ব পেরিয়ে আসা আরেকটি দলের সঙ্গে বাংলাদেশ খেলবে দিল্লিতে। এ ছাড়া চেন্নাই ও মুম্বাইয়ে একটি করে ম্যাচ আছে বাংলাদেশের।
বিশ্বকাপের সূচি প্রকাশ উপলক্ষে গতকাল আইসিসিকে প্রতিক্রিয়া জানিয়েছেন টাইগার কাপ্তান তামিম। তার মতে ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে ওয়ানডে বিশ্বকাপ। এর সঙ্গে তুলনা চলে না আর কোন কিছুর। তামিম বলেন, ‘এটা সবচেয়ে বড় টুর্নামেন্ট। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে কোন কিছুর তুলনা চলে না। এটা সবচেয়ে চ্যালেঞ্জিং সাদা বলের সংস্করণ যা প্রতিনিয়ত আপনার মেজাজ ও খেলা সম্পর্কে সচেতনার পরীক্ষা নেয়।’
এটা তো জানাই যে, রবিন রাউন্ড পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। সেখান থেকে সেরা চার দল যাবে সেমিফাইনালে। অনেকগুলো ম্যাচ থাকায় সমীকরণও থাকবে কঠিন। তামিমের তাই মনে হচ্ছে পুরো আসরে নির্ভার থাকার কোন সুযোগ নেই, ‘টুর্নামেন্টের কাঠামো আপনাকে নির্ভার থাকতে দিবে না। প্রতিটি দলই কঠিন, কোন সহজ ম্যাচ নেই।’
বাংলাদেশ দুইটি করে ম্যাচ খেলবে ধর্মশালা, কলকাতা ও পুনেতে। একটি করে ম্যাচ আছে চেন্নাই, মুম্বাই ও দিল্লিতে। নানান বৈচিত্র থাকায় ভারতের সবগুলো ভেন্যুতে খেলতে পারা বেশ রোমাঞ্চকর মনে করেন তিনি। তাছাড়া ভারতে বেশ সমর্থনও পান বলে ধারনা বাংলাদেশ অধিনায়কের, ‘ভারতে খেলা সব সময় উপভোগ্য। রোমাঞ্চকর আবহ, দারুণ স্টেডিয়াম, বিজ্ঞ ক্রিকেট ভক্ত অভিজ্ঞতাটা পরিপূর্ণ করে দেয়। আমরা সেখানে খেলতে গেলেই সমর্থন পাই।’
বিশ্বকাপে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করলেও সেরা অবস্থা নিয়েই টুর্নামেন্টে যেতে পারবে বাংলাদেশ। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের পর তিন নম্বরে থেকে সুপার লিগ শেষ করা বাংলাদেশ দেখছে বড় স্বপ্ন। দলে তরুণ ও অভিজ্ঞদের মিশেল থাকায়, সেই সঙ্গে চেনা কন্ডিশন থাকায় বেশ আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। এই ব্যাপারে তামিম জানালেন,‘যে দল নিয়ে বিশ্বকাপে যাব তাতে আমি আত্মবিশ্বাসী। আমরা ওয়ানডেতে উঁচু মানের পারফর্ম করে আসছি। সুপার লিগেও উপরের দিকে ছিলাম। তরুণ ও অভিজ্ঞদের দারুণ মিশেল থাকবে দলে। কন্ডিশনও থাকবে চেনা।’
শ্রীলঙ্কা ১৯৯৬ যেবার প্রথম বিশ্বকাপ জেতে, তার আগে কখনোই বিশ্ব আসরের সেমি ফাইনাল খেলেনি। সেবারও উপমহাদেশি অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ। বর্তমান বাংলাদেশ দলে অনেক ক্রিকেট বিশ্লেষকই তখনকার শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করে। এমনকি শেষ দেড় বছর ওয়ান্ডের প্রতিটি বিভাগেই বাংলাদেশ যেভাবে খেলতে তাতে টাইগার ভক্তরা প্রথম বৈশ্বিক শিরোপার স্বপ্ন দেখাটা মোটেই বাড়াবাড়ি নয়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
১৬ বছরে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল : সংস্কার কমিশন প্রধান
জিনিসের দাম একবার বাড়লে কমানো কঠিন: পরিকল্পনা উপদেষ্টা
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা
২০২৫ সালে নিম্নমাধ্যমিক-মাধ্যমিকে ৭৬ দিনের ছুটির তালিকা প্রকাশ
খুলনা থেকে পদ্মাসেতু হয়ে ঢাকার পথে যুক্ত হচ্ছে ট্রেন জাহানাবাদ
প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত গ্রহনযোগ্য নির্বাচন দিন
আশুলিয়ায় কিশোর গ্যাং এর হামলায় আহত ৩
মাদারীপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রেসিডেন্টের প্রেস সচিব হলেন সরওয়ার আলম
তোমাদের হাতে উড়তে থাকবে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশের বিজয় কেতন - সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মঈন খান
দৌলতপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান : গ্রেফতার-২