এবার যুবাদের সিরিজ জয়
১৭ জুলাই ২০২৩, ১০:৪৭ পিএম | আপডেট: ১৮ জুলাই ২০২৩, ১২:০১ এএম
সফরকারী দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে এবার ওয়ানডে সিরিজে জিতল বাংলাদেশের যুবারা। গতকাল রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৭ বল হাতে রেখে ৩ উইকেটে হারায় প্রোটিয়াদের। বাংলাদেশ ক্রিকেটে টানা দুই দিন সাফল্যের ধারায় রয়েছে টাইগ্রেস, টাইগার ও জুনিয়র টাইগাররা। গতপরশু তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে বৃষ্টি আইনে ৪০ রানে হারিয়ে ইতিহাস গড়েন নিগার সুলতানা জ্যোতিরা। এদিনই টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৬ উইকেটের জয় পেয়ে প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল সাকিব আল হাসানের দল। আর কাল দক্ষিণ আফ্রিকা যুব দলকে হারিয়ে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিলো জুনিয়র টাইগাররা।
এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২১০ রানে গুটিয়ে যায়। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৪৭.১ ওভারে ৭ উইকেটে ২১১ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। দলীয় ৫০ রানের আগেই তারা হারায় তিন সেরা ব্যাটারকে। স্বাগতিক দলের রিজান হোসেন ১৮ রানের মধ্যে দুই প্রোটিয়া ওপেনার লুয়ান- দ্রে প্রিটোরিয়াস (৮) ও থেবে গাজিদেকে (৫) ফেরান। এরপর ডেভিড টিগারকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি জোথান ফন জিল (৭)। তাকে আউট করে রাফিউজ্জামান রাফি। ১৫.২ ওভারে ৪৯ রানে ৩ উইকেট হারানোর ক্ষত কিছুটা সেরে তোলেন টিগার ও রিচার্ড সেলেতসোয়ান। এ দুইজনের ৫২ রানের জুটিতে শতরান পার করে দক্ষিণ আফ্রিকা। তবে রিচার্ড ব্যাক্তিগত ২৭ রানে আউট হলে অধিনায়ক জুয়ান জেমসের সঙ্গে আরেকবার হাল ধরেন টিগার। তিনি হাফসেঞ্চুরিও করেন। কিন্তু জুটিটা বড় করতে পারেননি। ৪৪ রানে তাদের বিচ্ছিন্ন করেন রোহানাত দৌলা বর্ষণ। ৮৯ বলে ৬৩ রান করেন টিগার। তার বিদায়ে বড় ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। ডেথ ওভারে ছন্নছাড়া ব্যাটিংয়ে বড় পুঁজি হয়নি প্রোটিয়াদের। মাহফুজুর রহমান রাব্বি টানা তিন ওভারে তিন ব্যাটারকে ফেরান প্যাভিলিয়নে। ৫৭ রানে শেষ ৫ উইকেট পড়ে সফরকারীদের। ৪৯.৪ ওভারে অলআউট হয় তারা। রাব্বি ৮.৪ ওভার বল করে ৪৩ রানে সর্বোচ্চ তিন উইকেট নেন। বর্ষণ, রিজান ও রাফি দু’টি করে উইকেট পান।
লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ (চৌধুরী মো. রিজওয়ান-১৩) ও ৪৮ (রিজান হোসেন-৩) রানে প্রথম দুই উইকেট পড়লেও আদিল বিন সিদ্দিক ও আরিফুল ইসলামের হাফসেঞ্চুরিতে শক্ত অবস্থানে জায়গা নেয় বাংলাদেশ। আদিল-আরিফুলের জুটি ছিল ৮৭ রানের। ৭০ বলে ৭ চার ও ১ ছয়ে ৫৮ রান করেন আদিল। দলীয় ১৩৫ রানে আদিল ফেরার পর দ্রæত কয়েকটি উইকেট হারায় বাংলাদেশ। নাঈম আহমেদ (৪), মোহাম্মদ শিহাব জেমস (১৭), আশরাফুর জামান বরণ্যকে (৩) হারিয়ে ধাক্কা খায় স্বাগতিকরা। এমনকি লক্ষ্য থেকে ২২ রান দূরে থাকতে আরিফুলের আউটে চাপে পড়েছিল বাংলাদেশ যুব দল। ৮১ বলে ৫ চার ও ১ ছয়ে ৭১ রান করেন এই ব্যাটার। তবে বাকি পথ পাড়ি দিতে সমস্যা হয়নি। অধিনায়ক মাহফুজুর রাব্বি ও রাফি অপরাজিত জুটিতে দলকে জেতান। রাব্বি ১৫ ও রাফি ৭ রানে অপরাজিত ছিলেন। ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ এ জিতল স্বাগতিকরা। ম্যাচ সেরার পুরস্কার পান বাংলাদেশের আরিফুল ইসলাম আর সিরিজ সেরা হন একই দলের রাফিউজ্জামান রাফি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে সিলেট এমসি কলেজে মানববন্ধন
সোনা চোরাচালানের দায়ে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান জব্দ
রাজশাহী বাঘায় পদ্মা নদীতে ধরা পড়লো সাড়ে এগারো কেজি বাঘাইড় মাছ
চ্যাম্পিয়ন্স লিগে সিটির খেলা নিয়ে শঙ্কিত গুয়ার্দিওলা
সুশীলগিরি ছেড়ে দোসরদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আসতে হাসনাতের আহ্বান
গোয়ালন্দে চুরির সন্দেহে ব্যবসায়ীর ১০টি গরু থানায়!
সচিবালয়ে অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও বিস্তারিত তদন্ত হতে হবে: রিজওয়ানা হাসান
দৌলতপুরে পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
বিজয় দিবস রাগবি শনিবার
প্রসিকিউটর মাহমুদকে হত্যার হুমকির অভিযোগ
বিএনপি কর্মীকে হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক এসপি গ্রেপ্তার
মধ্যরাতে সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে যেসব প্রশ্নের উত্তর খুঁজছেন মানুষ
‘সচিবালয়ের ন্যায় দেশটাও কি অরক্ষিত?’
কসবায় ৪ হাজার টাকার মোবাইল ফোনসেটের জন্য অটোচালক খুন
পরশুরামে মুহুরী নদীতে পানির পাম্প বসাতে দিচ্ছে না বিএসএফ
বগুড়া কারাগারে হার্ট এ্যাটাকে আওয়ামী লীগ নেতাদের সিরিয়াল মৃত্যু নানামুখি প্রশ্ন
যতবার বাংলাদেশে সুষ্ঠু ভোট হয়েছে, ততবার বিএনপি সরকার গঠন করেছে: এবিএম মোশাররফ
সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনায় ষড়যন্ত্র আছে: সারজিস আলম
শীর্ষ ফুটবলে নিজেকে আরও কয়েক বছর দেখেন ফন ডাইক
কালীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু আরেক শিশু নিখোঁজ