অতি আক্রমণই কাল হচ্ছে ইংল্যান্ডের
০৭ জুলাই ২০২৩, ১০:৪৭ পিএম | আপডেট: ০৮ জুলাই ২০২৩, ১২:০১ এএম
সফরকারী অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজে এগিয়ে আছে ২-০ ব্যবধানে। স্বাভাবিকভাবেই দারুণ চাপের মাঝে লিডসে তৃতীয় টেস্টে খেলতে নেমেছিল স্বাগতিক ইংল্যান্ড। পরশু কিছু একটা করে দেখানোর তাড়নাতেই বল হাতে জ্বলে উঠল ইংলিশ পেসাররা। ইংল্যান্ডের পেস বোলিংয়ের সমার্থক হয়ে ওঠা জিমি এন্ডারসনকে ছাড়াই মাঠে নেমেছিল থ্রি লায়ন্সরা। জিমির পরিবর্তে দলে ঢুকা মার্ক উড বল হাতে পেয়েই প্রমাণ করলেন দলে নিজের অন্তর্ভুক্তিটা। তাঁর অগ্নিঝড়া বোলিংয়ে অস্ট্রেলিয়া ২৬৩ রানে অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৬৮ রানে তিন উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করে। গতকাল স্বাগতিকরা যেতে পারল কেবল ২৩৭ রান পর্যন্ত। সেখানে কাপ্তান বেন স্টোকসেরই সংগ্রহ ৮০ রান। ২৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে সফরকারী অজিরা।
টস জিতে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস বল করার সিদ্ধান্ত নেন। প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দেন স্টুয়ার্ট ব্রড। দিনের শুরুটা ভালই হয়েছিল তাঁদের। ৮৫ রানের মধ্যে অস্ট্রেলিয়ার চার উইকেট চলে যায়। কোনও ব্যাটারই রান পাচ্ছিলেন না। সেখান থেকে মার্শ এবং ট্রেভিস হেড দলের হাল ধরেন। ১৫৫ রানের জুটি গড়েন তাঁরা। যদিও এর মধ্যে বেশিটাই করেন মার্শ। হেড মাত্র ৩৯ রানে আউট হয়ে যান। উল্টো দিকে মার্শ করেন ১১৮ রান। পরে বল হাতে একটি উইকেটও নিলেন তিনি। অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ ৫১ বলে ৬ উইকেট চলে যায়।
ইংল্যান্ডের হয়ে নজর কাড়েন মার্ক উড। প্রথম দুটি টেস্টে দলে নেওয়া হয়নি তাঁকে। তবে ফিরে এসেই পাঁচ উইকেট তুলে নেন তিনি। প্রথম দুটি স্পেলে তাঁর বলের গতির গড় ছিল ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। অন্যদিকে তিনটি উইকেট নেন ক্রিস ওকস। ব্রড নেন দুটি উইকেট।
ইংল্যান্ড গতকাল খেলা শুরু করে ৩ উইকেটের বিনিময়ে ৬৮ রান নিয়ে এবং দলীয় সংগ্রহে কোন রান যোগ করার আগেই ফেরেন জো রুট। অজি কাপ্তান পেট কামিন্সের শিকার তিনি। স্বাগতিকরা সেখান থেকে ৮৫ রানে ৫ উইকেট হারানোর পর স্টোকস ও মঈন আলী মিলে ৪৪ রানের জুটি গড়েন। আলী ফিরে যাওয়ার পর আর কোন টেকশই জুটি গড়ে উঠেনি তাদের। শেষদিকে উড এসে ৮ বলে ঝড়ো ২৪ রান করেন। স্টোকসও হাত খুলে খেলে ৬ চার ও ৫ ছক্কায় ১০৮ বলে ৮০ রান গড়েন। বাজবলের নেশায় মেতে থাকায় বেশিরভাগ ব্যাটারই ম্যাচ পরিস্থিতির ও সাদা বলের ব্যাকরণ বাদ দিয়ে, আক্রমণাত্বক খেলতে গিয়ে কামিন্সের ফাঁদে পড়েছে। অজি কাপ্তান পান ৬ উইকেট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আগামী নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে সাবেক ভিপি নুরুল হক নুরু
রিহ্যাব মেলায় গতকাল আশিয়ান সিটি’র ১৩ নং স্টলে ছিল ক্রেতাদের ভীড়।
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা
‘বিক্ষোভ আর কালো পতাকায়’ রূপসী বাংলা এক্সপ্রেস বরণ!
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ২৬ নারী-পুরুষ ও শিশু
লৌহজং উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ হোসেন ইমন গ্রেফতার
আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল
দূর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে: মেজর হাফিজ
শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে : আমিনুল হক
দৌলতদিয়ায় বড়দের আদলে ছোটদের জমজমাট নির্বাচন
বাজারে সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে: নূর
খতমে নবুওয়তের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর, নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
প্রকৃত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংবাদ করুন: প্রেস সচিব
কুষ্টিয়ায় ভেড়ামারায় দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও কারাদন্ড
‘চাঁদাবাজ দখলবাজরা জুলাই অভ্যূত্থানের চেতনাকে ভূলুণ্ঠিত করছে’
মানিকগঞ্জে আগামীকাল তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমা উপলক্ষে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
আটঘরিয়ায় দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ
প্রত্যেক ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: ড. ইউনূস