ভারতের কাছে হারল মেয়েরা
০৯ জুলাই ২০২৩, ০৯:২৭ পিএম | আপডেট: ১০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
শক্তিশালী ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটির শুরুটা সুখকর হলো না বাংলাদেশ জাতীয় নারী দলের। যথারীতি ভারতের কাছে হারল টাইগ্রেসরা। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ভারত ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশকে। ম্যাচে আগে ব্যাট করতে নেমে স্বর্ণা আক্তারের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান তোলে বাংলাদেশ। এই সংগ্রহে স্বর্ণা সর্বোচ্চ ২৮ রান করেন। জবাবে ১৬ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
ঘরের মাঠের চেনা উইকেটে ভালো শুরুর পর বড় সংগ্রহ তুলতে ব্যর্থ হন বাংলাদেশের ব্যাটাররা। তবে শেষ পর্যন্ত স্বর্ণার ব্যাটে লড়াই করার পুঁজি পায় নিগার সুলতানা জ্যোতির দল। এ পুঁজি নিয়ে জিততে হলে দরকার ছিল ভালো বোলিংয়ের। কিন্তু তা করতে পারেননি বাংলাদেশি বোলাররা। ফলে বড় হার দিয়েই সিরিজ শুরু করতে হয় টাইগ্রেসদের। এই হারে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেল বাংলাদেশ।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার সাথী রানি ও শামীমা সুলতানা। ১৩ বলে ১৭ রান করে শামীমা বিদায় নিলে ভাঙ্গে ২৮ রানের উদ্বোধনী জুটি। এরপর সুবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে ভালোই এগোচ্ছিলেন সাথী। কিন্তু উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। আউট হওয়ার আগে ২৬ বলে ২২ রান করেন সাথি।
তিনে নেমে সুবহানাও দুর্দান্ত ব্যাটিং করেছেন। তবে তিনিও ওপেনারদের পথেই হাঁটেন। শেফালী ভার্মার বলে স্ট্যাম্পিং হওয়ার আগে ২৩ রান এসেছে সুবহানার ব্যাট থেকে। টপ অর্ডারের এই তিন ব্যাটারের সবাই ভালো শুরু আভাস দিয়েও ফিরেছেন, তবে বাকিরা সেই আভাস দিতে ব্যর্থ হন। ব্যর্থ ছিলেন ইনফর্ম অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। অধিনায়কের ইনিংসের দৈর্ঘ ছিল বলের হিসেবে ৭ আর রানের হিসেবে ২। এই পরিসংখ্যানের চাইতেও দৃষ্টিকটু ছিল তার আউট হওয়ার ধরণ। তবে শেষদিকে স্বর্ণার অপরাজিত ২৮ রানের সুবাদেই লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ।
জবাবে ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই শেফালিকে হারায় ভারত। আক্রমণাত্মক এই ভারতীয় ওপেনারকে এদিন দাঁড়াতেই দেননি মারুফা। এই পেসারের করা ইনিংসের প্রথম ওভারেই ফিরে যান শেফালি। তৃতীয় বলটি স্টাম্পের উপর লেন্থ ডেলিভারি করেছিলেন মারুফা। সেখানে বলের লাইন মিস করে লেগবিফোরের ফাঁদে পড়ে শূন্য রানেই ফেরেন শেফালি। এরপর জেমিমাকেও দ্রুত ফিরিয়ে ভারতীয় ব্যাটারদের চেপে ধরেন মারুফা-সুলতানারা। কিন্তু সেই চাপ সামাল দিয়েছেন স্মৃতি মান্দানা ও হরমনপ্রিত কৌর। এই দুই অভিজ্ঞ ব্যাটার মিলে তৃতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন। স্মৃতি ৩৮ রান করে প্যাভিলিয়নে ফিরলেও ভারতকে জিতিয়েই মাঠ ছাড়েন অধিনায়ক হরমনপ্রীত। তিনি শেষ পর্যন্ত ৫৪ রানে অপরাজিত ছিলেন। হারমানপ্রীতের দারুণ ব্যাটিংয়ে ১৬ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে ১১৮ রান তুলে জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত। ম্যাচসেরার পুরস্কার পান ভারতীয় অধিনায়ক হরমানপ্রীত কৌর।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডারের ঘটনায় মামলা
গাজায় বড়দিনে শান্তির জন্য প্রার্থনা,নিহতের সংখ্যা ছাড়লো ৪৫ হাজার
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মোজাম্বিকে বাংলাদেশিদের ৩শ' ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর
অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু
দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ
বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার
সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া
একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে
তিতাস গ্যাস টি.এন্ড ডি. পিএলসি’র ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত
ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
পিকে হালদারের পাঁচ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহত