প্রথম ওভারেই শাহিনের চার উইকেটের কীর্তি
০১ জুলাই ২০২৩, ১০:২৮ পিএম | আপডেট: ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
কোন বল না করেই পাঁচ রান দেওয়া! এরচেয়ে বাজে শুরু আর কি বা হতে পারে? তবে সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে, সেই ওভারেই যে, দারুণ এক মাইলফলক স্পর্ষ করা যায়, সেটা এতোদিন দেখা ছিল না ক্রিকেট বিশ্বের। পরশু রাতে ইংল্যান্ডের দ্য ব্লাস্ট টি-টোয়েন্টিতে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি প্রথম বলটা ওয়াইড এবং বাই চার দিয়ে পাঁচ রান খরচ করেন এবং সেই ওভারেই চার উইকেট তুলে নেন! যা ছিল রীতিমতো অবিশ্বাস্য! স্বীকৃত টি-টোয়েন্টিতে ইনিংসের প্রথম ওভারে চার উইকেট এই প্রথম। ট্রেন্ট ব্রিজে বার্মিংহাম বিয়ার্সের মুখোমুখি হয় শাহিনের দল নটিংহামশায়ার। রান তাড়ায় বার্মিংহামের দরকার ছিল ১৬৯ রান। আর সেটি করতে নেমেই প্রথম ওভারে শাহিনের পেস-তোপে পড়েছিল বার্মিংহাম।
শাহিন ওয়াইড দিয়ে শুরু করলেও এরপর ছুড়তে থাকেন একের পর এক গোলা। ওয়াইডের পরের বলেই দুর্দান্ত এক ইনসুইঙ্গিং ইয়র্কার করেন, যেটির কোনো জবাব পাননি ব্যাটসম্যান অ্যালেক্স ডেভিস। ডিফেন্স করতে গিয়ে ভূপাতিত হন তিনি, বল ছোবল দেয় পায়ে। এলবিডব্লিউ হয়ে ফেরেন ইংলিশ ব্যাটসম্যান। নতুন ব্যাটসম্যান ক্রিস বেঞ্জামিন প্রথম বলেই চেষ্টা করেন প্যাডল-স্কুপ খেলার। তবে আরেকটি ইনসুইঙ্গিং ইয়র্কারে উড়ে যায় তার বেলস।
পরের দুই বলে আসে দুটি সিঙ্গেল। পঞ্চম বলে আবার উইকেট। এবার ড্রাইভ করেন বাঁহাতি ড্যান মুজলি। খুব কাছেই শর্ট কাভারে দুর্দান্ত ডাইভিং ক্যাচ নেন অলিভার স্টোন। পরের বলটি ইয়র্কারের মতো নিচু ফুল টস। ডিফেন্স করতে গিয়ে বলের লাইন মিস করেন এড বার্নার্ড। উপড়ে যায় তার অফ স্টাম্প।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে ইনিংসের প্রথম ওভারে ৪ উইকেটের ঘটনা আর একটিই আছে। সেটার সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে চামিন্দা ভাসের করা প্রথম ওভারেই চার উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এখন পর্যন্ত ওয়ানডেতে এক ওভারে ৪ উইকেট নেওয়ার একমাত্র ঘটনাও সেটি। ২০০৭ বিশ্বকাপে লাসিথ মালিঙ্গা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার বলে চার উইকেট নিয়েছিলেন। তবে এর মধ্যে প্রথম দুই উইকেট ছিল একটি ওভারের শেষ দুই বলে, আর তৃতীয় ও চতুর্থ উইকেট ছিল পরের ওভারের প্রথম দুই বলে।
অন্যদিকে আন্তর্জাতিক ও স্বীকৃত টি-টোয়েন্টি মিলিয়ে ম্যাচের যেকোনো পর্যায়ে এক ওভারে চার উইকেটের ঘটনা আছে বেশ কয়েকটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই এমন কীর্তি আছে লাসিথ মালিঙ্গা, রশিদ খান, কার্টিস ক্যাম্ফার ও জেসন হোল্ডারদের। এমনকি টেস্ট ক্রিকেটেও এক ওভারে ৪ উইকেট নেওয়ার ঘটনা আছে ছয়টি। তবে এসবের কোনোটিই ইনিংসের প্রথম ওভারে নয়, যেমনটি বিশ বছর আগে বিশ্বকাপে করে দেখিয়েছিলেন ভাস, এবার ব্লাস্টে করে দেখালেন শাহিন আফ্রিদি।
তবে ওই ধাক্কা সামলেও ম্যাচে ফেরে বার্মিংহাম। চার উইকেট পড়ার পর ক্রিজে গিয়েই ছক্কা ও চার মারেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। ১২ বলে ১৯ রানের ক্যামিও খেলেন তিনি। ওপেনার রব ইয়েটস ৫ ছক্কায় করেন ৪৬ বলে ৬৫। পরে জ্যাকব বেথেলের ২১ বলে ২৭ ও লিন্টটের ২২ বলে অপরাজিত ২৭ রানের ইনিংসে ৫ বল বাকি থাকতে জিতে যায় বার্মিংহাম। প্রথম ওভারে চার উইকেটের পর আর উইকেটের দেখা পাননি আফ্রিদি। চার ওভারে রান দেন ২৯।
ম্যাচ শেষে শাহিন বললেন, নিজের পারফরম্যান্সে খুশি হলেও দলের হারে তিনি হতাশ। শাহিন,‘প্রথম ওভারটি ভালো ছিল। ক্যারিয়ারে প্রথমবার চার উইকেট নিলাম প্রথম ওভারেই। তবে জিততে পারলে আরও ভালো হতো আমার জন্য ও দলের জন্য। দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছি। তবে সত্যি বলতে, এখানে দর্শক সমর্থন দারুণ। আমি যখন বল হাতে ছুটছিলাম, মনে হচ্ছিল যে পাকিস্তানেই খেলছি। ভালো লাগছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা