তামিমকে ফেরানোর আকুতি
০৬ জুলাই ২০২৩, ১০:১৩ পিএম | আপডেট: ০৭ জুলাই ২০২৩, ১২:০২ এএম
বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ওপেনার চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন। গত বছর ১৬ জুলাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন। এবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ গত বুধবার খেলার পর গতকাল হঠাৎ ওয়ানডে ও টেস্ট ম্যাচ থেকেও স্থানীয় একটি হোটেলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অবসরের এ ঘোষণা দিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫টি সেঞ্চুরি করা তামিম ইকবাল তিন সংস্করণ মিলিয়ে ১৫ হাজারের বেশি রান করেছেন। দেশের আর কোনো ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে এত রান করতে পারেনি। তার এই অবসরের সঙ্গে হঠাৎ শেষ হয়ে গেল তামিমের ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার। সাংবাদিক সম্মেলনে কান্নাভেজা কণ্ঠে কিছুটা ডুকরে উঠে সময় নিয়ে তামিম বলেন, ‘আমি সবসময় বলেছি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য। জানি না তাকে কতটা গর্বিত করতে পেরেছি এ ১৬ বছরে।’
ক্রীড়া পরিবারে বেড়ে ওঠা তামিমের বাবা ইকবাল খান ছিলেন ভালো ফুটবলার ও ক্রিকেটার। চাচা আকরাম খান ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। বর্তমানে তিনি বোর্ডের সাথে রয়েছেন যুক্ত। তার আরেক চাচা আফজাল খান নির্মাণ আন্তর্জাতিক স্কুল ক্রিকেটের হয়ে ইংল্যান্ডে খেলতে গিয়েছিলেন। বাবা ইকবাল খানের স্বপ্ন ছিল চাচাদের পথ ধরে তার দুই ছেলে নাফিস ইকবাল ও তামিম ইকবাল জাতীয় দলে খেলবে। সেই স্বপ্ন পূরণ হলেও জাতীয় দলে ছেলেদের খেলা দেখে যেতে পারেনি ইকবাল খান। খেলা ছেড়ে নাফিস ইকবাল বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত আছেন। ইকবালের খানের শিষ্য ছিলেন তপন দত্ত। তিনিও ভালো ফুটবলার ও ক্রিকেটার ছিলেন। খেলতেন গোলরক্ষক হিসেবে। পিতা ইকবাল খান এ দুই সহোদরকে তুলে দিয়েছিলেন তারই শিষ্য তপন দত্তের কাছে। সেই তপন দত্ত ১৯৯৬ সালে তামিমকে জুনিয়র ক্রিকেট একাডেমীতে নেট প্র্যাকটিস করাতেন। সেখান থেকেই উঠে আসা তামিম ইকবাল হয়েছেন জাতীয় খেলোয়াড়।
গতকাল তার হঠাৎ অবসর নেয়ায় মনে খুব ব্যথিত হয়েছেন তপন দত্ত। তিনি বলেন, ‘আমার একাডেমির এক ছাত্র ফোন করে জানাল তামিম অবসরে যাচ্ছে। শুনে দৌঁড়ে এসে টিভি খুললাম। দেখলাম সে মাথা নিচু করে কান্না করছে। আর আমি সহ্য করতে পারলাম না। টিভি বন্ধ করে দিয়ে বাসার বাইরে চলে এলাম।’ তিনি বলেন, ‘এভাবে বিদায় নেওয়াটা আমাদের কল্পনার বাইরে। তামিমের মতো ছেলে এভাবে বিদায় নেবে, এটা কেউ মেনে নিতে পারছে না। আমিও না। মানুষ ফুলের তোড়া নিয়ে বিদায় নেয়। সে নিল চোখে অশ্রু নিয়ে বিদায়, এটা কি রকম বিদায় হল।’ কোচ তপন দত্ত বলেন, ত‘ামিম এমনিতে একটু সেনসেটিভ। অন্যায় কথা, অন্যায় কাজ সহ্য করতে পারে না। এমনিতে ওকে মুডি মনে হয়। আসলে সে মুডি না। তার অবসরে যাওয়ার এখনো সময় হয়নি। কিছুদিন আগে আমি তাকে বলেছিলাম তুমি আরও দুইটা বিশ্বকাপ খেলবে। কেন এখনই অবসরে গেল তা আমি জানি না। হয়তো আপনারা জানবেন, বিসিবি জানবে।’
গত বেশ কিছদিন ধরেই পিঠ, হ্যামস্ট্রিং এবং গ্রোথয়েন ইনজুরিতে তাকে বারবার বাধা দিচ্ছিল বাংলাদেশ হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে। প্রতিটি সিরিজ আসলে কোনো না কোনো সমস্যা দেখা দিচ্ছিল তার। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগেও পিঠের পুরনো ব্যথার কারণে ছিটকে পড়েছিল। ওয়ানডে সিরিজের আগেও ছিল ঠিক একই সমস্যা। তবুও তামিম ঘোষণা দিয়েছিলেন আফগানিস্তানের বিপক্ষে খেলবেন প্রথম ম্যাচ। তার সেই কথা নিয়ে কোচ হাথুরুসিংহে হয়েছিলেন দারুণ ক্ষুদ্ধ। তিনি ফোন করে দীর্ঘক্ষণ বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হক পাপনের সাথে কথা বলেছিলেন। এরপর পাপনও তা নিয়ে হয়েছিলেন ক্ষুদ্ধ। শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে নেমে করেছিলেন মাত্র ১৩ রান। সেখান থেকে তাকে নিয়ে শুরু হওয়া আলোচনা শেষ হয় অবসরে। তামিমের চাচা আফজাল খান তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘শুনেছি সে অবসর নিয়েছে। সেজন্য আমাদের পরিবারের সবার মনটা খুব খারাপ। তামিমের মা খুব কান্নাকাটি করছে। সারাদিন উপোসের মধ্যে বিকেলের দিকে অনেক কষ্টে একটি রুটি খাওয়ানো হয়। কী কারণে নিয়েছে তা বলতে পারছি না। তবে এটুকু বলবো সে একজন ভালো মাপের ক্রিকেটার। তার মতো ক্রিকেটার বাংলাদেশ দলে হয় না। তার আরো খেলার বয়স ছিল।’
সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন, অবসরের সিদ্ধান্ত হুট করে নেওয়া নয়। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই পরিবারের সঙ্গে আলোচনা করেছেন তিনি। তবে জানা গেছে, প্রথমে তামিমের চিন্তা ছিল শুধু টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানো। ওয়ানডে খেলতে চেয়েছিলেন ভারত বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু সেটা আর হলো না। এর আগে গত বছরের ২২ জুলাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন তিনি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শ্রীনগরে রানা কাজীর লাশের অপেক্ষায় বাড়িতে চলছে স্বজনদের আহাজারি
চাঁদপুরে জাহাজে খুন হওয়া ২ জনের বাড়ী লোহাগড়ায়
মাদারীপুরে যৌতুকের জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ
মাদারীপুরে জুলাই বিপ্লবে আহতদের আর্থিক সহযোগিতা
ধামরাইয়ে কৃষি জমির মাটি কাটায় ৬ ভেকু ও ৩ ড্রেজার মেশিন জব্দ
পরাজিত শক্তির দোসররা এখনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত : মির্জা ফখরুল
ধামরাইয়ে উপজেলা আ' লীগের সাধারণ সম্পাদক কবির গ্রেফতার
আগামীকাল প্রকাশিত হচ্ছে নূরানী কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল
২০২৫ সালে মুক্তি পেতে যাচ্ছে অমিতাভ রেজার 'রিকশা গার্ল' সিনেমা
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
‘পাঠ্যপুস্তক থেকে নোংরা শব্দ বাদ দিতে হবে, শিক্ষা ব্যবস্থাকে অধিকাংশ মানুষের চেতনার আলোকে সাজাতে হবে’
নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত শ্রমিকদল নেতার ৬ দিন পর মৃত্যু
১০ মামলার আসামী সিলেট মহানগর আ‘লীগ নেতা বিজিত গ্রেপ্তার
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলনা অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
নারী উদ্যোক্তাদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মসূচি
হিমেলের দুচোখ হারানো মামলা মির্জাপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আল্লাহর একাত্ববাদ কায়েম করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে
কুয়াকাটায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬৭ হাজার জরিমানা
ভ্রমণকারীদের জন্য মেডিকেল ডেবিট কার্ড নিয়ে এল ভিসা ও ব্র্যাক ব্যাংক পিএলসি
সংস্কারবিহীন নির্বাচন দেশে নব্য ফ্যাসিবাদের জন্ম দেবে